79 verified Rokomari customers added this product in their favourite lists
গত কয়েক বছর ধরে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যা ও তার সমাধান নিয়ে লিখছি। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়ে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে প্..
TK. 135TK. 101 You Save TK. 34 (25%)
Product Specification & Summary
গত কয়েক বছর ধরে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যা ও তার সমাধান নিয়ে লিখছি। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়ে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে প্রকাশিত হয়েছে। অনেক দিন ধরেই অনেক পাঠক অনুরোধ করে আসছে সবগুলো লেখা একসাথে করে একটি বই বের করার জন্য।
‘লেখাগুলো যখন পেপারে ছাপা হয় তখন পড়ে ভালোই লাগে কিন্তু লেখাগুলো আর সংগ্রহ করে রাখা হয় না। কিন্তু পড়ে যখন লেখাগুলো প্রয়োজন পড়ে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই লেখাগুলো দিয়ে যদি একটি বই বের করেন তাহলে প্রয়োজনের সময় লেখাগুলো খুঁজে পেতে অনেক সহজ হবে।’
কিন্তু সময় স্বল্পতার জন্য বই আর বের করা হয় না। এবার অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছি বই বের করার। তার সাথে লেখাগুলো আপডেটও করেছি। অবশেষে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যার উপর একটি বই বের করেই ফেললাম। কম্পিউটার এবং ইন্টারনেট টিপস।
বই সম্পর্কে কারো কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাকে ফেসবুকে জানাতে পারেন। আমার ফেসবুক ঠিকানা হলো-
https://www.facebook.com/AminurRahmanSUST
সূচিপত্র কম্পিউটার টিপস
১. পেনড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম সেটআপ
২. পেনড্রাইভে ফাইল আছে কিন্তু দেখা যাচ্ছে না?
৩. ফাইল সেভ করতে পারেন নি?
৪. সিডি/ডিভিডি নষ্ট হয়ে গেছে, কপি করতে পারছেন না?
৫. কি-বোর্ডের বাটন নষ্ট হয়ে গেছে?
৬. পেনড্রাইভের অটো-প্লে বা অটোরান বন্ধ করেতে চান
৭. পেনড্রাইভ ব্যবহারে সতর্কতা
৮. ইউনিকোডে বাংলা লেখা
৯. উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তারিখ ফরমেট পরিবর্তন করা
১০. উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সিডি কী হারিয়ে গেছে?
১১. মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছে?
১২. ডিলিট করা ফাইল রিকভার করা।
১৩. কিবোর্ডের F1 থেকে F12 কি এর কাজ
১৪. কম্পিউটারের স্ক্রীনশট
১৫. সিডি থেকে সিডি রাইট করা এবং পরে আরও ডাটা যোগ করা
১৬. পেনড্রাইভ ফরম্যাট না হলে
ইন্টারনেট টিপস
১৭. স্মার্টফোন দিয়ে ওয়াই-ফাই হটস্পট সুবিধা
১৮. ল্যাপটপকে ওয়াইফাই হটস্পট করবেন যেভাবে।
১৯. ওয়েবসাইট ব্লক করে রাখতে চান?
২০. ব্লক/ব্যান করা ওয়েবসাইট ওপেন করতে চান?
২১. ম্যাক অ্যাড্রেসও পরিবর্তন করা যায়
২২. বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয়ে রুপান্তর
২৩. ডাউনলোড শেষ হলেই বন্ধ হবে কম্পিউটার
২৪. ইউটিউবের ভিডিও ডাউনলোড
২৫. ছবি থেকে লেখা উদ্ধার
২৬. গুগল সার্চের কিছু টিপস
২৭. আই পি অ্যাড্রেস সম্পর্কে জানুন
ফেসবুক টিপস
২৮. ফেসবুকে অনাকাক্সিক্ষত ছবি বা ভিডিও ট্যাগ
২৯. হ্যাকিং হবে না ফেসবুক অ্যাকাউন্ট!
৩০. ডাউনলোড করুন ফেসবুকের ভিডিও
৩১. ফেসবুকের প্রোফাইল ডাউনলোড করবেন যেভাবে
৩২. ফেসবুকে বন্ধু হবেন নাকি ফলোয়ার?
ইমেইল টিপস
৩৩. ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, রিকভার করবেন যেভাবে
৩৪. ইমেইল আইডি হ্যাক হয় যেভাবে
৩৫. আপনার ইমেইলে কে প্রবেশ করেছিল
৩৬. জিমেইলের ব্যাকআপ রাখুন
৩৭. ইন্টারনেট কানেকশন ছাড়াই চেক করুন জিমেইল
৩৮. জিমেইলে স্বাক্ষর বা সিগনেচার যোগ করা
৩৯. ইমেইল পাঠাতে To, Cc, Bcc এর ব্যবহার।
৪০. আপনার বন্ধু কি ইমেইলে আপনার কাছে টাকা ধার চাচ্ছে?
৪১. ইমেইলটি কোথায় থেকে এসেছে?
৪২. হ্যাক হবে না জিমেইল অ্যাকাউন্ট
ইন্টারনেট ব্রাউজার টিপস
৪৩. ইন্টারনেট ব্রাউজার দিয়ে আইপি অ্যাড্রেস পরিবর্তন করা
৪৪. অনেক কাজের এক ওয়েব ব্রাউজার গুগল ক্রোম
৪৫. বাংলা বানান ঠিক করে দেবে ফায়ারফক্স ব্রাউজার
৪৬. পুরো পেইজের স্ক্রীনশট নিবেন যেভাবে।
৪৭. আপনার ইন্টারনেট ব্রাউজার কি নিরাপদ?
৪৮. ব্রাউজারে ওয়েবপেইজের লেখা ছোট বড় করা।
৪৯. ব্রাউজার এর উইন্ডো ফুল স্ক্রীন করা।
৫০. বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেট ব্রাউজার টেব ফিরিয়ে আনা।
৫১. ব্রাউজারই লিখে দেবে বাকি অংশ
উইন্ডোজ এক্সপি টিপস
৫২. কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস
৫৩. ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর
৫৪. অডিও/ভিডিও ফাইলের মেমোরি সাইজ কমানো।
৫৫. ঘুম থেকে ডেকে দেবে কম্পিউটার
৫৬. হাইবারনেট করে ইউ পি এস থেকে বাড়তি সুবিধা
৫৭. অপারেটিং সিস্টেম ঠিক ভাবে কাজ করছে না?
৫৮. কম্পিউটার চালু হতে বেশি সময় নিচ্ছে?
৫৯. উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলে
৬০. সি ড্রাইভ এর ফাঁকা স্থান বাড়াবেন যেভাবে।
৬১. বাড়িয়ে নিন কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি
৬২. কম্পিউটার থেকে গেমস ডিলিট করবেন যেভাবে
৬৩. কি-বোর্ড থেকেই চালু হবে কম্পিউটার।
৬৪. মাউসে ডবল ক্লিক করে কম্পিউটার চালু করা
৬৫. নিজেই তৈরি করুন কিবোর্ডের শর্টকাট কি
৬৬. তিনিই বিলগেটস