কোনো বই নিজের করে নিতে হলে প্রথমে আমরা কী দেখি? উত্তরে বলতে হয় : বইয়ের নাম, প্রচ্ছদকর্ম, বিষয় এবং মুদ্রণ সৌকর্য। হ্যাঁ, লেখক তো প্রত্যক্ষ-পরোক্ষভাবে পাঠক-ক্রেতার মনকে দখল করে থাকবে..
TK. 135TK. 116 You Save TK. 19 (14%)
Get eBook Version
US $1.99
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
কোনো বই নিজের করে নিতে হলে প্রথমে আমরা কী দেখি? উত্তরে বলতে হয় : বইয়ের নাম, প্রচ্ছদকর্ম, বিষয় এবং মুদ্রণ সৌকর্য। হ্যাঁ, লেখক তো প্রত্যক্ষ-পরোক্ষভাবে পাঠক-ক্রেতার মনকে দখল করে থাকবেনই। যদিও সেটা নির্ভর করে লেখকের মনন, মেধা, নিজস্বতা এবং জনপ্রিয়তার পরিধির ওপর। আলোচ্য কাব্যগ্রন্থ ‘কে তুমি তন্দ্রাহরণী’র কবি বদিউল আলম কাব্যপ্রিয় বিদগ্ধজনের কাছে কোনো সচরাচর নাম নয়- তবে তার কাব্যগ্রন্থে আশ্রিত কবিতাগুলো স্বাভাবিক বিশিষ্টতার দাবি রাখে।
কাব্যগ্রন্থ ‘কে তুমি তন্দ্রাহরণী’র প্রকাশকাল অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। গ্রন্থে সন্নিবেশিত ৪১টি কবিতায় কবি স্মরণ করেছেন তার তন্দ্রাহারা প্রেমময় জীবনের স্মৃতিকাতরতাকে কবির স্মৃতিপটের প্রিয় মুখগুলো তার বিদ্যালয় ক্যাম্পাসেরই। তন্দ্রাহারা কাব্যচর্চায় তিনি খোঁজেন হারানো প্রেমকে। কাব্যগ্রন্থের নাম কবিতায় তাইতো কবির কাতর উচ্চারণ-
‘যুগ যুগ ধরে খুঁজেছি তোমায় নিরবধি খুঁজছি
তিল তিল কামনার অঙ্গারে দিনে দিনে পুড়ছি
দেখা মেলে না তোমার শুধু দূরাভাষে প্রেমালাপ।
(কে তুমি তন্দ্রাহরণী, পৃ. ৩৩)
এখানে ‘দূরাভাষে প্রেমালাপ’ হচ্ছে নাগরিক জীবনের জটিল প্রেম। সেই জটিলতাসত্তেও কবির হৃদয়ের আকুতি একই কবিতায় উচ্চারিত।
‘আজো হৃদয় জাগে তোমার হিয়া পরশিয়া
আমার স্বপ্নচারিণী ওগো ভুবন মোহিনী
অন্তর্যামী জানে তুমি যে আমার তন্দ্রাহরণী...।’
‘কে তুমি তন্দ্রাহরণী’ কাব্যগ্রন্থটিতে এমনি আরো কয়েকটি বলিষ্ঠ কবিতা হচ্ছে- ভিজিয়ে প্রিয়ার বুক চুমিব অমৃত ধারায় (পৃ. ৭), প্রিয়ার বুকে বয়ে যায় অশ্রæনদী (পৃ. ৯), ভালোবাসার চিতায় অশ্রæর মঞ্জরী (পৃ. ৩০), হারানো প্রিয়ার শিস দিয়ে ডাকা কাকভোর (পৃ. ৫৭)। শুধু প্রেম নয়, দ্রোহ-বিদ্রোহের কথাও আছে। রাজনৈতিক সচেতন কবি মহান নেতা বঙ্গন্ধুকে স্মরণ করেন এভাবে- ‘জাতির জনক বঙ্গবন্ধু। সংগ্রাম কী হয়েছে শেষ পেয়েছে কী মুক্তি স্বদেশ।’ (পৃ. ৫২)
এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার কাছে প্রশ্ন ‘হে স্বাধীনতা, তুমি মুখ খুলে বলো তুমি কার।...চোখ খুলে দেখ আঠার কোটি প্রাণের হাহাকার (পৃ. ৫৪)। কাব্যগ্রন্থজুড়ে রয়েছে কবির নিজস্ব ভাষা প্রয়োগপ্রবণতা। বিচিত্র, অভিনব উপমা-উৎপ্রেক্ষায় কিছু নমুনা কবিতা : কাশবন যেন যৌবনের বিয়ের কাবিন, পৃ. ২২। পেয়ালায় ফাল্গুন, পৃ. ৬২। ধর্ম-সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনের উদাহরণে পাওয়া যাবে ‘ঈদ আসে মহাখুশির ঈদ’-এর মতো কবিতার পাশাপাশি ‘বৈরী ভুবনে বৈশাখে রাবণ’ (পৃ. ৩১), বৈসাবী উৎসব সংক্রান্ত কবিতা।
মুদ্রণ সৌকর্যের সার্বিক মান বজায় রেখে সাহিত্যদেশ প্রকাশিত কাব্যগ্রন্থটি কবি ও কবিতাপ্রিয় পাঠকমহলে দৃষ্টি আকর্ষণ করবে বলেই অনুমিত হয়। চিত্রশিল্পী সোহানুর রহমান অনন্ত অঙ্কিত নান্দনিক প্রচ্ছদের ‘কে তুমি তন্দ্রাহরণী’ কাব্যগ্রন্থটির বোর্ড বাঁধাই মূল্য ১৩৫ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৬৪। আধুনিক কাব্যমনস্ক কবি বদিউল আলম ‘কে তুমি তন্দ্রাহরণী’ কাব্যে গ্রামবাংলার কৃষ্টি এবং মধ্যবিত্তের জীবন চেতনাকে শাণিতভাবে লিপিবদ্ধ করেছেন। কাব্যগ্রন্থটির বহুল পাঠপ্রিয়তা কামনা করি।