86 verified Rokomari customers added this product in their favourite lists
"বাংলাভাষা : রাজনীতির আলোকে"বইটির মুখবন্ধ:
এই গ্রন্থে স্থানপ্রাপ্ত রচনাগুলাে উনিশশ' একাত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত প্রসারিত সময় সীমার মধ্যেই লিখিত। একমাত্র বাংলা..
TK. 150TK. 113 You Save TK. 37 (25%)
In Stock (only 2 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
"বাংলাভাষা : রাজনীতির আলোকে"বইটির মুখবন্ধ:
এই গ্রন্থে স্থানপ্রাপ্ত রচনাগুলাে উনিশশ' একাত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত প্রসারিত সময় সীমার মধ্যেই লিখিত। একমাত্র বাংলার সাহিত্যাদর্শ' রচনাটি একাত্তরের যুদ্ধের পূর্বের । বাংলা একাডেমীর তৎকালীন পরিচালক জনাব কবীর চৌধুরীর আগ্রহে একাডেমীর। ষান্মাষিক ইংরেজি পত্রিকা Bengali Literature-এ প্রকাশের জন্য Literary Ideals in Bengal শিরােনামে একটি রচনা লিখি। বাংলা একাডেমীর ইংরেজি পত্রিকায় প্রকাশিত সে রচনাটি পরে অনুবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় প্রকাশ করি। এ ছাড়া অন্যান্য রচনাগুলাে যুদ্ধের পরের। জীবনানন্দ দাশ : তাঁর কাব্যের লােকজ উপাদান : সাম্প্রতিক নিরিখ প্রবন্ধটি ১৯৭২ সালে বাংলাদেশ লেখক শিবির কর্তৃক আয়ােজিত জীবনানন্দ দাশের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়ােজিত তিনদিন ব্যাপী আলােচনা সভায় তৃতীয় দিনে পাঠ করি। পরে লেখাটি সেলিনা হােসেন সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলন ‘স্মারকে' মুদ্রিত হয়। তারও পরে সাপ্তাহিক গণবাংলায় দ্বিতীয়বার লেখাটি প্রকাশ পায়। ভাষা বিষয়ক চিন্তাভাবনা অধুনালুপ্ত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৯৭৪ সালের একুশে ফেব্রুয়ারি সংকলন ‘জাতিস্মরে’ প্রকাশিত হয়। একেবারে প্রথম প্রবন্ধটি লিখি ১৯৭৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। যে পত্রিকাতে লেখাটি প্রকাশিত হওয়ার কথা ছিল, নানাকারণে তাদের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটায় অধুনালুপ্ত ‘দৈনিক গণকণ্ঠ পত্রিকার রবিবাসরীয় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বাংলাদেশ সংস্কৃতি শিবির’ আয়ােজিত তিনদিন ব্যাপী আলােচনা সভায় লেখাটি প্রথমবার পাঠ করি এবং দ্বিতীয়বার বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি’ আয়ােজিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাভাষায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা শীর্ষক অধিবেশনে পাঠ করি।
গ্রন্থাকারে লেখাগুলাে প্রকাশিত হবার সময় সংশ্লিষ্ট পত্রিকা এবং সংকলনের সম্পাদকবৃন্দের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা নিবেদন করছি। তাছাড়া বাংলাদেশ লেখক শিবির এবং বাংলাদেশ সংস্কৃতি শিবিরের
কর্মীবৃন্দ, যাঁরা কঠোর পরিশ্রম করে চিন্তা-চেতনার দিগন্ত প্রসারী নৈরাজ্যের যুগে এ দেশের গণমানুষের সংস্কৃতিকে বিকাশমান করে তােলার জন্য, সহস্র ভয়-ভীতি উপেক্ষা করে আলােচনা সভাগুলাের আয়ােজন করতেন, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক মামুলি সৌজন্য প্রকাশের নয়। তাদের প্রতীক্ষার দুঃখদাহন এখনাে শেষ হয়নি। ‘বাংলার সমাজ বিপ্লবের প্রথম শােণিত বাংলাভাষার শরীর থেকেই নির্গত হবে’ প্রথম প্রবন্ধের এই শেষ বাক্যটি আমার বিদেশপ্রবাসী বন্ধু ফরহাদ মজহারের কোন একটি লেখা থেকে ধার করেছি। চার-পাঁচ বছরের পরিধিতে লেখা হলেও চারটি প্রবন্ধের মধ্যেই একটি মূলসুর— একটি দৃষ্টিকোণ মনােযােগী পাঠকের দৃষ্টি এড়াবে না বলে ভরসা করি । পরিশেষে গ্রন্থটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করার জন্য সুবর্ণ প্রকাশনকে ধন্যবাদ।