52 verified Rokomari customers added this product in their favourite lists
"সেল্ফ রিমাইন্ডার" বইয়ের সংক্ষিপ্ত কথা:
কখনও কষ্টের কালো মেঘ এসে সব আনন্দকে মুহূর্তেই বিষাদে পরিণত করে দেয়, আবার কখনও আনন্দের বৃষ্টি-ঝড়ে কষ্টের চিহ্নটুকু ধুয়ে-মুছে সাফ ..
TK. 120TK. 108 You Save TK. 12 (10%)
In Stock (only 4 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
"সেল্ফ রিমাইন্ডার" বইয়ের সংক্ষিপ্ত কথা:
কখনও কষ্টের কালো মেঘ এসে সব আনন্দকে মুহূর্তেই বিষাদে পরিণত করে দেয়, আবার কখনও আনন্দের বৃষ্টি-ঝড়ে কষ্টের চিহ্নটুকু ধুয়ে-মুছে সাফ করে দেয়। বুদ্ধিমান তারা, যারা বিপদ-আপদ, দুঃখ-কষ্ট দেখে বিচলিত হন না, মহান রবের কাছে সোনালি ভোরের প্রত্যাশায় চোখ ভিজিয়ে, বুক ভিজিয়ে দুআ করতে থাকেন। কারণ, তারা জানেন, এ বিপদ একদিন কেটে যাবেই। হতাশার জীবনে আশার আলো ফুটবেই। পবিত্র কুরআনে সে কথাটিই উচ্চারিত হয়েছে বারবার...
আল্লাহ তাআলা বলেন, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। [সুরা আলাম নাশরাহ : ৫-৬]
দুঃখের পাহাড় দেখে যারা ভেঙে পড়েন, কষ্টের ভয়াল রূপ দেখে যারা মুষড়ে যান, তাদের জন্য এ আয়াত দুটি অবশ্যই আশার আলো দেখাবে। বাস্তবতা হলো কোনো দুঃখই চিরস্থায়ী নয়, যেমন চিরস্থায়ী নয় রাতের আঁধার, আকাশের কালো মেঘ...
প্রকৃতির এসব বিষয় নিয়েও যদি কেউ চিন্তা-ভাবনা করে, তবে খুব সহজেই সে বুঝতে পারবে...
আমরা অনেকেই দুঃখের ঢেউ দেখে হতাশায় মুষড়ে পড়ি। কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলেন...
আবার কেউ বিদ্রোহী হয়ে পাপের পথে পা বাড়ান...
এসবের কোনোটাই বুদ্ধিমানের কাজ নয়! বুদ্ধিমানের কাজ হলো, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মুকাবেলা করা। শত কষ্টেও আশায় বুক বাঁধা। এই বিশ্বাস লালন করা যে, একদিন এ অন্ধকার কেটে গিয়ে ভোর আসবেই। কষ্টের জীবনে আলো ফুটবেই।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্ল¬াহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্ল¬াহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা জুমার : ৫৩]
তাই আসুন! আমাদের দুঃখের জীবনে আশার বীজ রোপণ করি! একদিন এ বীজ মহীরুহে পরিণত হয়ে আমাদের সব কষ্টের অবসান ঘটাবেই ইনশাআল্লাহ...
থাকুক না কিছু অপূর্ণতা
মহান রবের দিকেই আমাদের প্রত্যাবর্তন, আখেরাতের দিকেই আমাদের দৃষ্টি। অনন্ত জান্নাতের আশা বুকে লালন করেই আমাদের বেঁচে থাকা। থাকুক না এপারের কিছু অপূর্ণতা, ব্যর্থতা, আক্ষেপ। ওপারে না হয় আল্লাহর কাছে চেয়ে নেব। আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুখে আছি। অন্য অনেকের চেয়ে আল্লাহ আমাকে আপনাকে অনেক কিছু দিয়েছেন। অনেক ভালো রেখেছেন। অনেকের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দিয়েছেন যে, আমরা মুসলিম আখেরাতের জন্য বাঁচি। আলহামদুলিল্লাহ।
সেমিস্টারের সি.জি.পি.-এ খুব একটা ভালো না? আল্লাহ আপনার জন্য এটাই চেয়েছেন আলহামদুলিল্লাহ। কী খাব, কী পরব, কী চাকরি করব, কত বেতন পাব, এসবই তো জীবন নয়। আল্লাহ যা দেবেন সেটাই। যদি কিছু না-ই দেন, তারপরও আলহামদুলিল্লাহ, আখেরাতে না হয় চেয়ে নিবেন। সবাই আপনাকে ভালোবাসবে না। কেউ ঘৃণা করবে, কেউ পাত্তা দেবে না, কেউ অপমান করবে, কেউ ভুল বুঝবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কিন্তু আপনি সবাইকে আল্লাহর জন্যই ভালোবাসুন, আল্লাহর জন্যই ঘৃণা করুন।