371 verified Rokomari customers added this product in their favourite lists
"কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়" বইটি চার বছর আগে পড়েছিলাম। এখন আবারো শুরু করেছি। তবে এবার নতুন সংস্করণটি। বইটির নতুন সংস্করণ এসেছে, নতুন প্রচ্ছদ ও হার্ডকভারে। ভিতরের ডিজাইনগুলো..
TK. 360
Get eBook Version
US $2.76
In Stock (only 3 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
"কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়" বইটি চার বছর আগে পড়েছিলাম। এখন আবারো শুরু করেছি। তবে এবার নতুন সংস্করণটি। বইটির নতুন সংস্করণ এসেছে, নতুন প্রচ্ছদ ও হার্ডকভারে। ভিতরের ডিজাইনগুলোও এবার দৃষ্টিসুন্দর হয়েছে। নতুন কয়েকটি অধ্যায়ও যুক্ত হয়েছে দেখলাম।
এধরনের বইগুলো কখনোই পুরোনো হয়না। তার উপর চারবছর পর আবার পড়ছি। সেসময়ের পাঠ অনুভূতিগুলো মনে পড়ে নস্টালজিক হয়ে পড়ছি। সেই পুরোনো অনুভূতিগুলো যেন আবার ফিরে এসেছে৷
২০১৬ সালে দ্বীনে প্রত্যাবর্তনের পর আমার জন্য সবচেয়ে জরুরী ছিল নামাজে নিয়মিত হওয়া আর মনোযোগী হওয়া। তাই তখন থেকেই খুশূ-খুযূ সম্পর্কিত বইগুলো প্রকাশ হওয়া মাত্রই কিনে ফেলতাম। আলহামদুলিল্লাহ্ নামাজে খুশূ-খুযূ সম্পর্কিত অনেকগুলো বই পড়া হয়েছে। সেগুলোর মধ্যে এই বইটাকে আমি এক নম্বরে রাখবো।
নামাজে মধুরতা ও প্রশান্তি অর্জনের উপায় সম্পর্কে যারা একটু বিস্তারিত জানতে চান এ বইটি তাদের জন্য। বইটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি। এই বইটার মতো খুশূ-খুযূ নিয়ে এত বৃহৎ পরিসরের আলোচনা সংবলিত কোনো বই এখন পর্যন্ত আমি দেখিনি। বইটি মূলত মিশারী আল খারাজ-এর লেকচার সিরিজের সংকলন হলেও ইবনুল কায়্যিম ও ইবনু রজব হাম্বলীদের মতো মহান ইমামদেরও লেখাগুলোও বইতে সংযোজন করা হয়েছে। তাই কেউ যদি খুশূ-খুযূ নিয়ে অনেকগুলো বই না পড়ে কেবল একটি বই পড়তে চায়, তাহলে এই একটি বইই তার জন্য যথেষ্ট হতে পারে।
বইটি পড়ার পর আমি নামাজকে নতুনভাবে আবিষ্কার করেছি। শুধু নামাজই না, ওযু থেকে শুরু করে নামাজের প্রত্যেকটি কাজের পিছনে কী তাৎপর্য ও আবেদন রয়েছে তা নতুন করে ভাবতে শিখেছি। বইটিতে নামাজের প্রতিটি কাজের একেকটা রহস্য উন্মোচিত হয়েছে আর সেটা পড়ার পর ভেবেছি, "আচ্ছা, এভাবে তো ভেবে দেখিনি"। বইটি আপনাকে আল্লাহর সাথে নতুন সম্পর্ক সৃষ্টি করে দেবে। এমনকি আপনি আপনার নামাজকে আরো বেশি আপন মনে করবেন। নামাজের ব্যাপারে আরো বেশি সতর্ক ও যত্নশীল হবেন।
বইটি আল্লাহর কাছে আমাদের অন্তরকে আত্মসমর্পিত করে তুলবে। নামাজের প্রতিটি শব্দকে ভেতর থেকে অনুভব করতে, শারীরিক স্থিরতা ও অন্তরের প্রশান্তি অর্জনে সাহায্য করবে ইন শা আল্লাহ্।
বইটিতে মোট ৪১টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে রয়েছে কীভাবে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে বন্ধন দৃঢ় করতে পারি সেসব আলোচনা। এরপর ধাপে ধাপে ওযু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত প্রতিটা কাজের যৌক্তিকতা, আধ্যাত্মিক তাৎপর্য এবং রহস্যের জট নিয়ে চমৎকার সব বিশ্লেষণ করা হয়েছে। সর্বশেষ অধ্যায়ে, নবিজীর জীবনের শেষ মুহূর্তটিতেও নামাজের প্রতি তাঁর কি অপূর্ব টান ছিল তা দেখানো হয়েছে।
সত্যি বলতে এধরনের বইয়ের লেখাগুলো কখনোই পুরোনো হয় না। কারণ পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের ঈমানের স্তর ওঠা-নামা করে, নামাজের মান বাড়ে-কমে। তাই যখনই নামাজের মান কমে যায়, তখনই বইয়ের টিপসগুলো ঔষধের মতো কাজ করে। আবেগ-অনুভূতির সর্বোচ্চ শিখরে আরোহন করে কীভাবে নামাজে মধুরতা অর্জন করা যায়, তার উপায় উপকরণগুলো দেখিয়ে দেবে বইটি।
বইটি যখন প্রথমবার পড়েছিলাম, মনে হয়েছিল বইটির বহুল প্রচার প্রসার হওয়া দরকার। নতুন সংস্করণে দেখলাম এটা এবার ৫ম মুদ্রণ। আলহামদুলিল্লাহ্, তার মানে অনেক মানুষের কাছেই পৌছেছে বইটি।
বইটি পড়ার পর, বইয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য অন্তর থেকে দুআ চলে এসেছিল। আল্লাহ্ যেন প্রত্যেকের চেষ্টাগুলোকে কবুল করে নেন এবং আমাদের জন্য নামাজে খুশূ-খুযূ অর্জন করা সহজ করে দেন, আমিন।