এক মিল, সংখ্যা ও রাশির পার্থক্য, বিভিন্ন ধরনের সংখ্যার ধারণা, ফাংশন ও ডোমেন, সংখ্যারেখা, সমীকরণ ও অসমতার সমাধানের লেখচিত্র (৬ষ্ঠ-১০ম শ্রেণীর জন্য) (গণিত অলিম্পিয়াড প্রস্তুতি সহায়ক)
109 verified Rokomari customers added this product in their favourite lists
গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব বইয়ের ফ্লাপে লেখা কথা
বলা হয়, গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা। গণিতে ভালাে দখল না থাকলে পদার্থবিজ্ঞান তাে নয়ই, বিজ্ঞানের কোনাে শাখায় ভূমিকা রাখা সম..
TK. 125TK. 108 You Save TK. 17 (14%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব বইয়ের ফ্লাপে লেখা কথা
বলা হয়, গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা। গণিতে ভালাে দখল না থাকলে পদার্থবিজ্ঞান তাে নয়ই, বিজ্ঞানের কোনাে শাখায় ভূমিকা রাখা সম্ভব নয়। গণিতের গভীর জ্ঞান সর্ববিষয়ে জ্ঞানী করে তুলে মানুষকে। জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন মূলত গণিতবিদ। পদার্থবিজ্ঞানের নানা শাখায় তাদের রয়েছে চিরস্মরণীয় অবদান। গণিতের মৌলিক বিষয়গুলাে এক মিল, সংখ্যা ও রাশির পার্থক্য, বিভিন্ন ধরনের সংখ্যার ধারণা, ফাংশন ও ডােমেন, সংখ্যারেখা, সমীকরণ ও অসমতার সমাধানের লেখচিত্র ইত্যাদির উপর মৌলিক আলােচনা রয়েছে। গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব গ্রন্থে। গণিত বিষয়ে লেখকের দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানে পড়ালেখা এবং আজীবন গণিতের শিক্ষক। হিসেবে অর্জিত অভিজ্ঞতার সহজ এবং প্রাঞ্জল বর্ণনা পাঠককে মুগ্ধ করবে।
গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব বইয়ের সূচিপত্র *
ভূমিকা *বিভিন্ন ধরনের সংখ্যা : স্বাভাবিক সংখ্যা, বেজোড় ও জোড় সংখ্যা, মৌলিক ও কৃত্রিম সংখ্যা *
স্বাভাবিক সংখ্যার সীমাবদ্ধতা : বাস্তব সংখ্যার শ্রেণি বিভাগ, পূর্ণ সংখ্যা,
মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা *
অবাস্তব বা কাল্পনিক সংখ্যা : পূর্ণবর্গ সংখ্যা *
০ (শূন্য)-এর অনন্য বৈশিষ্ট্য *
ছোট ও বড় সংখ্যার ধারণা *
সংখ্যা রেখা কী? *
একটি বেশ জটিল প্রশ্ন *
সংখ্যা এবং রাশি *
চলক, ধ্রুবক ও বহুপদী *
বীজগণিতে ব্যবহৃত চিহ্নসমূহ, সমীকরণ ও অসমতা এবং সংখ্যা রেখায় প্রদর্শন *
ফাংশনের ধারণা এবং ডােমেন *
সঞ্চার পথ কী? *
শিক্ষার্থীদের ব্রেন স্টর্মিং বা বুদ্ধিমত্তার পরীক্ষা *
বীজগণিতে সমীকরণের শ্রেণি বিভাগ : একখাত সরল রৈখিক সমীকরণ, এক চলক বিশিষ্ট একঘাত সহ-সমীকরণ এবং এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ *
দ্বিঘাত সমীকরণের সর্বায়নকৃত রূপ ও এর মূল্লয়ের ত্রিবিদ বৈশিষ্ট্য দ্বিঘাত সমীকরণের সমাধান ও গ্রাফে প্রদর্শন *
দশ ভিত্তিক সংখ্যা লিখন পদ্ধতি এবং একে অন্যভিত্তিক সংখ্যা লিখনপদ্ধতিতে পরিবর্তনের কৌশল
গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব বইয়ের সামারিঃ *
গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব বইটি লেখেছেন: শক্তিপদ দত্ত (শিক্ষক)( ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করে ২০১১ সালের জানুয়ারি মাসে কর্মজীবন থেকেই অবসর গ্রহণ করেছেন তিনি।) বইটি উৎস প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে।
গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা। গণিতে ভালো দখল না থাকলে পদার্থবিজ্ঞান তো নয়ই, বিজ্ঞানের কোনো শাখায় ভূমিকা রাখা সম্ভব নয়।
বর্তমানে সারাবিশ্বে সংখ্যা লিখনের যে পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, সেটাকে বলা হয় দশ পাতন সংখ্যা লিখন পদ্ধতি। কারণ এতে ০১২৩৪৫৬৭৮৯ মোট ১০টি সংখ্যা ব্যবহার হয়। ভারত সর্ব ১ম ০ এর ব্যবহার করে।স্বাভাবিক সংখ্যার সেটকে N প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।, ধণাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটকে p দ্বারা প্রকাশ করা হয়। যেমনঃ p= {-a… -3.-2,-1a} ধণাত্মক ও ঋণাত্মক অসীম a দ্বারা বোঝানো হচ্ছে।) ০ এর বৈশিষ্ট। এই রকম আরো বিভিন্ন ধরনের সংখ্যার ধারণা, ফাংশন ও ডোমেন, সংখ্যারেখা, সমীকরণ ও অসমতার সমাধানের লেখচিত্র ইত্যাদির উপর মৌলিক বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা রয়েছে গণিতের ধারণা ও সংখ্যাতত্ত্ব গ্রন্থে। আমার ধারণা, যার দ্বারা গণিতে জ্ঞানকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সহায়ক হবে।