66 verified Rokomari customers added this product in their favourite lists
দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রকৃত সাফল্যের সংজ্ঞাই আজ আমরা ভুলে বসেছি। বিস্মৃত হয়ে পড়েছি নিজেদের সোনালি অতীত সম্পর্কে। তাই তো দেখা যায়, কোথাও কোনো রকম একটা চাকরি জুটলেই, একটু পার্থি..
TK. 668TK. 468 You Save TK. 200 (30%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রকৃত সাফল্যের সংজ্ঞাই আজ আমরা ভুলে বসেছি। বিস্মৃত হয়ে পড়েছি নিজেদের সোনালি অতীত সম্পর্কে। তাই তো দেখা যায়, কোথাও কোনো রকম একটা চাকরি জুটলেই, একটু পার্থিব অনুদান মিললেই আজ আমরা বেজায় খুশি। শত অন্যায়-অনাচারের মাঝে থেকে নিজেদের নিগৃহীত অবস্থান দেখেও স্বাচ্ছন্দ্যে বলি, এই তো বেশ আছি। বস্তুত, মনোবল যখন শূন্য হয়ে পড়ে, সাফল্যের প্রকৃত স্বরূপ যখন অজানা থাকে—তখন ভালো থাকার অবস্থা এমনই হয় মানুষের কাছে। আমাদের অতীত ও বর্তমানের দিকে তাকালেই স্পষ্ট যে, কত বিশাল ব্যবধান গড়ে উঠেছে সালাফে সালিহিন আর আমাদের মাঝে! সালাফের পথ থেকে আজ আমরা কত দূরে! ইলম শেখা-শেখানোর পথে কষ্ট-ক্লেশ সহ্য করা, দ্বীনের প্রচার-প্রসারে অবিরাম দাওয়াতের ময়দানে ছুটে চলা, দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখার লক্ষ্যে আল্লাহর রাহে নিজের জান-মাল উৎসর্গ করা—দ্বীনের প্রতিটি অঙ্গনে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে সালাফের তুলনা শুধু তাঁরাই। আর আমরা তো হলাম কেবল সংখ্যাধিক্যের পাল্লায় ভারী আর মুখে ‘এটা কীভাবে সম্ভব?’ ‘এটা কীভাবে সম্ভব?’ বুলি আওড়াতে থাকা দুর্বল ও মনোবলহারা! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সম্পর্কেই বলেছেন, (بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ،) ‘...বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে। কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতো।...’ অবশ্য এ লাঞ্ছনা-অপদস্থতা থেকে মুক্তির পথও তিনি বাতলে দিয়েছেন। প্রয়োজন শুধু আমাদের সে পথে ফিরে আসা—সালাফের মতো উচ্চ মনোবলে বলীয়ান হয়ে দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করা।
?ইবনে জাদআন বলেন, ‘উমর রা. জনৈক লোককে বলতে শুনলেন, “হে আল্লাহ, আমাকে অল্পসংখ্যকদের অন্তর্ভুক্ত করুন।” তিনি বললেন, “হে আল্লাহর বান্দা, অল্পসংখ্যক কারা?” লোকটি বলল, “আমি আল্লাহর কালামে শুনেছি—
-“তাঁর সাথে খুব কম লোকই ইমান এনেছে।”(সুরা হুদ : ৪০)
- “আর আমার বান্দাদের খুব কমই কৃতজ্ঞ।” (সুরা সাবা : ১৩)
সে আরও কিছু আয়াত উল্লেখ করল, তখন উমর রা. বললেন, “প্রত্যেকেই উমর থেকে বেশি জ্ঞানী।”’
.
?সুফইয়ান বিন উয়াইনা রহ. বলেন, ‘সত্য পথের পথিক হও। সত্য পথের পথিক কম হয় বলে তুমি একাকিত্ব অনুভব কোরো না।’
.
?ফুজাইল বিন ইয়াজ রহ. বলেন, ‘হিদায়াতের পথ আঁকড়ে ধরো। স্বল্প অভিযাত্রী দেখে হীনবল হোয়ো না। আর গোমরাহির ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। গোমরাহদের দল ভারী দেখে প্রবঞ্চিত হোয়ো না।’
.
?সুলাইমান আদ-দারানি রহ. বলেন, ‘যদি সকল মানুষ সত্য নিয়ে সন্দেহ করে, তবুও আমি একাকী হয়েও সত্যের ব্যাপারে সন্দিহান হব না।’
.
?জনৈক সালাফ বলেন, ‘লক্ষ্য অর্জনের পথে তোমার একাকিত্ব তোমার প্রতিজ্ঞার সত্যতা প্রমাণ করে।’
উচ্চ মনোবলের অধিকারী পূর্ণতার এমন স্তর অর্জন করে যে, সে স্বল্প অভিযাত্রী ও পথের একাকিত্বের প্রতি কোনো পরোয়া করে না। কেননা, সে প্রতিটি স্তরেই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে, যা তার একাকিত্ব দূর করে দেয়। অন্যথায় সে পথহারা হয়ে যেত।