23 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 1650TK. 1415 You Save TK. 235 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
"দ্য বিজনেস স্কুল" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
এই বই পড়ে আপনি বুঝতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার জড়িত হওয়া উচিত হবে কি হবে না। আপনি যদি এরই মধ্যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে জড়িয়ে থাকেন তা হলে আপনি যা জানেন, বইটি সে ব্যাপারে পুনরায় নিশ্চিত করবে এবং আপনি তা বুঝতে পারবেন। আপনি যদি একটি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার চিন্তা করে থাকেন তা হলে আমার বিশ্বাস, এই ব্যবসায় লুক্কায়িত কিছু সুযোগ ও ভ্যালুর কথা বইটি তুলে ধরবে সে সব ভ্যালু অনেকেই খুঁজে নিতে ব্যর্থ হয়ে থাকেন। অন্যকথায়, কিছু অতিরিক্ত টাকা বানানোর সুযোগ থেকে অনেক বেশি কিছু এই নেটওয়ার্ক ব্যবসায় রয়ে গেছে। "দ্য বিজনেস অব দ্য 21 সেঞ্চুরি" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
যারা নিজে অর্থনৈতিকভাবে স্বাভলম্বি হতে চায় ও অপরকে সাহায্য করতে চায় এই বই তাদের জন্য।
আমরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনার্ল্ড ট্রাম্প-এর সাথে যৌথভাবে প্রকাশিত বইয়ের লেখক রবার্ট টি কিয়োসাকির একটি উল্লেখযোগ্য বই :দ্য বিজনেস অব দ্য ২১ সেঞ্চুরী। যারা টাকার পিছে না ঘুরে কী করে টাকাকে নিজের পিছনে ঘুরাতে হয় ও সে কৌশল জানতে চায়, এই বই তাদের জন্যে। সন্মীলিতভাবে কীভাবে আরো অধিক হারে আয় করা ও স্বাভলম্বি হওয়া যায় সে বিষয়ে বিষদভাবে জানতে এই বই হতে পারে আপনার সঙ্গী। "দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর" বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই বইয়ের উদ্দেশ্য হল বিনিয়োগের পলিসিকে সাধারণ মানুষের উপযোগী করে সরবরাহ করা। নিরাপত্তা, সুরক্ষিত করার ব্যাপারে তুলনামূলকভাবে অল্পই এখানে বলা হয়েছে; মূলত: জোর দেয়া হয়েছে বিনিয়োগের নীতিমালা ও বিনিয়োগকারীর আচরণের উপর। সুনির্দিষ্ট নিরাপত্তার কিছু তুলনামূলক লিস্ট এখানে দেয়া হয়েছে- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ লিস্টের পাশাপাশি- যাতে কমন স্টক বাছাইয়ের জন্য জরুরী উপাদানগুলোতে দক্ষতা জন্মে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্থনৈতিক মার্কেটের ঐতিহাসিক প্যাটার্ণ নিয়ে আলোচনা করব, কিছু কিছু ক্ষেত্রে কয়েক শতাব্দী পিছন ফিরেও দেখব। বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হলে আপনাকে বেশ ভালোভাবে জানতে হবে যে বিভিন্ন পরিস্থিতিতে বন্ড ও স্টকগুলো কি ভূমিকায় অবতীর্ণ হয়। ওয়াল স্ট্রীটের ক্ষেত্রে সামতায়ানার সেই বিখ্যাত সতর্কবাণীর চেয়ে বেশি সত্য বক্তব্য ও অধিকতর প্রযোজ্য বাণী আর কিছু নেই- “যারা অতীত ভুলে যায়, তারা এর পুনরাবৃত্তি করে।”
আমাদের এই বইটি বিনিয়োগকারীদের নিয়ে আর আমাদের প্রথম কাজ হল কোনরকম পার্থক্য না রেখে এই বিষয়ে স্পষ্টতা ও জোর প্রদান করা। শুরুতে আমরা একথা বলতে চাই যে বইটি ‘এক মিলিয়ন টাকা বানানোর’ বই নয়। ওয়াল স্ট্রীট বা অন্য কোথাও ধনী হওয়ার নিশ্চিত ও সহজ কোন পথ নেই। এইমাত্র যা বললাম, তার সপক্ষে সামান্য অর্থনৈতিক ইতিহাস তুলে ধরা যায়, বিশেষত: তখনদার সময়ের যখন একের অধিক নৈতিকতা এতে খুঁজে পাওয়া যেত।
অনেক আগে থেকে এই মতবাদ প্রচলিত আছে যে সফল বিনিয়োগের কৌশল নিহিত থাকে প্রথমত: যেসব ইন্ডাস্ট্রির ভবিষ্যত উজ্জ্বল, সেগুলো বেছে নেয়ার উপর এবং এরপর সেইসব ইন্ডাস্ট্রির উন্নয়নশীল কোম্পানীগুলো চিহ্নিত করার উপর। যেমন- স্মার্ট বিনিয়োগকারী বা তাদের স্মার্ট উপদেষ্টারা সর্বোপরি ও বিশেষত: ইন্টারন্যাশনাল বিজন্যাস মেশিনে কম্পিউটার ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনা অনেক আগেই বুঝতে পেরেছিল। একইভাবে অন্যান্য বর্ধনশীল ইন্ডাস্ট্রি ও কোম্পানীগুলোর ব্যাপারেও। তবে এটি সবসময় অতীতের পর্যবেক্ষণের মত সহজ হয় না। এই পয়েন্টকে পুরোপুরি বুঝার জন্য নীচে একটি প্যারাগ্রাফ দেয়া হল যেটি ১৯৪৯ সালের সংস্করণে প্রথম দেয়া হয়েছিল।