3 verified Rokomari customers added this product in their favourite lists
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় দু-যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৩২০১৪ ইং শিক্ষাবর..
TK. 190
Product Specification & Summary
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় দু-যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৩২০১৪ ইং শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান ও পাশ) প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীর জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি আবশ্যিক কোর্স পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আবশ্যিক এ কোর্সটি চালুর ফলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে জাতির ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে, যা অত্যাবশ্যকীয়।
কোর্সটি আমাদেরকে পৌঁছে দেয় আপন ঠিকানায়, আমাদেরকে আত্মানুসন্ধানে ব্রতী করে। কোর্সটি অধ্যয়নের ফলে বাঙালির জীবনযাত্রার সূত্রপাত, বাঙালির সাংস্কৃতিক, নৃতাত্তি¡ক, ভৌগোলিক, আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসের সাথে সাথে আমাদের রাষ্ট্রীয় পালাবদল, বাঙালির গর্বিত ভাষা আন্দোলন ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ বিষয়ে জ্ঞান নিয়ে আমাদের তরুণ প্রজন্ম স্নাত হতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরতে যেসব ঘটনার সূত্র ধরে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেগুলোও পাঠ্যভুক্ত করায় বর্তমান তরুণরাও হয়ে উঠবে মুক্তিযুদ্ধের সন্তান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক অনার্স ও পাশ কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা যাতে উপর্যুক্ত পাঠ্য বিষয়ে আনুপুঙ্খিক জ্ঞান অর্জনে সক্ষম হয় এবং পরীক্ষায় উচ্চ নম্বর পেতে পারে সেদিক বিবেচনায় জ্ঞানগৃহ প্রকাশনী সংক্ষেপে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ্রন্থটি প্রকাশের প্রয়াস পেয়েছে।
সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৃষ্টিতে বাঙালি জাতির সূত্রপাত, তার সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের ইতিহাস, রাষ্ট্রযন্ত্রের উপাদান-উপকরণ সবই গ্রন্থটিতে তুলে ধরতে খ্যাতনামা লেখক, গবেষক ও পণ্ডিতদের প্রকাশিত গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে।
এ যাবৎ বিশ্ববিদ্যালয়ে উপর্যুক্ত পাঠ্যসূচির ওপর যেসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর দিকে বিশেষ দৃষ্টি রেখে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় তার জবাব উপস্থাপন করা হয়েছে। তদুপরি, আলোচ্য বিষয়কে স্পষ্ট করতে যেমন বাহুল্য বর্জন করা হয়েছে, তেমনি মানবন্টন ও পরীক্ষায় উত্তরপত্রে লেখার সময়ের দিকটি বিশেষ বিবেচনায় আনা হয়েছে। অতি সংক্ষিপ্ত (ক্যুইজ), সংক্ষিপ্ত ও রচনামূলকÑ এভাবে ভাগ করে প্রচুর পরিমাণ প্রশ্ন ও তার উত্তর প্রদান করে গ্রন্থটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
গতানুগতিকতাকে সযত্নে পরিহার করে, গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে ধীরস্থির বিবেচনায় দীর্ঘদিনের অধীত অভিজ্ঞতাকে সুসংহতভাবে প্রোথিত করা হয়েছে। আঙ্গিক, আন্তরধর্মে, উত্তর সংস্থাপনের অভিনবত্ব ও নতুনত্বে, লাবণ্যময় গদ্যে, সালংকৃত বাণীবন্ধে রচিত বইটি কোমলমতি শিক্ষার্থীদের অনায়াসে আত্মস্থযোগ্য।
বিশেষ প্রযত সত্তে ও যে ভুল-ত্র“টি-অসম্পূর্ণতা রয়ে গেল সে দায় আমাদের। ত্র“টিগুলো যাঁর সতর্ক দৃষ্টিতে যেভাবে ধরা পড়বে অনুগ্রহপূর্বক জানিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী সংস্করণে তার সংশোধনে যতœবান হবো। তদুপরি, বিদগ্ধজনের সৃজনশীল ও গঠনমূলক মতামতও সাদরে গৃহীত হবে। আমাদের এ উদ্যোগে যেসব গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে এবং যিনি যেখান থেকে, যতটুকু সাহায্যের হাত বাড়িয়েছেন আমরা কৃতজ্ঞচিত্তে সেসব স্মরণ করছি।