16 verified Rokomari customers added this product in their favourite lists
ইসলাম কোনো মানব রচিত জীবন ব্যবস্থা নয়। বরং এটি সম্পূর্ণ ওয়াহী নির্ভর পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। একমাত্র ওয়াহী ব্যতীত কোনো মানব রচিত কিতাব ও আলেমের অন্ধ অনুসরণের নিষেধাজ্ঞা রয়েছে ..
TK. 480TK. 336 You Save TK. 144 (30%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
ইসলাম কোনো মানব রচিত জীবন ব্যবস্থা নয়। বরং এটি সম্পূর্ণ ওয়াহী নির্ভর পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। একমাত্র ওয়াহী ব্যতীত কোনো মানব রচিত কিতাব ও আলেমের অন্ধ অনুসরণের নিষেধাজ্ঞা রয়েছে ইসলামী শরীয়তে। আল্লাহ তা‘আলা মুসলিম উম্মাহকে সতর্ক করে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হতে নিষেধ করেছেন এবং তাদের ঐক্য অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন। এতদ্বসও্বেও এ মুসলিম উম্মাহ আল্লাহর আদেশ,নিষেধ ও সতর্কবাণী উপেক্ষা করে বিভিন্ন মাযহাবী দল ও উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং মানব রচিত মাযহাবী ফিকহের অন্ধ অনুসরণ করে যাচ্ছে। এ মুসলিম উম্মাহ বিভিন্ন মাযহাবী দলে বিভক্ত হয়ে এক ও অভিন্ন ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে এবং খণ্ড-বিখণ্ড করে ফেলেছে দ্বীনের মূলনীতিকে।
মাযহাবী বিভক্তির ফলেই বিবিধ ফিতনা,বিভ্রান্তি ও গোঁড়ামির জন্ম হয়েছে। মুসলিমদের মধ্যে যাবতীয় কলহ,দ্বন্দ্ব, হিংসা,অহংকার, ঝগড়া-বিবাদ,বাড়াবাড়ি ও দলাদলি সবই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামির কারণেই সৃষ্টি হয়েছে। যুগের পর যুগ ধরে এই মাযহাবী বিভক্তিই মানুষকে সত্য ও হক্বের পথ থেকে দূরে রাখছে। পৃথিবীর সকল মুসলিম এক হতে পারছে না এবং পবিত্র কুরআন ও সহীহ হাদীসকে একমাত্র অনুসরণীয় বিষয় হিসেবে মেনে নিতে পারছে না কেবলমাত্র এই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামির কারণেই। ফলে মুসলিম উম্মাহর অধিকাংশই সীরাতে মুস্তাকীমের একটি মাত্র সরল পথ থেকে ছিটকে পড়ে ভ্রান্ত পথে হাঁটছে। নির্ভেজাল ওয়াহীর ইসলাম প্রতিষ্ঠার ক্ষত্রে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই মাযহাবী বিভক্তি।
এ মুসলিম উম্মাহর ধর্মনেতারা তাদের নিজেদের তৈরি কল্পিত মাযহাব ও তরীকাসমূহের বেড়াজালে সাধারণ জনগণকে বন্দী করে ফেলেছে। তারা নিজ নিজ মাযহাবের দোহায় দিয়ে সরলমনা ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের সহীহ সুন্নাহ থেকে দূরে রাখছেন এবং বিদআতে লিপ্ত করাচ্ছেন। জায়েজ-নাজায়েজ,সুন্নাত- বিদআত,তাওহীদ-শিরক এমনকি হালাল-হারামের বিষয়গুলিও নির্ণীত হচ্ছে এই মাযহাবপন্থী ধর্মনেতাদের তৈরি নিজস্ব ফাতাওয়ার উপরে। প্রত্যেক মাযহাবপন্থীরাই যেনো তাদের নিজ নিজ মাযহাবকে ওয়াহীর দ্বীন বানিয়ে নিয়ে সেই অনুযায়ী ধর্ম পালন করছে।
হানাফী মাযহাবের আধিপত্যের ফলে এ দেশের অধিকাংশ সাধারণ মানুষেরাই না জেনে, না বুঝে, প্রকৃত ওয়াহীর জ্ঞানের অভাবে ও প্রকৃত মাযহাবী জ্ঞানের অভাবে ওয়াহী ভিত্তিক ধর্মের বিপরীতে মাযহাবী ফিকহকেই ওয়াহীর দ্বীন ভেবে ধর্ম পালন করে যাচ্ছে।
দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বক্ষ্যমাণ গ্রন্থটিতে লেখিকা মাযহাব সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়ের প্রকৃত তথ্যাদি বিজ্ঞ পাঠক সমাজের নিকট তুলে ধরতে চেষ্টা করেছেন। গ্রন্থটি অত্যন্ত সহজ-সরল ও সাবলীল ভাষায় লেখা হয়েছে,যাতে করে জেনারেল শিক্ষিতরা খুব সহজেই মাযহাব সম্পর্কে জ্ঞান লাভ করে মাযহাবী কূটতর্ক পরিহার করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়তে পারে।গ্রন্থটিতে লেখিকা প্রত্যেকটি বিষয়ই নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করেছেন। আক্বীদা বিশুদ্ধ করতে ও মানহাজকে পরিশুদ্ধ করতে গ্রন্থটির জুড়ি নেই।গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে সুবিজ্ঞ পাঠক-পাঠিকার জন্য গুরুত্বপূর্ণ তথ্যই সংযুক্ত করা হয়েছে। শিরক-বিদআতে আচ্ছন্ন এ দেশের সরলপ্রাণ, ধর্মভীরু মুসলিমদের নাজাতের দিক নির্দেশনা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি।