2 verified Rokomari customers added this product in their favourite lists
সমস্ত প্রসংশা আল্লাহ তা‘আলার, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর সম্মানিত করেছেন সকল মাখলুকের উপর। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা মানব..
TK. 300TK. 150 You Save TK. 150 (50%)
Related Products
Product Specification & Summary
সমস্ত প্রসংশা আল্লাহ তা‘আলার, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর সম্মানিত করেছেন সকল মাখলুকের উপর। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যাকে আল্লাহ তা‘আলা সমগ্র মানবজাতির হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্য রাহবার হিসেবে প্রেরণ করেছেন।
হাদিস শরীফ হলো- রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী। হাদিস শরীফ ব্যতীত কুরআন বুঝা অনেক ক্ষেত্রে সম্ভব নয়। এ বাস্তবতার নিরিখে সাহাবায়ে কিরাম (রা.) থেকে শুরু করে যুগে যুগে মুফাস্সির ও মুহাদ্দিসগণ পবিত্র কুরআনের ব্যাখ্যার সাথে সাথে হাদিস শরিফেরও ব্যাখ্যা ও সংরক্ষণে বৈজ্ঞানিক পন্থায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এমনিভাবে, তৃতীয় শতাব্দীতে সংকলিত হয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফসহ আরও অনেক গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। এর মধ্যে ইমাম তিরমিযী (রহ.)-এর সংকলিত জামে তিরমিযী কওমী মাদরাসার তাকমিল জামাত (মাস্টার্স)-এর পাঠ্য পুস্তক হিসেবে যুগযুগ ধরে চলে আসছে।
তাকমিল জামাতের প্রত্যেকটি কিতাবই গুরুত্বের দিকে কোনো অংশে কম নয়। তবে, ছয়টি হাদিস গ্রন্থের (সিহাহ সিত্তা) মাঝে তিরমিযী শরীফ ছাত্রদের পক্ষে সহজে বুঝা খুবই দুরূহ ব্যাপার এবং এর একটি ফেকহী মাসআলা অন্য কিতাবের তুলনায় অনেক বড়। যার কারণে ছাত্ররা যখন কিতাব পড়ে মুতা‘য়ালা করতে বসে হিমসিম খেয়ে যায়। আর এ কিতাবটির সংক্ষিপ্ত আকারে, এমন কোনো শরাহ নেই যার থেকে ছাত্ররা খুব সহজে বুঝতে পারে।
সারা দেশে এমন কিছু গুরুত্বপূর্ণ মাদরাসা রয়েছে, যেখানে এ কিতাবের আলোচনা অত্যন্ত গুরুত্বের সাথে করা হয়ে থাকে। এ সকল প্রতিষ্ঠানের ওস্তাদগণ যখন দরসে বসেন সকল ছাত্ররাই চায় তাকীরগুলোর সংকলন করে রাখতে কিন্ত সময়ের বাস্তবতায় সকলের পক্ষে এগুলো জমা করা সম্ভব হয়ে ওঠে না।
আলহামদুলিল্লাহ, মুফতি মোঃ সাইফুল ইসলাম তার অনেক পরিশ্রমের মাধ্যমে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু আলোচনার সমন্বয়ে অত্যন্ত যত্নের সাথে “তাকরীরে তিরমিযী” বইটিতে তা গ্রন্থাকারে রূপ দিতে সক্ষম হয়েছেন। “তাকরীরে তিরমিযী” বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর তা‘আলার শুকরিয়া আদায় করছি।
তাছাড়া, ছাত্রদের সহজে বুঝার জন্য উক্ত কিতাবটিতে যে সকল হাদিসের আলোচনা একই রকম সেখানে হাদিস ও অনুবাদ লিখে পরবর্তী হাদিসের সাথে আলোচনা লেখা হয়েছে। এ কিতাবে যে প্রশ্নগুলোর সমাধান করা হয়েছে তা তাকমিল জামাত (মাষ্টার্স)-এর ছাত্রদের আশা করি সর্বোচ্চ নম্বর পেতে সহায়ক হবে, ইনশাআল্লাহ। কারণ কিতাবটি একটি গবেষণামূলক গ্রন্থ এবং এর বানান বিশুদ্ধতা, তথ্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়েছে।
পরিশেষে, সকল রকম অনাকাঙ্খিত ও মুদ্রণ জনিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং আন্তরিক পরামর্শ কামনা করছি। কিতাবটিতে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে আমাদের তা জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা এই কিতাব দ্বারা সকলকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন এবং এ ক্ষুদ্র খেদমতকে কবুল করুন।
আমিন!