2 verified Rokomari customers added this product in their favourite lists
এ ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ
হ্যা, এর সাথে চাই আরও একটা বন্তু। আর তা হলো মানসিক শক্তি । এ মানসিক
শক্তিই একজন মানুষকে চালনা করে নিয়ে যায়। এটাই হলো যে কোনো মানু..
TK. 180TK. 72 You Save TK. 108 (60%)
In Stock (only 2 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
এ ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ
হ্যা, এর সাথে চাই আরও একটা বন্তু। আর তা হলো মানসিক শক্তি । এ মানসিক
শক্তিই একজন মানুষকে চালনা করে নিয়ে যায়। এটাই হলো যে কোনো মানুষের
চালনাশক্তি, গাড়ির জালানি।
ব্যক্তিত্ প্রকাশের সাথে কী শিক্ষার সম্বন্ধ থাকে? এটা অনেক ক্ষেত্রে সঠিক না হলেও
কোনো কোনো ক্ষেত্রে ঠিক। অথচ বিশ্বের নানা দেশের ইতিহাস পাঠ করলে দেখা যায়
প্রকৃত পুথিগত শিক্ষা না থাকা সত্ব্ও ব্যক্তিত্ব পূরণে বাধা হয়নি।
ভারতবর্ষের ইতিহাসে মহান সম্রাটের কোনো অভাব দেখা দেয়নি। মোগল সম্রাট
আকবরের কথাই ধরুন। আকবর ছিলেন অক্ষর জ্ঞানহীন স্ম্রাট । অথচ ভারতবর্ষের
ইতিহাসে তার নাম বেশ উচুতেই।
সম্রাট আকবরের এই ক্ষমতা আর সুনাম কী কারণে? কারণ তীর প্রথর বাস্তব বুদ্ধি,
চতুরতা আর অবশ্যই কিছুটা সহিষ্তা। সব মিলে গড়ে উঠেছিল তীর ব্যক্তিত্ব। তা অতি
বড় শক্রও তার সামনে শ্লান হয়ে পড়তেন।
ব্যক্তিত্ব আর সাফল্য অঙ্গাঙ্গীভাবে জড়িত অনেকেই এমন কথা বলে থাকেন।
কথাটায় হয়তো কিছুটা সত্যতার প্রকাশ ঘটে। ব্যক্তিত্ব কথাটা কেবল অপর কাউকে
জয় করাই বোঝায় না। ব্যক্তিত্ব এমন একটা শক্তি যার প্রকাশে মানুষ আপনা আপনিই
বশ হয়ে যায়। শুধু সুইচ টিপলেই যেমন আলো জুলে উঠতে পারে তেমনভাবে ব্যক্তিত্ব
আচমকা কারও মধ্যে এসে যায় না। ব্যক্তিত্ ধীরে ধীরে গড়ে ওঠে, তার জন্য অনেক
মেহনতও করা চাই।
পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি মাথা ঘামাতে চায় নিজেকে
প্রতিষ্ঠিত করার কাজে। হ্যা, প্রতিষ্ঠিত বলছি খেয়াল রাখবেন । সুপ্রতিষ্ঠিত নয়।
প্রতিষ্ঠিত মানুষ আর সুপ্ততিষ্ঠিত মানুষের মধ্যে অনেকটাই ফারাক । সকলের পক্ষে
সুপ্রতিষ্ঠা লাভ আদপেই সম্ভবপর হয় না। যেমন সেনাধ্যক্ষ একজন, অথচ সেনা অনেক ।
সকলেই সেনাধ্যক্ষ হতে পারে না। কিতু এমন হওয়ার কারণ কীঃ
এ প্রশ্নের জবাব গোড়াতেই দিতে চেয়েছি, ব্যক্তিতব। হ্যা, সকল প্রতিষ্ঠিত মানুষের
প্রধান হাতিয়ার হলো তার ব্যক্তিতৃ। ব্যক্তিতৃই সাফল্যের মূল কথা ।
এ বইয়ে মানুষের ব্যক্তিত্বকে গড়ে তোলার কথাই তাই বলতে চাওয়া হয়েছে।
ব্যক্তিত্ব অনায়াসলভ্য কখনই নয় । তাই এটা গড়ে তোলার কাজে চাই আত্মবিশ্রেষণ। সমস্ত
ক্রটি, নানা অসুবিধা আর বাধা জয় করার মধ্য দিয়েই আসে প্রকৃত সাফল্য আর যে সাফল্য
লাভ করে ব্যক্তিতৃই হয় তার প্রধান সহায়। পৃথিবীতে এ রকম অসংখ্য কৃতী, বিখ্যাত ব্যক্তি
আছেন ধাদের জীবনী আলোচনা করলেই এ কথার সত্যতা প্রকট হয়ে পড়বে।
তাই আসুন বৃথা সময় নষ্ট না করে বইটি পড়তে আর৪ করুন। কে বলতে পারে
আগামী ভবিষ্যতে আপনিও আপনার নিজের ক্ষেত্রে একজন প্রকৃত সফল ব্যক্তিত্র
অধিকারী হয়ে উঠবেন নাঃ কারণ অনেকেই তাই হয়েছেন।
আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে সামান্যতম সহায়তাও যদি আপনার ব্যক্তিত্ব
গড়ে তোলার ক্ষেত্রে করতে পারি।
তাহলে এবার আগ্রহী হয়ে থাকলে বইটির পাতা উল্টে পড়ে ফেলুন আর তারপর
দেখে নিন আপনি এ থেকে কতটুকু সহায়তা পেতে পারেন।