বাঙ্গালি জাতি তাঁর প্রাণের প্রিয় মাতৃভাষা বাংলায় ক্রমশঃ কম্পিউটার প্রযুক্তি আয়ত্ব করে চলেছে। স্কুল, কলেজের পাঠ্যসূচিতে কম্পিউটার শিক্ষা গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট বিষয় আয়ত্ব করতে হল..
TK. 140
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
বাঙ্গালি জাতি তাঁর প্রাণের প্রিয় মাতৃভাষা বাংলায় ক্রমশঃ কম্পিউটার প্রযুক্তি আয়ত্ব করে চলেছে। স্কুল, কলেজের পাঠ্যসূচিতে কম্পিউটার শিক্ষা গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট বিষয় আয়ত্ব করতে হলে আগে প্রয়োজন প্রাথমিক ও ভিত্তিগত দিক জানা। বাজারে কম্পিউটারের অনেক বইয়ের সমারোহ থাকলেও কম্পিউটারের প্রাথমিক ও ভিত্তিগত দিক ও সৃজনশীল শিক্ষার জ্ঞান আহরণের উপযোগী তেমন ভাল বই দেখা যায় না। এ জন্য অনেকের ইচ্ছা থাকা সত্বেও কম্পিউটার ও আইসিটির প্রাথমিক ও ভিত্তিগত শিক্ষা পূর্ণতা পায় না। এ প্রেক্ষিতে আমার দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হিসেবে প্রকাশিত হলো ‘‘ইউনিভার্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ষষ্ঠ শ্রেণি” নামক বইটি।
বইটি সমগ্র বাংলাদেশে ষষ্ঠ ও দাখিল ষষ্ঠ শ্রেণির ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের কম্পিউটার শিক্ষা বিষয়ের সহায়ক বই হিসেবে ভূমিকা রাখবে। ‘‘ইউনিভার্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ষষ্ঠ শ্রেণি” বইটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংশ্লিষ্ট যন্ত্রপাতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং ও ইন্টারনেট পরিচিতি অধ্যায়গুলোর বিভিন্ন বিষয়গুলোর অনুশীলনমূলক কাজ সহজভাবে আলোচনা করা হয়েছে। এই সহায়ক বইটিতে কেবলমাত্র ষষ্ঠ ও দাখিল ষষ্ঠ শ্রেণির সিলেবাসের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তা নয়। ভিত্তিগত দিক ছাড়াও অন্যান্য বিষয়গুলি আলোচনা করা হয়েছে। সে কারণে আমার মতে ‘A must for all of class six students and others'.
আমাদের শিক্ষাপদ্ধতি সময়ের সাথে সাথে সঙ্গতি রেখে পরিবর্তন করা হয়। প্রতিটি পরিবর্তনে কিছু সংযোজন এবং বিয়োজন থাকে। যার মাধ্যমে শিক্ষাপদ্ধতিকে সময়োপযোগী করে তোলা হয়ে থাকে। নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত এই সহায়ক বইয়ে আপ্রাণ চেষ্টা করা হয়েছে ভাল করার। সহায়ক বইটির প্রতিটি অধ্যায়ে শিক্ষাক্রমানুসারে প্রাসঙ্গিক আলোচনা, দলগত কাজ, নৈব্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়াও সৃজনশীল প্রশ্ন সহজ ভাষায় বলা হয়েছে যার ফলে আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা সহজ ভাবে আয়ত্ত করতে পারবে এবং বুঝতে পারবে। তাছাড়া এই সহায়ক বইয়ের শেষে ব্যবহারিক অংশ সংযুক্ত করেছি যাতে তারা প্রাক্টিক্যালভাবে অনেক কিছু শিখতে পারে এবং বুঝতে পারে। এই সহায়ক বইটি প্রণয়নে অনেক শ্রম ও নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ডিপার্টমেন্টের ব্যক্তিদের পরামর্শ ও সাহায্য নেয়া হয়েছে; তাঁদের সকলের প্রতি গভীর আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি সহায়ক বই প্রণয়ন ও প্রকাশে হয়তো কোনো না কোনো ত্রুটি-বিচ্যুতি লক্ষণীয় হতে পারে; যা নিছক অনিচ্ছাকৃত বটে। এজন্য আপনার মূল্যবান সমালোচনা আশা করি যা বইটির পরবর্তি সংস্করণে পরিপূর্ণ শুদ্ধতা আনয়নে সহায়ক হবে।