5 verified Rokomari customers added this product in their favourite lists
দ্য আর্ট অব ওয়ার শুধু একটি রণনীতির বই-ই নয়, রাজনীতি, ব্যবসায়- বাণিজ্য, খেলাধুলা থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে আসছে। এটা যেমন জেনারেলদের জন্য ম্যানুয়েলে..
TK. 200TK. 150 You Save TK. 50 (25%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
দ্য আর্ট অব ওয়ার শুধু একটি রণনীতির বই-ই নয়, রাজনীতি, ব্যবসায়- বাণিজ্য, খেলাধুলা থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে আসছে। এটা যেমন জেনারেলদের জন্য ম্যানুয়েলের মতো কাজ করেছে তেমনি যেকোনো সংকটময় পরিস্থিতিতে যে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। যেকোনো ব্যক্তি, যেকোনো পেশা থেকেই এ বইটি পড়তে পারে। আসলে এটা বইয়ের চেয়েও বেশি কিছু, এটা ম্যানুয়েল বা গাইডলাইন। যারই জীবন পাল্টে দেয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেই-ই এটা পড়তে পারে। আবার এ ম্যানুয়েলটি এমন নয় যে একেবারে প্রথম থেকে পড়া শুরু করে শেষ করতে হবে। জীবনের যেকোনো সমস্যায় বইটির যেকোনো পৃষ্ঠা খুললেই হয়তো প্রয়োজনীয় সমাধানের দিক নির্দেশনা মিলতে পারে।
মানবজাতির ইতিহাস আসলে যুদ্ধের ইতিহাস। মানবজাতি সবসময়ই কোনো যুদ্ধ পরবর্তী, যুদ্ধকালীন বা যুদ্ধের পূর্বমুহূর্তে অবস্থান করে। যুদ্ধের কারণ কী, যুদ্ধের ফলাফল কীভাবে নির্ধারণ হয়, যুদ্ধে কোনো দল কেন জয়লাভ আবার কোনো দল কেনইবা পরাজয়বরণ-তা বুঝতে জটিল কাজ না হলেও অতি সরল কোনো ব্যাপার নয়। ইতিহাসের ছাত্র থেকে শুরু করে যেকোনো সাধারণ পাঠকই এ ব্যাপারটাতে নাক গলানো থেকে শুরু করে মাথা ঘামাতে বা ঘামানোর চেষ্টা করতে পারে। এক্ষেত্রে দ্য আর্ট অব ওয়ার খুবই উত্তম একটা চয়েস হতে পারে। যুদ্ধ কী কারণে সংগঠিত হয়, যুদ্ধ কীভাবে পরিচালনা করতে হয়, যুদ্ধে জয় নির্ধারণ হয় কীভাবে, কী করলে আপনি নিশ্চিতভাবেই পরাজিত হবেন বা জয়ী হবেন তা সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে এ বইটি খুবই কাজে লাগবে। প্রত্যেক পাঠকই এ বইটিকে গুরুত্বপূর্ণ ট্যুলস্ হিসেবে পাবে কারণ আমরা প্রত্যেকেই আসলে কোনো যুদ্ধে আছি, সেটা একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডল অবধি। আর ব্যক্তির নিজের সাথে নিজের যে লড়াই তা কাটিয়ে উঠা, পরিবার, সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সংগঠন বা আন্তর্জাতিক সংগঠন ও তাদের মধ্যেকার সংঘাত অনুধাবন করা, এর কারণ বা সমাধান বুঝতে পারার জন্য এটি খুবই কাজে দেবে।
চাইনিজ এবং জাপানি সামরিক যুদ্ধ ইতিহাসে সান জু'র 'দ্য আর্ট অ ওয়ার' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাও সে তুং এবং চাইনিজ সেনাবাহিনীর বহু কৌশল সান জু'র এই 'আর্ট অব ওয়ার' থেকে উদ্ভূত। পাশ্চাত্য ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে চিহ্নিত এটি। আর তাই 'দ্য আর্ট অব ওয়ার' এ দুই রাষ্ট্র ছাড়াও বর্তমানের আধুনিক রাষ্ট্রগুলোতে তাদের সামরিক কৌশলে ব্যবহারের জন্য বহুল প্রচলিত ও পঠিত একটা ক্ল্যাসিক গ্রন্থ বলে বিবেচিত হয়ে আসছে।
পাশ্চাত্যে সান জু'র সর্বপ্রথম পরিচয় ঘটে খ্রিষ্ট মিশনারী ফাদার জে.জে.এস অমিত এর মাধ্যমে। তার অনুদিত 'দ্য আর্ট অব ওয়ার প্যারিসে ১৭৭২ সালে সর্বপ্রথম প্রকাশিত হয়, ঠিক সে সময়টাতে ফ্রান্সের শিল্পি, বুদ্ধিজীবিরা চাইনিজ আর্ট এবং সাহিত্য সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে বুদ হয়েছিল। তৎকালীন জনপ্রিয় পত্রিকা-জার্নালের বদৌলতে অমিতের এই অনুদিত গ্রন্থ যথেষ্ট পরিমাণে আলোচিত সমালোচিত হয়। ১৭৮২ সালে বইটি পুনঃ গ্রন্থিত হয়।