7 verified Rokomari customers added this product in their favourite lists
আবেদা , সংসার বিরাগীনী এবং সতী - সাধবী নারী মারুইয়াম (আ) নিজের নির্জন কক্ষে সর্বদা এবাদতে মশগুল থাকতেন। একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত কখনও উহা হতে বের হতেন না। একবার মসজিদে বাই..
TK. 180TK. 117 You Save TK. 63 (35%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
আবেদা , সংসার বিরাগীনী এবং সতী - সাধবী নারী মারুইয়াম (আ) নিজের নির্জন কক্ষে সর্বদা এবাদতে মশগুল থাকতেন। একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত কখনও উহা হতে বের হতেন না। একবার মসজিদে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটু দূরে লোক চক্ষু অন্তরালে কোন বিশেষ প্রয়োজনে একাকিনী উপবিষ্ঠ ছিলেন। এমন সময় হঠাৎই আল্লাহ তায়ালা হুকুমে ফিরিস্তা জিবরাইল (আ) মানুষের আকৃতি ধারণ করে এসে তাকে পুত্র সংবাদের সুসংবাদ দিলেন। যিনি নবী হবেন। মারুইয়াম (আ) তাকে দেখে ভয় পেয়ে বললেন , এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়নি? আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল (আ) বললেন এটা আল্লাহ তায়ালার ইচ্ছা সে كن فيكون বললেই হয়ে যায় । যেমন আদম (আ)কে মাতা পিতা ছাড়া তৈরি করছেন তদরুপ ঈসা (আ) কে ও পিতা ছাড়া তৈরি করে আল্লাহ তায়ালার কুদরতের নিদর্শন জানাবেন। প্রথমে নবী হিসেব এ আসলেও একখ আকাশে আছে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।যাতে আল্লাহ তায়ালা তাকে উম্মতে মুহাম্মাদীতে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তায়ালা তার প্রার্থনা কবুল করে তাকে শেষ জমানায় পুনরায় উম্মতে মুহাম্মাদী হিসেবে প্রেরণ করবেন। ইমাম মাহদীর সাথে মেহনত করে পৃথিবীর প্রতি কাচা পাকা ঘরে ইসলাম প্রবেশ করাবেন। আর সেই সময়টি খুবই কাছে। তাই বইটি পাঠ করা বিশেষ জরুরী।
আবেদা , সংসার বিরাগীনী এবং সতী - সাধবী নারী মারুইয়াম (আ) নিজের নির্জন কক্ষে সর্বদা এবাদতে মশগুল থাকতেন। একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত কখনও উহা হতে বের হতেন না। একবার মসজিদে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটু দূরে লোক চক্ষু অন্তরালে কোন বিশেষ প্রয়োজনে একাকিনী উপবিষ্ঠ ছিলেন। এমন সময় হঠাৎই আল্লাহ তায়ালা হুকুমে ফিরিস্তা জিবরাইল (আ) মানুষের আকৃতি ধারণ করে এসে তাকে পুত্র সংবাদের সুসংবাদ দিলেন। যিনি নবী হবেন। মারুইয়াম (আ) তাকে দেখে ভয় পেয়ে বললেন , এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়নি? আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল (আ) বললেন এটা আল্লাহ তায়ালার ইচ্ছা সে كن فيكون বললেই হয়ে যায় । যেমন আদম (আ)কে মাতা পিতা ছাড়া তৈরি করছেন তদরুপ ঈসা (আ) কে ও পিতা ছাড়া তৈরি করে আল্লাহ তায়ালার কুদরতের নিদর্শন জানাবেন। প্রথমে নবী হিসেব এ আসলেও একখ আকাশে আছে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তায়ালা তার প্রার্থনা কবুল করে তাকে শেষ জমানায় পুনরায় প্রেরণ করবেন। ইমাম মাহদীর সাথে মেহনত করে পৃথিবীর প্রতি কাচা পাকা ঘরে প্রবেশ করাবেন। আর সেই সময়টি খুবই কাছে। তাই বইটি পাঠ করা বিশেষ জরুরী।