8 verified Rokomari customers added this product in their favourite lists
বিদেশী ভাষা শেখার জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকে। বিশেষ করে ছোটবেলা থেকেই বিদেশী ভাষা শেখার ক্ষেত্রে আনন্দের চেয়ে এক ধরনের ভয়—ভীতির মধ্য দিয়ে আমরা বিদেশী ভাষা শেখা শুরু করি..
TK. 580TK. 435 You Save TK. 145 (25%)
In Stock (only 2 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
বিদেশী ভাষা শেখার জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকে। বিশেষ করে ছোটবেলা থেকেই বিদেশী ভাষা শেখার ক্ষেত্রে আনন্দের চেয়ে এক ধরনের ভয়—ভীতির মধ্য দিয়ে আমরা বিদেশী ভাষা শেখা শুরু করি। নতুন ভাষা শেখার আনন্দ যতটা না আমাদেরকে আপ্লুত করে অজানা আতংক তার চেয়ে বেশী আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। অথচ ভয়—ভীতি নিয়ে কোন কিছুই স্বচ্ছন্দে ও স্বাভাবিক গতিপ্রবাহে শেখা যায় না। তাই হৃদয়ের গভীরে ভয়ের ছাপ নিয়ে নতুন ভাষা শেখা আমাদের কাছে এক নিষ্ঠুর নিপীড়নে পরিণত হয়। কিন্তু তারপরও আমাদেরকে জীবনভর শেখার চেষ্টা চালিয়ে যেতে হয়। পৃথিবীর যে কোন ভাষা শেখাই জীবনব্যাপী এক বিষয়। প্রতিদিন, প্রতিনিয়ত শেখার চেষ্টায় যোগ হয় নতুন নতুন শব্দ, ভাব, ভাবধারা, ভংগি, বলার ও লেখার কৌশল। ভাষা তো আসলে প্রতীক ছাড়া আর কিছু নয়। এ প্রতীক দিয়েই আমরা আমাদের হৃদয়—মনের অন্তর্গত ভাব অন্যের কাছে প্রকাশ করে থাকি। তাই প্রতীক যত সঠিক, সুন্দর, স্বচ্ছ ও গতিশীলভাবে ব্যবহার হবে প্রকাশ ভঙ্গিও হবে তত আবেদনময়, মাধুর্যময় ও কার্যকর। এর জন্য সঠিক ক্ষেত্রে সঠিক শব্দ ব্যবহার করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ সঠিকভাবে তা উচ্চারণ করা বা লেখা। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এ কাজ করা যাবে এমন ভাবার কোন কারণ নেই। বার বার অনুশীলন,পুনঃঅনুশীলনই এর একমাত্র সমাধান। অনুশীলনের জন্য সোজা পথ হলো ঞৎরধষ ্ ঊৎৎড়ৎ গবঃযড়ফ অনুসরণ করা। ভুল করতে করতেই শুদ্ধতা অর্জন করার চেষ্টা করা। শেখার ক্ষেত্রে ভুল করাটাও শেখারই অংশ এবং ভুল করাকেও শেখার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়া মনে করতে হবে। ভুল হবে মনে করে শুরু না করলে তো শেখার পথে নামাই সম্ভব হবে না। অথচ আমরা অনেকেই ভুল করার আতংকে ভুগে শেখা থেকে দূরে থাকি।
এ বইটি আমাদের ইংরেজী বলা, লেখা ও বোঝার জগৎ পাল্টে দিতে পারে। বইটি সঠিকভাবে ঈড়ষষড়পধঃরড়হং ব্যবহার করা শিখতে সাহায্য করার পাশাপাশি ইংরেজী শব্দভান্ডার বৃদ্ধি করতে, ঝঃধহফধৎফ ইংরেজী বাক্য শিখতে, বুঝতে এবং লিখতে সাহায্য করবে। ইংরেজীতে আমরা যা কিছুই পড়ি না কেন তাতে ঈড়ষষড়পধঃরড়হং থাকবেই থাকবে। আর আমরা যখন ঈড়ষষড়পধঃরড়হং ব্যবহার করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারব তখন আমাদের ইংরেজী বলা এবং লেখা ও উপলব্ধি করা সবই সহজ হয়ে যাবে। এখানে যে ইংরেজী বাক্যগুলো উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে এর অনুকরণে আমাদের নিজের মত করে অজ¯্র বাক্য রচনা করে আমরা ইংরেজীতে দক্ষ হয়ে উঠার সুযোগ নিতে পারি পূর্ণমাত্রায়। উদাহরণের বাক্যগুলোর মধ্যে কিছু বাক্য একদম সোজা, কিছু মধ্যম মাত্রার কঠিন আবার কিছু বাক্য আছে অপেক্ষাকৃত একটু বেশী কঠিন। আমরা প্রত্যেক প্রকার বাক্য দিয়েই অনুশীলন করতে পারি। নিজে নিজেই শেখার জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইংরেজী জানা, শেখা ও দক্ষতা অর্জনের অভিযাত্রায় বইটি সহায়ক হলে তবেই আমার প্রচেষ্টা সফল হবে, স্বার্থক হবে আমার পরিশ্রম।
সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা ।