27 verified Rokomari customers added this product in their favourite lists
মানব সমাজে যারা অতি বিজ্ঞানপ্রিয় সেজে নিজেদেরকে প্রগতিবাদী ও
প্রকৃত জ্ঞানী হিসেবে জাহির করেছিলেন এবং ধর্মকে ভ্রুকুটি করে
অনন্ত আযাবময় অগ্নিদুর্গ 'জাহান্নামকে' অস্বীকার করেছিলেন, ..
TK. 500TK. 350 You Save TK. 150 (30%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
মানব সমাজে যারা অতি বিজ্ঞানপ্রিয় সেজে নিজেদেরকে প্রগতিবাদী ও
প্রকৃত জ্ঞানী হিসেবে জাহির করেছিলেন এবং ধর্মকে ভ্রুকুটি করে
অনন্ত আযাবময় অগ্নিদুর্গ 'জাহান্নামকে' অস্বীকার করেছিলেন, আজ
বিজ্ঞান-ই তাদের বিরুদ্ধে অভিনব আবিষ্কারের মাধ্যমে তাদেরকে
চরমভাবে হেস্ত নেস্ত করে ছেড়েছে। এর একমাত্র কারণ হলো
বিজ্ঞানের দোহাই দিয়ে তারা নিজেদের মনগড়া কথা সমাজে চালু করে
বাহ্বা পেতে চেয়েছিলেন । কিন্তু প্রকৃত বিজ্ঞান তাদের ক্ষমা করেনি ।
আজকে বিজ্ঞানবিশ্ব মহাকাশে কল্পনাতীত ও ভয়ঙ্কর তেজষ্ক্রিয়তা সম্পন্ন অগ্নিদুর্গ ‘কোয়াসার' আবিষ্কার করে তার ছবি ও তথ্য সরবরাহের মাধ্যমে সমগ্র মানব জাতির দৃষ্টি আল্-কুরআনের দাবী অনুযায়ী প্রচণ্ড শাস্তিময় স্থান অগ্নিদুর্গ ‘জাহান্নাম'-এর দিকে ঘুরিয়ে দিয়েছে । মানব সমাজ হতবাক হয়ে তা অবলোকন করে শিউরে উঠছে আর নিজের অজান্তেই বলছে ‘এও কি সম্ভব?' তাহলে ‘জাহান্নাম' কি সত্যিই আছে? হে আল্লাহ্! তুমি এক মহাসত্য পবিত্র সত্তা, তোমার ‘কুরআন ও সত্যগ্রন্থ, তোমার নবী-রাসূলগণও (সা) সত্য বাণীবাহক, পরকালও সম্পূর্ণরূপে সত্যজগৎ, আমি আত্মসমর্পণ করলাম তোমার শাহী দরবারে । আমাকে তুমি ক্ষমা কর, আমাকে তুমি মুক্তি দিও ঐ ‘জাহান্নাম' থেকে পরকালে, হে প্রভু! আমীন!”
• আপনি কি জাহান্নামের বিস্ময়কর নিদর্শন ‘কোয়াসার' ও নক্ষত্রবিহীন পরকাল সম্পর্কে জানতে চান, তাহলে বইটির ভেতরে প্রবেশ করুন,
• আপনি কি মহাকাশ বিজ্ঞান বুঝতে চান ? তাহলে বইটি একবার
পড়ে দেখতে পারেন,
• আপনি কি ‘ঈমান’ বহুগুনে বৃদ্ধি করতে চান? তাহলে বইটি পড়ে দেখতে পারেন,
• আপনি কি সত্য ও সুন্দরের পতাকাবাহী সিপাহসালার? তাহলে বইটি আপনার নিত্যসঙ্গী হতে পারে,
• আপনি কি আগামী দিনে সোনালী সমাজ গড়ার লক্ষ্যে রাজপথে দৃঢ়পদে এগিয়ে চলা যুবক? তাহলে বইটি আপনাকে সঠিক পথ প্রদর্শনে সহায়তা করবে।
বর্তমান উৎকর্ষিত বিজ্ঞানের হীরণময় কিরণে উদ্ভাসিত এই বিশ্বে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে "দি রিসার্চ ফাউন্ডেশন ফর কুরআন এন্ড সাইন্স' তার যাত্রা শুরু করেছে। আর সে লক্ষ্যে ইতোমধ্যে 'দি রিসার্চ ফাউন্ডেশন ফর কুরআন এন্ড সাইন্স' একযোগে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে ‘আল কুরআন দ্যা ট্রু সাইন্স' সিরিজ-১ থেকে সিরিজ-৫ পর্যন্ত মোট ৫টি খণ্ড, আল্হামদুলিল্লাহ ।
সিরিজ-১ : কুরআন, সৃষ্টিতত্ত্ব ও বিগ-ব্যাংগ ।
সিরিজ-২: কুরআন, কিয়ামাত ও পরকাল । সিরিজ-৩ : কুরআন, মহাবিশ্ব ও মূলতত্ত্ব ।
সিরিজ-৪: কুরআন, মহাবিশ্ব ও মহাধ্বংস । সিরিজ-৫ : কুরআন, কোয়াসার ও শিঙ্গায় ফুৎকার ।
গ্রন্থগুলোর প্রকাশনা ও বাজারজাত করার জন্য রাস পাবলিকেশন্সকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উক্ত সিরিজের খণ্ডগুলো আপনার সমগ্র জীবনে জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে একটি উত্তম সংগ্রহ হিসেবে অবদান রাখতে পারে । নিজে বইগুলো পড়ুন এবং অপরকেও পড়তে উৎসাহিত করুন ।