13 verified Rokomari customers added this product in their favourite lists
আমাদের কথা অন্ধকার ছেয়ে গেছে গোটা সমাজ । আলোর সন্ধান পাওয়া এখন দুরূহ ব্যাপার। দারিদ্রপীড়িত অসহায় মানুষেরা যখন দারিদ্রের কষাঘাতে অতিষ্ঠ অস্থির, তখন সেবার আবরণে ফেরেশতার বে..
TK. 120TK. 76 You Save TK. 44 (37%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
আমাদের কথা অন্ধকার ছেয়ে গেছে গোটা সমাজ । আলোর সন্ধান পাওয়া এখন দুরূহ ব্যাপার। দারিদ্রপীড়িত অসহায় মানুষেরা যখন দারিদ্রের কষাঘাতে অতিষ্ঠ অস্থির, তখন সেবার আবরণে ফেরেশতার বেশ ধরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ইবলিশ বাহিনী । লাখ লাখ বনি আদমকে টেনে নিয়ে যাচ্ছে খৃষ্ট ধর্মের অলীক ধাঁধার দিকে। যে ধাঁধার হাতছানি দেখতে যতই মনেরম চিত্তাকর্ষী হোক কিন্তু তার অন্তরালে যে গোমাহী , ভ্রষ্টতা ও জাহান্নামের লেলিহান অগ্নি দাউ দাউ করছে তাতে কোন সন্দেহ নেই । কোন সংশয় নেই। এদিকে দেশীয় একদল ভেক দল সাহিত্যের নামে শিক্ষিত সামজের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছে এক গভীর অমানিশার দিকে। অশ্লীলতা-বেহায়পনা আর বেলেল্লাপনার দিকে ।অথচ সাহিত্য একটি আদর্শ জাতি গঠনের উত্তম হাতিয়ার । শিক্ষিত সমাজে নিরব -বিল্পবের এক উত্তম অব্যর্থ গণমাধ্যম। অথচ এ হাতিয়ার , এ গণমাধ্যমও চলে গেছে দুশমনদের হাতে।
তাই সমাজে আজ অন্ধকারের লাভা বয়ে চলছে। শয়তানদের দৌরাত্ন্যে আজ মুমিনরা অস্থির । দিশেহারা। মাঝে মাঝে একটু আধটু আলোর ঝলকানি দেখা দিলেও পরক্ষনেই আরো গভীর ঘুরঘুট্রি অন্ধকার নেমে আসে। দু:সাহসী মন সহসা চ মকে উঠে। হতাশাচ্ছন্ন হৃদয় অকস্মাৎ থমকে দাঁড়ায়। ইতিউতি করে এদিক সেদিক তাকায়।কিন্তু না । সত্যের বৈজয়ন্তী আল্লাহ যাদের হাতে তুলে দিয়েছেন তাদের জীবন -অভিধানে হতাশা-নিরাশা-ব্যর্থতা এ ধরনের কোন শব্দ থাকতে পারে না। শত বাধার বিন্ধাচল পেরিয়ের তাঁদের সম্মুখে এগিয়ে যেতেই হবে। তাঁদের যাত্রা হবে দুর্দম। তাঁদের পদবিক্ষেপ হবে দুর্বার । তাঁদের শির হবে চির উন্নত। সুনির্দিষ্ট লক্ষ্যপথে তাঁরা তীর তীব্র গতিতে এগিয়ে যাবে। তাহলেই তাঁরা বিন্ধু থেকে সিন্ধু হতে পারবে। দেশ ও জাতিকে হিদায়াতের নির্মল আলো উপহার দিতে পারবো। এ চিন্তা শরবিব্ধ অস্থির হৃদয়ের ফসল , ‘কুরআনের অমর কাহিনীগুচ্ছ’: আসহাবুল কুরআন। আফসীর, ইতিহাস ও কুরআনের কাহিনীমূলক গ্রন্থসমূহ থেকে ঘটনার নির্যাস ধারন করে গল্পের বর্ণিল আবরণে রসাত্নক ,প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বিভিন্ন জাতি ও নবী রাসূলের বৈচিত্র্য ও দীপ্তময় জীবন কাহিনী তাতে উপস্থাপিত করা হয়েছে। আশা করি , এ কাহিনী গুচ্ছ পাঠ করে আমরা জীবন পথের দিশা সংগ্রহ করতে পারব।চির সত্য, সুন্দর নির্মল পথে দৃঢ় পদে এগিয়ে যেতে পারব।মানুষ মাত্রেই ভুল হওয়া স্বাভাবিক। তাই কারো দৃষ্টিতে ক্রটি বিচ্যুতি পরিলক্ষিত হলে তা অবহিত করার বিনীত নিবেদন রইল। বিনীত নাসীম আরাফাস ৪০৩/এ খিলগাঁও চৌরাস্তা, ঢাকা-১২১৯ সূচিপত্র *আসহাবুস সাফীনা *আসহাবুল হিজর *আসহাবুর রাসস *আসহাবুল আইকা *আসহাবুস সাবত *আসহাবুল কাহফ *আসহাবুল জান্নাত *আসহাবুল উখদূদ *আসহাবুল ফীল