7 verified Rokomari customers added this product in their favourite lists
ভূমিকা মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলা বইযের সংখ্যা নেহায়েত কম নয়। মুক্তিবাহিনীর বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে নানা আঙ্গিকে এসব রচত হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী এবং তার কর্মতৎপরতা নিয়..
TK. 170TK. 146 You Save TK. 24 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
ভূমিকা মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলা বইযের সংখ্যা নেহায়েত কম নয়। মুক্তিবাহিনীর বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে নানা আঙ্গিকে এসব রচত হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী এবং তার কর্মতৎপরতা নিয়েও আছে বই, কিন্ত ব্যতিক্রম বিমানবাহিনী সম্বন্ধে।এ বিষয়ে তেমন কোন বই আমার নজরে পড়েনি।কৌতূহলী হয়ে এ বিষয়ে নাড়াচাড়া করতে করতে কিছু তথ্য আমার তথ্য-উপাত্ত সংগ্রেহের দৌড়-ঝাঁপ শুরু হয়। অনেক চেষ্টা তদবীর সত্ত্বেও বই লেখার মত যথেষ্ট তথ্য সংগ্রহ করতে না পারায় যখন পরিকল্পনাটা ত্যাগ করার গৌঁছি, তখন ক্যান্টেন শাহাবুদ্দিন আহমদ সাহেব এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে। আমাদের নয়-মাস ব্যাপি মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর কার্যক্রমের ব্যাপ্তি খবই সংক্ষিপ্ত, যার ফলে একটা লেখার মত মালমসলা যোগাড় করাটা ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার।শেষ পর্যন্ত ক্যাপ্টেন শাহাবুদ্দিনের উপকরণ এবং তথ্য সরবরাহ করে তিনি আমাকে এই বইটিতে সহায়তা করেছেন। কাঙিক্ষত বিভিন্ন ব্যক্তির টেলিফোন নম্বর যোগাড়েও তিনি সহায়তা করেছেন। তাঁর অকৃপন সহায়তা না পেলে বইটা সম্ভবত লেখাই হত না। শুধু ধন্যবাদ তাঁর এই ঋন শোধ হবার নয়। ১৯৭১ সালে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার সময় যেসব ব্যক্তি জড়িত ছিলেন সৌভাগ্যবশত তাঁদের দুইজন ছাড়া আর সবাই এখনো মূল্যাবান কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি যা একদিনে যেমন বইটি লিখতে সহায়তা করেছে তেমনি তা পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ও সমৃদ্ধ করবে আশা রাখি।শেষ পর্যন্ত যতটুকু তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পেরেছি পাঠকের সামনে প্রায় পুরোটাই উপস্থাপনের চেষ্ট করেছি; জানিনা আমার এই প্রচেষ্টা পাঠকদের কতটুকু সন্তুষ্ট করতে পারবে।বইটির ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।পরবর্তীতে নতুন কোন তথ্য সংগ্রহ করতে পারলে বা পাঠকরা যদি এ বিষয়ে কোন তথ্য সরবরাহ করেন তবে পরবর্তীতে বইটির কোন সংস্করণ প্রকাশিত হলে অবশ্যই সেগুলো তখন সংযোজিত হবে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের সময় বৈমানিকদের যে পদবি ছিল বইটিতে তখনকার সেই পদবিই রাখা হয়েছে। সূচিপত্র *১. বাংলাদেশ বিমানবাহিনীর জন্মকথা *২. বৈমানিকদের জীবনী (ক) গ্রুপ ক্যাপ্টেন এ, কে খন্দকার (বীর উত্তম) (খ) ফ্লাঃ লেঃ সুলতান মাহমুদ (বীর উত্তম) (গ) ক্যাপ্টেন আব্দুল খালেক (বীর প্রতীক) (ঘ) ক্যাপ্টেন শরফুদ্দিন (বীর উত্তম) (ঙ) ক্যাপ্টেন মুকিত (বীর প্রতীক) (চ) ক্যাপ্টেন আক্রাম আহমেদ (বীর উত্তম) (ছ) ফ্লা লেঃ সামসুল আলম (বীর উত্তম) (জ) ক্যাপ্টেন শাহাব উদ্দীন আহমেদ (বীর উত্তম) (ঝ) ফ্লাঃ অঃ বদরুল আলম (বীর উত্তম) (ঞ) ক্যাপ্টেন কাজী আব্দুস সত্তার (বীর প্রতীক) *প্রসঙ্গ কথা *বাংলাদেশ বিমানবাহিনীর অভিযান তালিকা *বীর শ্রেষ্ঠ ফ্লাঃ লেঃ মতিউর রহমানের মরিয়া প্রচেষ্টা *পাক ভারত প্রথম আকাশযুদ্ধ *পূর্ব পাকিস্তানে পাক-ভারত হাওয়াইযুদ্ধ *১৯৭১ এর যুদ্ধে পাকিস্তানের বিমানক্ষতির বিস্তারিত বিবরণ *পূর্ব পাকিস্তানে পাকিস্তানের বিমানক্ষতির বিস্তারিত বিবরন *যুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর ক্ষতি *পূর্বাঞ্চলে ভারতের বিমান ধ্বংশের বিস্তারিত বিবরণ *ক্যাপ্টেন শাহাব উদ্দীন আহমদের হেলিকপ্টারের উড্ডয়নের বিবরণ *বিমানবাহিনীর মুক্তিযোদ্ধাদের তালিকা (বৈমানিক) *বিমানবাহিনীর মুক্তিযোদ্ধাদের তালিকা (এমওডিসি, এয়ারম্যান)