52 verified Rokomari customers added this product in their favourite lists
ফ্ল্যাপে লিখা কথা
সাম্প্রতিককালের জ্ঞানচর্চায় মিশেল ফুকো এক অনন্য প্রভাবক ব্যক্তিত্ব। পশ্চিমের জ্ঞান ও জ্ঞানচর্চার পরম্পরার বাইরে গিয়ে তিনি বুঝতে চেয়েছেন এর অতীত ও বর্তম..
TK. 400TK. 340 You Save TK. 60 (15%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
ফ্ল্যাপে লিখা কথা
সাম্প্রতিককালের জ্ঞানচর্চায় মিশেল ফুকো এক অনন্য প্রভাবক ব্যক্তিত্ব। পশ্চিমের জ্ঞান ও জ্ঞানচর্চার পরম্পরার বাইরে গিয়ে তিনি বুঝতে চেয়েছেন এর অতীত ও বর্তমান, অন্তঃসার ও মেকির পরিমাণ। পাগলামি সম্পর্কিত ধারণা, বিজ্ঞান , ভাষা বিষয়ক উপলব্ধি , যৌনতার প্রতি দৃষ্টিভঙ্গি, আইন ও শাস্তি এসব কিছুর প্রতি আমাদের মনোভাবের গোড়া নড়বড়ে করে দিয়ে গেছে তাঁর রচনাবলী। মুখ্যত ক্ষমতাকে ঘিরেই আবর্তিত হয়েছে তার চিন্তাভাবনা। ক্ষমতা কী? তার প্রকাশ কোথায়, কীভাবে? এই সব প্রশ্নের ভিত্তিতে প্রাপ্ত বোধবুদ্ধি দিয়ে তিনি মানবসভ্যতার পুনর্বিচার করেছেন। তিনি দেখেছেন প্রচলিত চিন্তাভাবনার প্রায় বিপরীতে দাঁড়িয়ে। এবং এভাবেই চিহ্নিত করেছেন আমাদের জ্ঞানচর্চার ফাঁক-ফোকর, চ্যুতি-বিচ্যুতি, তার নির্মাণ-অনিমার্ণের ব্যাপারগুলোকে। আমরা ভুলে গিয়েছিলাম যে , স্কুল, হাসপাতাল, কারাগার- এগুলো হল ক্ষমতার যন্ত্র এবং ক্ষমতার দাসত্ব অভ্যাস করানো জায়গা।আইন হল ক্ষমতার একটি হাতিহার । ফুকো আমাদের মনে করিয়ে দেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে অস্বাভাবিক ও সংশোধনযোগ্য, যেমন -পাগলামি।
ফুকোর এই ভিন্ন দৃষ্টি ও দৃষ্টিকোণ, সুগভীর বিশ্লেষণ একালের দর্শন, ইতিহাস, ভাষাবিজ্ঞান, সমাজবিদ্যা থেকে শুরু করে বহু বিষয়েই প্রভাব ফেলেছে, বদলে দিয়েছে চিন্তার ধরন, বিচার-বিশ্লেষণের অভিমুখ। তাঁর ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন, দি অর্ডার অব থিংস, দি আর্কিওলজি অব নলেজ, ডিসিপ্লিন এন্ড পানিশ, দি হিস্ট্রি অব সেক্সুয়লিটি গ্রন্থগুলো জ্ঞানচর্চায় ভিন্ন ভিন্ন দিগন্তের সূচক। আমাদের এখানে ফুকো নিয়ে খুব একটা লেখালেখি হয়নি। অথচ ফুকোকে বুঝে নেয়া জরুরি । সে অর্থে বেশ কিছু নিবন্ধ ও সাক্ষাৎকার এবং তাঁর রচনাংশ সকলিত হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের বাংলা রচনাই অন্তর্ভুক্ত হয়েছে। ফুকোর ব্যাতিক্রমী জীবন ও ততোধিক ব্যতিক্রমীধর্মী রচনাবলির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই বইটি দরকারী।
ফুকোর চিন্তার, চিন্তার বিষয়বস্তু ও অভিমুখ , আমাদের প্রেক্ষিত থেকে ফুকো পাঠের প্রয়োজনীয়তা-এসবই বোঝা যাবে রচনাগুলো থেকে। সব মিলিয়ে, ফুকোকে বুঝতে হলে এই বইটি পাঠ করা অনিবার্য।
সূচিপত্র
জীবন ও কর্ম *
মিশেল ফুকো *
মিশেল ফুকোর ভাববিশ্ব *
বিবিধ শাস্ত্রের তদন্তকারী
*
পাঠ ও বিবেচনা *
মিশেল ফুকো বা ‘মানুষে’র অন্তর্ধান *
ক্ষমতা প্রসঙ্গে দুই প্রেক্ষিত : গ্রামশি ও মিশেল ফুকো *
মিশেল ফুকোর দর্শন ও ফুকোর মানব *
ক্ষমতা প্রশ্ন ও মিশেল ফুকোর বোধিনী *
উত্তর-আধুনিকতা : মিশেল ফুকো *
ফুকোর শৃঙ্গার- তত্ত্ব *
পাঠশালা, কারাগার: ফুকো *
ফুকো এবং ক্ষমতার ধারণা *
পল রাবিনো সম্পাদিত ফুকো রিডারের ভূমিকা *
ফুকোর মনন ও ইরানে সাংবাদিকতা-পর্ব
*
তাঁর রচনা থেকে *
জ্যোতির্ময়কাল *
রচয়িতা বলে কী বোঝায় *
যৌনতার ইতিহাসের ভূমিকা *
আমরা ‘অন্য ভিক্টোরীয়’ *
মিশেল ফুকোর রচনা থেকে উদ্ধতি *
আলাপচারিতা *
সত্য, শক্তি, সত্তা *
ক্ষমতা প্রসঙ্গে *
রাজনীতি এবং নীতিতত্ত্ব *
মিশেল ফুকোর সঙ্গে আলাপচারিতায় পল রাবিনো *
পোস্টমডার্নিজম : সত্য হচ্ছে এক ধরনের ক্ষমতা