49 verified Rokomari customers added this product in their favourite lists
"বিচার বিভাগে ৪৫ বছর -২য় সংস্করণ" বইটির মুখবন্ধ অংশ থেকে নেয়াঃ
নিজের সম্পর্কে কোন কিছু লিখার ইচ্ছে আমার ছিল না কিন্তু আমার পরিচিত বন্ধুবান্ধব, সহযােগী বিচারকগণ আমা..
TK. 250TK. 215 You Save TK. 35 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
"বিচার বিভাগে ৪৫ বছর -২য় সংস্করণ" বইটির মুখবন্ধ অংশ থেকে নেয়াঃ
নিজের সম্পর্কে কোন কিছু লিখার ইচ্ছে আমার ছিল না কিন্তু আমার পরিচিত বন্ধুবান্ধব, সহযােগী বিচারকগণ আমাকে অনেক সময়ই বলতেন যে বিচারকার্যে এবং বিচার সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতার আলােকে আমার ঘটনাবহুল বিচারক জীবনের অনেক বিষয় ও ঘটনা মানুষকে জানানাে উচিৎ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে, বিচারক জীবনে যা কিছু দেখেছি বা শুনেছি সবকিছুই প্রকাশ করা সংগত হবে না। তাছাড়া এমন অনেকের বিষয় জানি আজ যারা জীবিত নেই। আমার বইয়ে আমার অভিজ্ঞতালব্ধ প্রধান বিষয়গুলিই স্থান পেয়েছে এবং আমার অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত অনেকের বিষয় প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে। কাউকে সমালােচনা বা আঘাত দেয়ার উদ্দেশ্যে আমি কোন ঘটনা বা বিষয় উল্লেখ করিনি। চাকরীজীবনে আমি যাদের সংস্পর্শে এসেছি বা যারা আমার সংস্পর্শে এসেছেন যতদূর সম্ভব তাদের নাম উল্লেখ করা থেকে বিরত থেকেছি। একান্তই যেখানে নাম উল্লেখ করা অপরিহার্য মনে করেছি শুধুমাত্র সেখানেই নাম উল্লেখ করেছি। চাকুরী জীবনে অনেকেই যেমন আমাকে হিংসা করেছেন বা নিন্দা করেছেন তেমনি অনেকেই আমাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেনএবং আমার বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়েছেন।
চরিত্র হনন যাতে না হয় সেদিকেও খেয়াল রেখেছি। বইটিতে চারটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে বিচার বিভাগে যােগদানের প্রেক্ষাপট এবং নিম্ন আদালতে চাকুরীকালীন জীবনের ঘটনা সমূহের উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে উচ্চতর আদালতে থাকাকালীন ঘটনার উল্লেখ করা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে Judicial Administration Training Institute-এ মহাপরিচালক পদে যােগদানের পরের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে পারিবারিক জীবনের কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন ঘটনা বর্ণনা করার পর সে প্রসঙ্গে বিচার বিভাগের উন্নতি এবং বিচারকগণের ভূমিকা আরও কার্যকরী করার লক্ষ্যে কিছু কিছু সুপারিশ বা প্রস্তাব করা হয়েছে। বিচার ব্যবস্থার সংস্কারের জন্য কোন উদ্দ্যোগ গ্রহণ করা হলে হয়ত এসব সুপারিশ বিবেচনায় নেওয়া হতে পারে এই আশায়ই এগুলির অবতারণা করা হয়েছে।কোন কোন ক্ষেত্রে পাঠকের মনে হতে পারে যে, আমি আত্ম প্রশংসা করেছি। আসলে কোন ঘটনার প্রসংগেই প্রশংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে মাত্র। বিচার ত্বরান্বিত করার জন্য আমার গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ও অনেক জায়গায় উল্লেখ করেছি। এটাও আত্মপ্রশংসার জন্য করা হয় নাই। এসব পদক্ষেপ গ্রহনের কারণে আমার পক্ষে বিচার নিষ্পত্তি ত্বরান্বিত করা সম্ভব হয়েছে বিধায় এসব পদক্ষেপের বিষয় উল্লেখ করেছি।