65 verified Rokomari customers added this product in their favourite lists
"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)" বইটি সম্পর্কে কিছু কথা:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড অনুমােদিত সিলেবাসের আলােকে প্রণীত এ বইটি বিগত বছরগুলােতে শিক্ষার্থীদে..
TK. 310TK. 301 You Save TK. 9 (3%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)" বইটি সম্পর্কে কিছু কথা:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড অনুমােদিত সিলেবাসের আলােকে প্রণীত এ বইটি বিগত বছরগুলােতে শিক্ষার্থীদের নিকট কেবল জনপ্রিয়ই হয়নি বরং এ বইটি আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে আইসিটিতে আগ্রহী করে তুলেছে। জাতীয় শিক্ষাক্রম বাধ্যতামূলক আইসিটি শিক্ষার সুফল পেয়েই; আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের দুর্বার অগ্রযাত্রা, যার অগ্রভাগে রয়েছে আইসিটি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ আমাদের নতুন প্রজন্ম, যারা ডিজিটাল বাংলাদেশের পতাকাসমৃদ্ধ প্রযুক্তি বিশ্বের কাছে পরিচিত করে চলেছে সগৌরবে। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়টি সর্বদাই পরিবর্তনশীল কেননা প্রতিনিয়তই এখানে নতুন নতুন প্রযুক্তি আসছে অথবা পুরােনাে প্রযুক্তি নতুনরূপে আবির্ভূত হচ্ছে। ফলে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মূল সিলেবাসে পরিবর্তন না ঘটলেও সৃজনশীল মেধা যাচাই পদ্ধতির কারণে ছাত্র-ছাত্রীদের অনেকগুলাে নতুন বিষয়ের মুখােমুখি হতে হচ্ছে। তাই এ বছর বইটিকে আইসিটি শিক্ষায় সংযােজিত নতুন ধরনের চ্যালেঞ্জের মােকাবেলার উপযােগী করে রচনার পাশাপাশি এর পাঠ্যসূচির প্রাসঙ্গিকতা বজায় রেখে সবার জন্য সহজ করে বিষয়বস্তুর উপস্থাপনা, সংশ্লিষ্ট বিষয়গুলাের সর্বশেষ আপডেট তথ্য সংযােজনসহ তথ্যগুলাের নির্ভুলতা এবং বিশ্বস্ততা নিশ্চিত করতে, বইটি’র ব্যাপক সংস্কার করতে হয়েছে। সর্বোপরি বইটির এই সংস্করণে প্রথমবারের মতাে অতি গুরুত্বপূর্ণ ও অনন্য দুটি বৈশিষ্ট্য সংযােজিত করা হয়েছে। এদের মধ্যে সবচাইতে প্রয়ােজনীয় সংস্কারটি হলাে এবারের বইয়ে আইসিটি পাঠ্যক্রমে সংযােজিত সকল প্রযুক্তি ও সংশ্লিষ্ট তাত্ত্বিক বিষয়াবলির দৈনন্দিন জীবনে প্রয়েজনীয়তা প্রয়ােগসহ, বাংলাদেশে এর সর্বশেষ প্রেক্ষিতগুলােকে তুলে ধরে প্রাসঙ্গিক আলােচনার সংযােজন। শিক্ষার্থীরা ছাড়াও দেশের কেন্দ্রভাগ থেকে প্রান্তিক অঞ্চলের অনেক সম্মানিত শিক্ষক আইসিটি পাঠদানের ক্ষেত্রে সীমাবদ্ধতার বিষয়টি দীর্ঘদিন থেকেই আমার কাছে উপস্থাপন করে এসেছেন। বিগত দুই বছরের এইচএসসির সৃজনশীল প্রশ্নপত্রের ধরন বিশ্লেষণ করার পর আমার কাছে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ বছর বইটির বর্ধিত এ সংস্করণে আইসিটি শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার ক্ষুধা দ্বিারণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, বইটিতে যতটা সম্ভব এ ধরনের তথ্যের সংযােজন ঘটিয়েছে। আশা করছি এটি শিক্ষকদের ক্লাসে পাঠদানের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। আর বইটির বিশেষ বৈশিষ্ট্যটি হলাে বিগত সালগুলােতে আসা বাের্ডের প্রশ্নগুলােসহ সারাদেশের অসংখ্য খ্যাতনামা কলেজগুলাের সৃজনশীল প্রশ্নগুলাে বিশ্লেষণের আলােকে- বইয়ের প্রতিটি টপিককে সৃজনশীল প্রশ্নে যে সমস্ত সম্ভাব্য সংকেত ব্যবহার করে উপস্থাপন করা হতে পারে, যতটা সম্ভব সেই সংকেতগুলােকে টপিক অনুসারে সংযােজন করে সেই সাথে এর প্রয়ােজনীয় সমাধানের সূত্রও সংক্ষেপে সংযুক্ত করা হয়েছে। ফলে বইটি শিক্ষার্থীদের সৃজনশীল মেধা যাচাই প্রক্রিয়ার জন্য নিজেকে প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধিক সহায়ক হবে।