13 verified Rokomari customers added this product in their favourite lists
বইটির লেখকের কথাঃ
মাতা-পিতার ক্ষেত্রে সন্তান জন্মে ও প্রতিপালন এ বলে শােকরিয়া আদায় করা উচিত যে, মহান আল্লাহ্ তাদেরকে বান্দার হক পালনের মত সৌভাগ্য দান করে এ সুযােগ প..
TK. 200TK. 140 You Save TK. 60 (30%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
বইটির লেখকের কথাঃ
মাতা-পিতার ক্ষেত্রে সন্তান জন্মে ও প্রতিপালন এ বলে শােকরিয়া আদায় করা উচিত যে, মহান আল্লাহ্ তাদেরকে বান্দার হক পালনের মত সৌভাগ্য দান করে এ সুযােগ প্রদান করেছেন যে, তারা তাদের পরবর্তী জীবনে দ্বীন ও দুনিয়ায় প্রতিনিধি রেখে যেতে পারছেন। অতএব কোন মাতা-পিতার পক্ষেই সন্তানসন্ততি জন্ম গ্রহণে দুঃখিত হওয়া বা সন্তানের আগমনে একটি বিপদ বা বােঝা ধারণা করা কখনাে উচিত নয়। আর সন্তানের প্রতিও উপদেশ তারা প্রতি পদে-পদেই মাতা-পিতার সাথে সদা-সর্বদা উত্তম সদ্ব্যবহার ও খিদমত করে জীবন অতিবাহিত করবে। এর ব্যতিক্রম যেন কারাে জীবনে না ঘটে এটাই হওয়া উচিত। এ বিষয়ে আলােচ্য গ্রন্থে মাতা-পিতা ও সন্তান-সন্ততির ক্ষেত্রে সেসব দিকই আলােচিত হয়েছে। মাতা-পিতা সন্তান প্রতিপালনে লক্ষ্য ও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে, তাদের জীবন থেকে পরিপূর্ণ উপকার লাভ করে সত্যিকার সফল জীবন যাপন করা নিঃসন্দেহে মাতা-পিতার একটি মৌলিক অধিকার। কিন্তু তারা তাদের সে অধিকার তখনই লাভ করতে সক্ষম হবে যদি তারা নিজ আচার-আচরণ সম্পর্কে জ্ঞাত থাকেন। অর্থাৎ তাদের জীবন পদ্ধতির কর্মধারার মাধ্যমেই তা সন্তানের ক্ষেত্রে প্রতিফলিত হবে। যা আমরা এ গ্রন্থে সেসব বিষয়ই স্থানে স্থানে তুলে ধরেছি-যেমন শিষ্টাচার ও সুষ্ঠু আচার-আচরণ, মাহাত্ম্য ও ভদ্রতা, পরিচ্ছন্নতা ও পবিত্রতা, সৎ বিবেচনা ও উত্তম নির্বাচন, সুবিন্যাস্ত শৃঙ্খলা, অনুভুতির মাধুর্যতা ও রুচির সৌন্দর্যপ্রিয়তা, উচ্চাকাংখা ও ভদ্র স্বভাব, সহানুভূতি, কল্যাণ কামনা, নম্র স্বভাব। ও সুমধুর আচরণ, শিষ্টতা, বিনয়, আত্মত্যাগ, আত্মােৎসর্গ, নিস্বার্থপরতা ও অকপটতা, ধৈর্য ও সাহসিকতা, কর্তব্য নিষ্ঠা ও প্রস্তুতি, আল্লাহভীতি ও পরহেযগারী, আল্লাহ্র উপর নির্ভরশীলতা, নির্ভীক পদক্ষেপ এগুলাে মুসলিম জীবনের সে চিত্তাকর্ষক চিত্র যার মাধ্যমে সন্তান-সন্ততি সুসংগঠিত ও সুসজ্জিত হয় এবং জীবনে সে অসাধারণ মােহ ও আকর্ষণ সৃষ্টি করে। শুধু মুসলিম জাতিই নয় বরং ইসলামের সাথে বিরাজ করে সম্পর্কহীন মানুষও মনের অজান্তে এর দিকে আকৃষ্ট হতে শুরু করেছে আর সাধারণ বােধশক্তিতেও এটা চিন্তা করতে বাধ্য হয় যে, মানবতা লালনকারী ইসলামী জীবনকে ঔজ্জ্বল্যদান করতে, সুসজ্জিত করতে এবং অসাধারণ আকর্ষণে সুসজ্জিত করার জন্য এ অমূল্য নিয়ম-কানুন ও আদব-কায়দা দান নিঃসন্দেহে আলাের ন্যায় সকল মানুষের সাধারণ উত্তাধিকার আর নিঃসন্দেহে মােগ্যতা রাখে যে সমগ্র মানবজাতি একে গ্রহণ করে এর ভিত্তিতে নিজের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সফল ভিত্তি স্থাপন করতে পারে। যেন তাদের পার্থিব জীবন সুখ-শান্তির নীড় রূপে গঠিত হয়। আর দুনিয়ার পরের জীবনেও সেসব বস্তু অর্জিত হয় যা এক সফল ও কামিয়াব জীবনের জন্য প্রয়ােজন। আলােচ্য গ্রন্থটি মুসলিম পরিবারের জন্য কুরআন-হাদীস পূর্ববর্তী বুযুর্গানে দীনের জীবন্ত কর্মপদ্ধতি ও শিশু বিশেষজ্ঞদের সুচিন্তিত কর্মধারা ও নির্দেশিকা আলােকবর্তিকা রূপে দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তাই গ্রন্থের বিষয়বস্তুসমূহ প্রত্যেকের জন্যই আল্লাহ্র এক অপার অনুগ্রহ ও দয়ার আশানুরূপ উপাদান বলেই বিবেচিত হবে এতে দ্বিমতের অবকাশ নেই। তাই এ মহামূল্যবান তথ্য সমৃদ্ধ গ্রন্থ থেকে প্রত্যেকেই নিজেদের জীবনেও এর মাধ্যমে সুশােভিত ও সুসজ্জিত করবেন। বিশেষ করে প্রত্যেক মাতা-পিতা নিজেদের সন্তান-সন্ততির বেলায় চরিত্র, অভ্যাস এবং আচারআচরণে প্রতিফলনের চেষ্টা করবেন। এতেই আশা করা যায় এসব পদ্ধতি অবলম্বনেই এর দ্বারা জাগতিক জীবনে সন্তানের ক্ষেত্রে মান-সম্মান, ভালবাসা ও শ্রদ্ধার পাত্র হিসেবে মাতা-পিতা পরিগণিত হবেন এবং সন্তানেরাও অশেষ কল্যাণ লাভে সক্ষম হবে আর পরকালেও সওয়াব ও পুরস্কার লাভে উভয় পক্ষই ধন্য হবে। পরিশেষে মহান আল্লাহর কাছে বিনীত আবেদন তিনি যেন আমার এ প্রচেষ্টা কবুল করে সকল মুসলমানকে গ্রন্থে বর্ণিত বিষয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন আর সন্তান-সন্ততিরাও এ থেকে শিক্ষা গ্রহণে ধন্য হয়ে সফলতা লাভে সক্ষম হয় এবং এর দ্বারা যেন আমাদের মাগফিরাতের উসিলা হয়।