7 verified Rokomari customers added this product in their favourite lists
বই সংক্ষেপ
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের এ গবেষণাগ্রন্থে রয়েছে মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে কিভাবে গণহত্যা চালিয়েছিল পাকি..
TK. 500TK. 430 You Save TK. 70 (14%)
Product Specification & Summary
বই সংক্ষেপ
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের এ গবেষণাগ্রন্থে রয়েছে মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে কিভাবে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী-তার বিবরণ। পাকিস্তানি সেনাবাহিনীকে কিভাবে সহযোগিতা করেছিল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে রাজাকার/দালালরা আছে তার প্রমাণসহ বিবরণ। মুক্তিযুদ্ধে বিজয়ের পর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে অন্তত দুই হাজার রাজাকার/দালাল গ্রেপ্তার হয়েছিল। গ্রন্থটিতে পাওয়া যাবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে অন্তত দুই হাজার রাজাকার/দালালের নাম, পিতার নাম, ঠিকানা, দালাল আইনে মামলার নম্বর, থানায় দায়ের করা মামলার নম্বর, তারিখ, দন্ডবিধির ধারা, দালাল আইনের ধারা ও তাদের মুক্তি বা অব্যাহতির তারিখ। বাংলাদেশ কোলাবরেটর আদেশে স্পেশাল ট্রাইব্যুনালে রাষ্ট্র বাদি হয়ে এসব মামলা করেছিল।
বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আইন বা বাংলাদেশ কোলাবোরেটরস (স্পেশাল ট্রাইবুন্যাল) আদেশ ১৯৭২ জারির পর এ আইনের বিধান মতে বিচারের জন্য গ্রেপ্তারকৃত রাজাকার/দালালদের যাচাই বাছাই করার জন্য কুমিল্লায় জেলা স্ক্রূটিনি কমিটি গঠন করা হয়। সেই সাথে গঠন করা হয় থানা প্রাইমারী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। গ্রেপ্তারকৃত রাজাকার/দালাল ও আল বদরের বিষয়ে থানা কমিটিগুলোর তদন্ত প্রতিবেদনের আলোকে জেলা স্ক্রূটিনি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। সেগুলো লিপিবদ্ধ আছে জেলা স্ক্রূটিনি কমিটির কার্যবিবরণীতে। যা এই গ্রন্থে সংযোজিত আছে।
এই কার্যবিবরণী মুক্তিযুদ্ধবিরোধীদের ইতিহাস লেখার ক্ষেত্রে অনন্য উপাদান হয়ে থাকবে যুগে যুগে। কেননা এতে বিবৃত হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিরোধীতাকারীদের নাম, ঠিকানা ও বিবরণ।
পাঠকবৃন্দ এই গ্রন্থপাঠে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে গণহত্যার বিবরণ যেমন পাবেন তেমনি মুক্তিযুদ্ধবিরোধীদের একটি প্রায় পরিপূর্ণ ইতিহাস জানতে পারবেন। কেননা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ঢাকায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা পরিচালনা করা ‘অপারেশন সার্চলাইট’এর কথা সবারই জানা কিন্তু অপারেশন সার্চলাইটের পাশাপাশি কুমিল্লা অঞ্চলে পরিচালনা করা ‘অপারেশন কিল এন্ড বার্ন’ সম্পর্কে জানা আছে খুব কম সংখ্যক মানুষের। কুমিল্লা সেনানিবাসে এর পরিকল্পনা হয়েছিল, সেটি বাস্তবায়ন করা হয়েছে বর্তমান কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এলাকায়। ‘অপারেশন কিল এন্ড বার্ন’ নামক গণহত্যা পরিচালনা করার শুরু থেকে শেষ পর্যন্ত এই গ্রন্থের শুরুতে সুনিদ্দিষ্টভাবে অনেক তথ্য বিবরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ গ্রন্থে আছে জেলা স্ক্রূটিনি কমিটির কার্যবিবরণীর মূল কপির প্রতিটি পৃষ্ঠা। পাবেন কুমিল্লা সেনানিবাসসহ কুমিল্লার গণকবরগুলোর ছবি এবং শহীদদের ছবি। ছবির বেশির ভাগই আগে কোন গ্রন্থে ছাপা হয় নি।