7 verified Rokomari customers added this product in their favourite lists
এ গ্রন্থ যাদের জন্য
পিয়ানো প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী
মিউজিক অপারেশন (পিয়ানো) বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক
পিয়ানো বাদন শিখতে আগ্রহী যেকোন বয়সের আগ্..
TK. 250TK. 215 You Save TK. 35 (14%)
Product Specification & Summary
এ গ্রন্থ যাদের জন্য
পিয়ানো প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী
মিউজিক অপারেশন (পিয়ানো) বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক
পিয়ানো বাদন শিখতে আগ্রহী যেকোন বয়সের আগ্রহী ব্যক্তি
পাশ্চাত্য সংগীত বিষয়ে অনুসন্ধিৎসু পাঠক ও লেখক
ভূমিকা
শিশুর সৃজনশীলতা বিকাশে ও প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা অর্জন করতে
সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, চিত্রাংকন ও শরীরিক শিক্ষা সুদূর প্রসারী
ভূমিকা রাখতে সক্ষম। তাই এ বিষয়গুলোকে পাঠ্যক্রমে আবশ্যকীয় বিষয় হিসেবে
অন্তর্ভূক্ত করা হয়েছে। ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এ
বিষয় তিনটি মূল্যায়ন করা হবে এমনটাই ভাবা হচ্ছে। এরই ধারাবাহিকতায়
বাংলাদেশের প্রায় পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বমানের বাদ্যযন্ত্র
ডিজিটাল পিয়ানো প্রদান করে সরকার এক যুগান্তকারী কাজ করেছে। এর ফলে নতুন
প্রজন্ম আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক জ্ঞান লাভ
করে বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের
দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবে। এই প্রজন্মই ২০২১ সালে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি বিশ্বসভায় মাথা উঁচু করে উদযাপন করে ত্রিশ লক্ষ
শহিদের রক্তের মর্যাদা দিতে সক্ষম হবে।
প্রাথমিক বিদ্যালয়ে এই অত্যাধুনিক পিয়ানো প্রদানের ফলে প্রতি বিদ্যালয়
হতে কুড়ি জন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সে হিসেবে পাঁচ
হাজার বিদ্যালয়ে এক লক্ষ শিক্ষার্থী পিয়ানো শেখার সুযোগ পাচ্ছে। সাথে আছে
দুই জন করে দশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। পিয়ানোকে কেন্দ্র করে
বাংলাদেশে এতো ব্যাপক ও নিবিড় কার্যক্রম আর কখনো হয়নি। ফলে এ বিষয়ে
পূর্ণাঙ্গ ধারণা অর্জনের জন্য এবং শিক্ষার্থীর শুরুটা সঠিক ও সুন্দরভাবে
করার জন্য এ ধরনের গ্রন্থের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । তাই এ গ্রন্থ
রচানা।
পিয়ানোকে যদি হারমোনিয়াম বিবেচনায় রেখে বাদন শিখানো হয় তবে প্রকৃত পিয়ানো
বাদন শেখার পদ্ধতিগত ত্রুটি থেকে যেতে পারে। এ ত্রুটি দূর করার জন্য
পিয়ানো বাদনের প্রকৃত পদ্ধতি অনুসারে ‘পিয়ানো সোনাটা’ গ্রন্থটি রচনা করা
হয়েছে। এছাড়া বইটিতে পিয়ানোর ইতিহাস ও পাশ্চাত্য সংগীতের প্রধান উপাদান
বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রদত্ত ডিজিটাল
পিয়ানোর সকল ফাংশন পরিচিতি থাকায় গ্রন্থটি বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক হিসেবে সমাদৃত হওয়ার যোগ্যতা রাখে।
শিক্ষার্থীদের একটু সুবিধার জন্য প্রাথমিক বিদ্যালয়ের তেরোটি সংগীত
সংযোজন করা হল ।
এক ঝাঁক কৌতূহলী কচিকাঁচা শিক্ষার্থীদের মায়াভরা আদুরে মুখ, যাদের শেখার
আগ্রহ, ইচ্ছা এবং আদম্য তৃষ্ণা আমাকে গ্রন্থ রচনার করতে সাহস জুগিয়েছে।
ধৈর্য ও দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমে পাঠেগুলো নিয়মিত চর্চা করলে
শিক্ষার্থীরা নিঃসন্দেহে সঠিকভাবে পিয়ানো বাজাতে পারবে ও দক্ষ পিয়ানো
বাদক হওয়ার প্রাথমিক ভিত্তি রচিত হবে। তারা এই গ্রন্থ ও শিক্ষকের সহায়তায়
পিয়ানো শেখার প্রাথমিক ভিত্তি রচনা করে সৃজনশীল ব্যক্তিতে রূপান্তরিত হবে
বলে আমার বিশ্বাস।
চেষ্টা থাকা সত্ত্বেও কিছু ভুলত্রুটি রয়ে গেল। বানান প্রমাদ সহ অন্যান্য
ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
গ্রন্থটি পিয়ানো ও কিবোর্ড বাদন শেখায় আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের
সামান্য উপকারে আসলে আমার সমস্ত শ্রম সফল ও সার্থক হবে ।