Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nadia Tasnim books

follower

নাদিয়া তাসনিম

নাদিয়া তাসনিমের জন্ম ও বেড়ে ওঠা শশীমোহন বসাক লেন, ওয়ারী, ঢাকা, বাংলাদেশে। বাবা: লুৎফর রহমান বকসী, মা: আসফিয়া নিগার। লেখালেখি করেন খুব ছোট বেলা থেকেই । নিজের লেখার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি পান চতুর্থ শ্রেণিতে পড়ার সময়। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠানে ‘আযানের ঐ ডাক’ নামক স্বরচিত কবিতা আবৃত্তি করে জীবনে প্রথম সাহিত্য ক্ষেত্রে পুরস্কার জিতে নিয়েছিলেন। নবম শ্রেণিতে পড়ার সময় ‘বই পড়ে জানো’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুত্রাপুর থানায় শ্রেণি সেরা প্রতিযোগী হিসেবে মনোনীত হয়ে রাষ্ট্রপতি শ্রদ্ধেয় আব্দুল রহমান বিশ্বাসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন। শিল্প-সাহিত্যের প্রতি তাঁর ঝোঁক ছেলেবেলা থেকেই এবং কৃতিত্বের সাথে সব প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রচুর সার্টিফিকেট, সীল এবং ম্যাডেল অর্জন করেছেন। ছোটবেলা থেকে লেখালেখি করলেও তা দীর্ঘদিন বন্ধ ছিল। এরপর দীর্ঘ বিরতির পর, ফেসবুকের শিল্প-সাহিত্যচর্চার চমৎকার গ্রুপগুলোর কল্যাণে আবার তাঁর লেখালেখির জগতে প্রত্যাবর্তন। পেন্সিলের মতো সমৃদ্ধ আর সাহিত্যচর্চার বিশাল প্লাটফর্ম আয়োজিত নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত ম্যাগাজিন আর সংকলনে নাদিয়া তাসনিমের লেখা একাধিকবার নির্বাচিত হয়ে প্রকাশিত হয়েছে। ‘বিশ শব্দের গল্প’ নামক সাহিত্যচর্চার গ্রুপ আয়োজিত বিশ শব্দে লেখা গল্প প্রতিযোগিতায় সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়ে সার্টিফিকেট এবং পুরস্কার অর্জন করেছেন। ২০২৪-এ বাংলা সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন সুফিয়া আমান সাহিত্য পদক এবং সম্মাননা সনদ। ডড়ৎষফ ডরফব ডৎরঃবৎ’ং অংংড়পরধঃরড়হ আয়োজিত ওহঃবৎহধঃরড়হধষ ডৎরঃবৎ’ং ঈড়হভবৎবহপব, খরঃবৎধঃঁৎব ধহফ ঈঁষঃঁৎধষ ভবংঃরাধষ-২০২৪ অনুষ্ঠান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখার সমন্বয়ে প্রকাশিত ‘ঞযব ইবংঃ অহঃযড়ষড়মু’ বইটিতে নাদিয়া তাসনিমের লেখা কবিতা নির্বাচিত হয়ে প্রকাশিত হয়েছে। পেয়েছেন সম্মাননা সনদ। শব্দশিল্প থেকে সহপাঠীদের লেখা গল্প আর কবিতা নিয়ে প্রকাশিত সংকলনের প্রতিটিতে তাঁর লেখা গল্প আর কবিতা প্রকাশিত হয়েছে। শিল্প-সাহিত্য চর্চার বিভিন্ন গ্রুপ থেকে প্রকাশিত সংকলন এবং ম্যাগাজিনে তাঁর লেখা অনেক গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছে। পেয়েছেন প্রচুর পাঠকপ্রিয়তা। তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ ‘অনুভবে আঁকা কিছু কল্পনা’ প্রকাশিত হয় শব্দশিল্প থেকে ২০২১ সালের অমর একুশে বইমেলায়। ২০২৩-এর অমর একুশে বইমেলায় একই প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর লেখা উপন্যাস ‘ত্রি-অবধি’। নাদিয়া তাসনিম এম.এস.এস. এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এম.বি.এ করেছেন। দীর্ঘদিন বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি স্বামী, দুই মেয়ে এবং এক ছেলে সহ মালয়শিয়াতে বসবাস করছেন। ছবি আঁকা, বাগান করা, বই পড়া তাঁর সবচাইতে পছন্দের কাজ।

নাদিয়া তাসনিম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed