Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Milad Hossain Sujon books

follower

মিলাদ হোসেন সুজন

তরুণ উদীয়মান কবি সম্পাদক মিলাদ হোসেন সুজন ৪ঠা নভেম্বর ২০০২ সালে সিলেট জেলাধীন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. রবিজ আলী ও মাতা মোছা. রাজিয়া আক্তারের ৫ সন্তানের মধ্যে তিনি ৩য়। তিনি মূলত লেখালেখিই করেন লেখা-ে লখিকে সাথে রেখেই সম্পাদনায় যোগ হয়েছেন। তিনি সম্পাদনাকে একটি মহৎ কাজ বলে দাবি করেন। যৌথ সম্পাদনা লেখক থেকে লেখকদের মধ্যে সম্পর্কের সৃষ্টি করে সম্পাদনার মাধ্যমে খুঁজে বের করা যায় অসম্ভব প্রতিভাবান লেখক, কবিদের। ছোট বেলা থেকেই লেখালেখি করতে বেশ আগ্রহী ছিলেন, তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন সমাজ, সংস্কৃতি ও অরাজকতার বাস্তব চিত্র।। লেখালেখি থেকে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। তারমধ্যে উল্লেখযে- াগ্য দ্বীপিয় কাব্য সাহিত্য পুরস্কার-২০২১, রাকিব সাহিত্য পুরস্কার-২০২১। যেহেতু শত মনের শত কথা প্রকাশের মাধ্যম হচ্ছে গ্রন্থ। তাই হেরার জ্যোতি শিরোনামে গ্রন্থের সমস্ত লেখকদের সহযোগিতায় ইসলামিক ভাবধারার এই বইটি পাঠক মহলে পৌঁছে দিতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ।। গ্রন্থ টি থেকে কোনো পাঠকের একটুও পরিবর্তন হলে আমরা সার্থক।।

মিলাদ হোসেন সুজন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed