User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কষ্টের কথা লেখা,শেষ পর্যন্ত পড়লে অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ পাবেন।
Was this review helpful to you?
or
বহু হুমায়ুন পড়া হয়েছে এখন পর্যন্ত, তবে হুমায়ুন আহমেদ স্যারের প্রথম লেখা আজই পড়লাম। বরাবরেরই মতো দুর্দান্ত। প্রথম থেকেই হুমায়ুন আহমেদ স্যার চলতে থাকা সভ্যতার বা সামাজিক অন্ধকার দিক কোনো না কোনোভাবে তুলে ধরতেন, এখানেও তেমন। অনেকেই হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের শেষটা ভিন্নভাবে দেখতে চান মানে হলো শেষটা সুন্দর। কিন্তু আমি এখানে বেশ ব্যাতিক্রম। শেষটা সুন্দর হয় সাধারণত অবাস্তবধর্মী কোনো কিছুতে, যেহেতু হুমায়ুনে সামান্য হলেও বাস্তবতা বিদ্যমান তাই এখানে শেষটা মিমাংসীত হোক সেটা আমি একজন সাধারণ পাঠক হিসাবে কখনই চাইনা। হুমায়ুনে ঐ যে একটা আক্ষেপ থাকে সেটা দারুণ উপভোগ করার মতো, বাস্তব জীবনে আক্ষেপ নিয়ে প্রতিটা মুহুর্ত আমাদের কাটাতে হয় বলেই হয়তো হুমায়ুন আমার কাছে এতো ভালো লাগে।
Was this review helpful to you?
or
Throughout the novel, Ahmed explores various issues that are common to middle-class life, such as family dynamics, financial pressures, and social expectations. He also touches on themes such as love, religion, and identity, which are portrayed through the experiences of Adam and the people in his life. One of the strengths of the novel is its ability to capture the nuances of everyday life, such as the challenges of finding a job, the tensions between parents and children, and the complexity of romantic relationships. The characters are relatable and their struggles feel authentic, making it easy for readers to empathize with their experiences. Overall, "Nondito Noroke" is a powerful work of literature that offers a thoughtful exploration of middle-class life in Bangladesh.
Was this review helpful to you?
or
ভালো লাগার মত একটি বই
Was this review helpful to you?
or
প্রথম উপন্যাস নন্দিত নরকে’র মাধ্যমেই সাহিত্য অঙ্গনে তার আত্মপ্রকাশ ঘটেছিল। যদিও তার প্রথম লিখিত উপন্যাস ছিল “শঙ্খনীল কারাগার” কিন্তু নন্দিত নরকে তার প্রকাশিত প্রথম উপন্যাস।
Was this review helpful to you?
or
গল্পটা অসাধারণ ছিল ?
Was this review helpful to you?
or
মাস্টারপিস
Was this review helpful to you?
or
Spoiler allert নন্দিত নরকে হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার। উপন্যাসটির মূল গল্প কথক হলেন হুমায়ূন যার ডাক নাম খোকা। উপন্যাসটি নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের গল্প, মা-বাবা, একবছরের বড় বোন রাবেয়া, ছোট বোন রুনু, প্রথম পক্ষের ভাই মন্টু এবং বাবার বন্ধু মাস্টার কাকা ঘিরেই এই পরিবার। খোকা পড়াশোনায় ভালো, একটা ভালো চাকরি পেলে নিজের পরিবার নিয়ে সুখে দিন কাটাবে, পাহাড় পর্বতে ভ্রমণ করে আসবে। রাবেয়া মানসিক প্রতিবন্ধি, সে ভালো মন্দ কোন কিছু বুঝে না হেসে খেলে বেড়ায় সবসময়। অভাব ও সময়ের সাথে সংসারিক জীবনের মাধ্যমে এগোচ্ছিল গল্পটি, ছায়া নেমে আসে যখন রাবেয়া গর্ভবতী হয়ে যায়। অবিবাহিত মেয়ে গর্ভবতী হওয়া একটি পরিবারের জন্য কি পরিমাণ অভিশাপ তা আমাদের অনুমেয়। রাবেয়া প্রতিবন্ধি অপ্রকৃতস্থ মেয়ে তাই বলতে পারে না তার এ সর্বনাশ কে করেছে। তাদের একটি কুকুর ছিল যার পলা, বারে বারে পালিয়ে যায় পলাতক তাই নাম রাখা হয়েছে পলা। রুনুও খুব মেধাবী মেয়ে, তার বান্ধবী শীলুর প্রতি দুর্বলতা তৈরি হয় খোকার। খোকা তাকে নিয়ে কল্পনার সুখের সাগরে ভেসে যায় মাঝে মাঝে। মন্টু খুব গম্ভীর প্রকৃতির সে ফুটবল খুব পছন্দ করে, তাকে সহজে বুঝতে পারা যায় না। সে এবং মাস্টার কাকা একই ঘরে থাকে। একদিন কিছু খাইয়ে বা কিছু করে রাবেয়ার গর্ভপাত ঘটানো হয়, প্রচুর রক্তপাতের ফলে শহর থেকে ডাক্তার আনতে আনতে মারা যায় রাবেয়া। এবং আকষ্মিকভাবে বটি দিয়ে কুপিয়ে মাস্টার কাকাকে হত্যা করে মন্টু। এতে বুঝা যায় রাবেয়ার গর্ভবতী হওয়ার পিছনে মাস্টার কাকা দায়ী ছিল, যেটা আর কেউ বুঝতে না পারলেও মন্টু বুঝতে পারে। মাস্টার কাকাকে খুনের দায়ে মন্টুর ফাঁসি হয়। ©Al Amin Sarker
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ধন্যবাদ রকমারি
Was this review helpful to you?
or
অনেক সুন্দর লেগেছে।
Was this review helpful to you?
or
best quality
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
motamoti valo.
Was this review helpful to you?
or
~ #Rokomari_Book_Club_Review_Competition পোস্ট :- ১১ প্রতিযোগির নাম :- Mohammed Siddik স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথাসাহিত্যে সর্বোচ্চ পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)।বাংলা সাহিত্যে কথাশিল্পী শরৎচন্দ্রের পর তিনি এতটা পাঠকপ্রিয়তা পেয়েছিলেন।বিজ্ঞানের ছাত্র হয়ে অনেকটা প্রাণের টানেই সাহিত্য চর্চা শুরু করেন।বিষয় ও কাঠামোগত দিক দিয়ে দেশীয় আবহে লোকসংগীত ও তার সৃষ্টিকর্মের কেন্দ্র ছিল মানবিক চিন্তার বিকাশ।তিনি একান্ত সরল ভাষা ব্যবহার করে অত্যন্ত সহজ ভাবে তার গল্প উপস্থাপন করে নিমিষেই পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। তার পাঠকপ্রিয়তার মূল কারণ হলো সহজ ভাষা ও ভঙ্গিতে গল্প বলার ধরণ। বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি সমকালীন সমাজের সাধারণ মানুষের জীবনকে প্রাধান্য দিতেন।তবে এক্ষেত্রে স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। সমাজের ব্যতিক্রমধর্মী,অবহেলিত ঘটনাগুলোকে আলো ফেলে মানবিক দিক ফুটিয়ে তুলেছেন।এমনই এক ব্যতিক্রম গল্পের মানবিক আবেদনের কাহিনী নিয়ে রচিত হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস "নন্দিত নরকে" (১৯৭২)। "নন্দিত নরকে" হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও এটি ছিল তার লেখা দ্বিতীয় উপন্যাস।হুমায়ুন আহমেদের প্রথম লেখা উপন্যাস "শঙ্খনীল কারাগার"।"নন্দিত নরকে"উপন্যাস হুমায়ুন আহমেদ লিখেছিলেন ১৯৭০ সালে,তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ও মুহসীন হলের আবাসিক ছাত্র।কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে এটি আর বই আকারে প্রকাশ করা হয়নি।দেশ স্বাধীন হওয়ার পর 'মুখপাত্র' নামে একটি সংকলনের মাধ্যমে উপন্যাসটি প্রকাশিত হয়।এটি পড়ে মুগ্ধ হন প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফা। আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালের শেষদিকে 'খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি' থেকে উপন্যাসটি প্রকাশিত হয়।স্বপ্রণোদিত হয়ে উপন্যাসের ভূমিকা লিখে দিয়েছিলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ড.আহমদ শরীফ।ভূমিকা ড. আহমদ শরীফ বলেন-'নন্দিত নরকে' গল্পটির নামটি দেখে আকৃষ্ট হয়েছিলাম।কেননা ঐ নামের মধ্যে যেন নতুন দৃষ্টিভঙ্গি,একটি অভিনব রুচি,চেতনার নতুন আকাশ উঁকি দিচ্ছিল।লেখক তো বটেই তার নামটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত।তবুও পড়তে শুরু করলাম ঐ নামের মোহেই।পড়ে অভিভুত হলাম। গল্পের বিষয়ে লক্ষ্য করেছিলাম একজন সূক্ষ্মদর্শী শিল্পের, একজন কুশলী স্রষ্টার পাকা হাত।বাংলা সাহিত্যক্ষেত্রে একজন সুনিপুণ শিল্পীর রুপকারের,এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্নের যেন অনুভব।' উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না ও সংগ্রাম অসহায়ত্বের কাহিনী।"নন্দিত নরকে" উপন্যাসটি প্রথম পুরুষের লেখা।উপন্যাসের কাহিনী বইটিতে কোন চরিত্রটি প্রধান, বলা যায় না। কুয়াশায় ঘেরা এক মধ্যবিত্তের সংসার।এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম,দুঃখ কষ্ট,হাসি-কান্না,যৌনতা। এই পরিবারের সদস্য হচ্ছে;বাবা-মা,তাদের সন্তান রাবেয়া ওরেফে রাবু,খোকা, মন্টু আর রনু। খোকা পড়াশোনায় বেশ মনোযোগী হওয়ার সবার স্বপ্ন তাকে নিয়ে।মন্টু একটু খেয়ালী স্বভাবের ,সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে।রাবেয়া মানসিক প্রতিবন্ধী,খোকার এক বছরের বড়।তাকে নিয়ে সবার অসম্ভব চাপা কষ্ট।রনু সবার ছোট বোন।এই পরিবারের সাথে আরো থাকে আশ্রিত এক মাস্টার, খোকার বাবার বন্ধু। তাদের মাস্টার কাকা। কাকা আনন্দমোহন কলেজে পড়াশুনা করে তাদের বাড়িতে আশ্রয় নেয়।এখানেই সে দিন যাপন করে এবং রাবেয়ার ভাইবোনদের পড়ায়। উপন্যাসের নায়িকা রাবেয়া মানসিক প্রতিবন্ধী।তাকে পাড়ার ছেলে পেলেরা ভালো কথা বললেও হাসে,খারাপ কথা বললে ও হাসে।ভালো-মন্দের পার্থক্য করতে পারে না সে।স্বাধীনভাবে পাড়াময় ঘুরে বেড়ায়।তবে কি কারণে বিকাশগ্রস্থ জন্মগতভাবে কিনা এই বিষয় নিয়ে লেখক কিছু বলেনি।একদিন রাবেয়া হারিয়ে যায়।অনেক খোঁজাখুঁজির পর তাকে মাস্টার কাকা স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসেন।এই ঘটনার কিছুদিন পর হঠাৎ চা খাওয়ার পর যখন রাবেয়া বমি করে তখন পরিবারের সবাই বুঝতে পারে রাবেয়া সন্তানসম্ভবা।কেউ রাবেয়ার সর্বনাশ করেছে।পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে সে বলতে পারে না।পরিবারের সদস্যরা ভিন্নভাবে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু অসুস্থ বলে কিছুই মনে করতে পারে না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে শারীরিক পরিবর্তন আসতে থাকে।হঠাৎ অবিবাহিত মেয়ে সন্তানসম্ভবা হয়ে পড়লে পরিবারের বিপদে পড়ে যায়। এই সংকটের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হতে থাকে। কোন একদিন ভোর বেলায় নিজের ঘরে গর্ভপাত ঘটানো হয় রাবেয়ার।অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শহর থেকে ভালো ডাক্তার আসার আগেই মারা যায় রাবিয়া।রাবিয়ার মৃত্যুর জন্য মন্টু মাস্টার কাকাকে দায়ী মনে করে এবং হাতের বটি দিয়ে আঘাত করে তাকে খুন করে। পুলিশ এসে মন্টুকে ধরে নিয়ে যায়।কী বা কেন খুন করেছি তা দিয়ে অনেক বিষয়ে ইত্যাদি জিজ্ঞাসাবাদ করা হলেও মন্টু কিছু বলে না। আদালতের রায়ে মন্টুর ফাঁসি হয়। উপন্যাসে লেখক সমাজের অবাঞ্চিত দিক তুলে ধরেছেন।রাবু প্রতিবন্ধী হলেও পরিবারের সান্নিধ্যে আনন্দ-দুঃখে কেটে যাচ্ছিল তার দিন।কিন্তু হঠাৎ থমকে যায় তার জীবন।লেখক এখানে পুরো কাহিনী খোলাসা না করলেও পাঠক বুঝতে পারে, মাস্টার কাকাই রাবিয়ার সর্বনাশ করেছে।মাস্টার কাকার পাশবিকতার কাছে হার মানে রাবেয়ার সবরকম উচ্ছলতা।অবাঞ্চিত ঘটনা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।এই" মাস্টার কাকা" চরিত্রের মাধ্যমে সমাজে ভদ্রতার মুখোশধারী অসচ্চরিত্রের লোকদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসে লেখক এই চরিত্রকে বাঁচিয়ে রাখেন নি।বাস্তবেও ঔপন্যাসিক এইসব চরিত্রের বিনাশই কামনা করেছেন।জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনাশৈলীর প্রধানতম রুপ দিয়েছে গল্প বলার সহজ ভঙ্গি।সবকিছু সহজভাবে উপস্থাপন করেন।মানুষের চিন্তাজগত ও বাহ্যিক আচরণ ও সাবলীলভাবে উপস্থাপন করেছেন।'নন্দিত নরকে' দ্বিতীয় পৃষ্ঠাতেই বাবা-মার রাত্রিকালীন কথাবার্তা ও আচরণের ইঙ্গিতে বাংলাদেশ উপন্যাস পাঠকের জন্য খানিকটা ভিন্নতা তৈরি করেছেন লেখক হুমায়ুন আহমেদ।।মধ্যবিত্ত এ পরিবারটি মানুষগুলোর দৈনিক ভালোলাগা-মন্দলাগা সবকিছু ইঙ্গিতে ইঙ্গিতে বা কখনও কখনও সামান্য বর্ণনা নিয়ে যখন উপস্থিত হতে থাকে তখন সাধারণ পাঠকের ভালো লাগে। সহজ-সরল উপস্থাপনের জন্য প্রথম উপন্যাসের মাধ্যমে যে জনপ্রিয়তা হুমায়ূন আহমেদ অর্জন করেছিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ধরে রাখতে পেরেছিলেন।'নন্দিত নরকে'তার প্রথম দিকের উপন্যাস হলেও সাহিত্যের বিচারে প্রশংসিত হয়েছিল এবং বিশেষজ্ঞদের মতে এটি তার শ্রেষ্ঠ রচনার দাবিদার। শেষের দিকে তরুণ প্রজন্ম ছিল তার সাহিত্যের প্রধান পাঠক। তার সৃষ্ট 'হিমু','রুপা', চরিত্র কাল্পনিক হলেও ছিল সর্বজন পরিচিত।তাছাড়া তার নাটক ও চলচ্চিত্র সব বয়সের সব শ্রেণীর মানুষের মন জয় করেছে।'নন্দিত নরকে' উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা কথাসাহিত্যের নতুন দ্বার উন্মোচন করেছিলেন।যার উত্তরসূরি হিসেবে উল্লেখযোগ্য আনিসুল হক ও ইমদাদুল হক মিলনের মত কথাসাহিত্যিকগন। _____________________ " নন্দিত নরকে" লেখকের নাম :- হুমায়ূন আহমেদ প্রথম প্রকাশ:-১৯৭২ প্রকাশক:- অন্যপ্রকাশ মূল্য :-১৫৮৳ ব্যক্তিগত' রেটিং:-৫.০০/৫.০০ __________________________
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
এ উপন্যাস টা এবং সিনেমাটা দুটোই হুমায়ুন আহমেদের হাতে। তাই সেখানে কিছু বলার অপেক্ষা রাখেনা❤️
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
Masterpiece
Was this review helpful to you?
or
যার প্রথম লেখা এত অসাধারণ হয়,তার বাকি লিখাগুলো কেমন হবে তা পাঠকদের আর আলাদাভবে বলতে হয় না??
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ নন্দিত নরকে। লেখকঃ হুমায়ূন আহমেদ মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয়, ছেলেদের আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। "নন্দিত নরকে, নিম্ন-মধ্যবৃত্ত পরিবার নিয়ে লেখা। এই মধ্যবৃত্ত পরিবারে মাত্র একজন উপার্জন কারি। পরিবারে একজন বেকার ছেলে আছে, নাম খোকা। পড়াশুনা শেষ করে একটি চাকরি করবে, সেই বেতনের টাকা দিয়ে, সবাইকে নিয়ে ঘুরতে যাবে, বোনের জন্য নীল-শাড়ি কিনে দিবে। পরিবারের সর্বকষ্ট দূর হবে, কত আশা তার মনে। এছাড়াও দু'বোন আছে, নাম-রাবেয়া, রুনু। রাবেয়া বুদ্ধিপ্রতিবন্ধী, সে আট-দশটি মেয়ের মতো স্বভাবিক নয়। সে ঘুরতে ভালোবাসে, সারাদিন এ-ই বাড়ি ও-ই বাড়ি, মাঠের পর মাঠ চুষে বেড়ান। হঠাৎ একদিন গর্ভবতী হয় রাবেয়া। এটা তার পরিবার মেনে নিতে পারেন নাই, তাই প্রসব করাতে গিয়ে মারা যায়। এছাড়াও তাদের সৎ ভাই, নাম মন্টু ও তার বাবার বন্ধু মাষ্টার কাকা, থাকেন তাদের সাথে। হঠাৎ একদিন মন্টু বটি দিয়ে মাষ্টার কাকাকে, কুপিয়ে হত্যা করে। খোকার সেই আশা পূরণ হয়েছে? রাবেয়া কিভাবে গর্ভবতী হলেন? মন্টু ক্যান মাষ্টারকে হত্যা করলেন জানতে হলে? পড়ুন নন্দিত নরকে। উপন্যাসটি একটি পারিবারিক কাহিনি অবলম্বনে করা হয়েছে। একজন মানসিক বিকারগ্রস্ত মেয়ের অবস্থা তুলে ধরে আমাদের বর্তমান সমাজ সম্পর্কে সজাগ করে দেয়। দূরের মানুষকে পরিবারের আপন করার পরেও যে আপন হতে পারে না। তা প্রকাশ পেয়েছে এবং তার প্রতি রাগ ক্ষোভ প্রকাশ পেয়েছে।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
nondito noroke is a 1972 novel by Humayun Ahmed, one of the most popular authors of Bangladesh. Humayun wrote this introductory novel in 1970 when he was an undergraduate student at Dhaka University. Ahmed Sharif wrote the introduction of the book. Ahmed Sharif told about Humayun Ahmed that a diamond is going to glow in the Bengali literature. We had not made any mistake thinking a diamond him. A theatrical play was implemented with the original book title in 1975. The play was held by 'Bahubachan'. nondito noroke was made into the 2006 film with the original book title, starring Ferdous Ahmed, Litu Anam, Abul Hayat, Dali Zahur, and so many leading actors. The film was directed by Belal Ahmed. The story is revolved around a family and a mentally sick girl. The climax raised up after the girl had raped. But what’s next? If you want to know, you should read ‘Nondito Noroke’.
Was this review helpful to you?
or
এক নিঃশ্বাসে শেষ হয়ে গেল বইটা।এটা যে হুমায়ূন আহমেদ এর প্রথম উপন্যাস সেটা পড়ার সময় একবারও মনে হয়নি।তবে শেষটা আর একটু দীর্ঘ হলে পাঠক হিসাবে খুশি হতাম।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে হলেও প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার। নন্দিত নরকে উপন্যাস টা গড়ে উঠেছে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে।বিশেষ করে ঐ পরিবারের একটা অবলা মেয়ে এবং ঐ পরিবারে থাকা একটা মাষ্টার কে নিয়ে মূল কাহানীর অবতারণা।তারপর গল্পটা পূর্ণতা পেয়েছে এ পরিবারের একটা সাহসী ছেলেকে নিয়ে।নি্ঃসন্দেহে উপন্যাস টি একটি মাষ্টার পিস উপন্যাস।
Was this review helpful to you?
or
একটানা মন্ত্রমুগ্ধের মত পড়ে গেলাম, গল্প জুড়ে করুণ হাহাকারের সুর-একটিবারও কাটা পড়েনি।চোখের জল আটকে রাখতে পারি নি। উফফফ.........................যাই হোক একটি নিম্নমধ্যবিত্ত পরিবার...তার নিত্য জীবনের আনন্দ, বৈচিত্র্য, সুখ, গ্লানি, হতাশা, দু:খ, বঞ্চনা ইত্যাদির সমন্বয়ে এক অপূর্ব উপাখ্যান। খুবই ছোট পরিসরে আবেগকে ছুঁয়ে যাওয়ার মত একটি কাহিনী সৃষ্টি করেছেন হুমায়ূন স্যার.....জীবনটা খুবই অল্প সময়ের। কিন্তু এই অল্প সময়েই জীবনে ঘটে যায় মনে দাগ কাটার মত অনেক ঘটনা। অপূর্ণ রয়ে যায় মনের কোণে লুকিয়ে থাকা কিছু সুপ্ত বাসনা। শুন্যতার সাগরে ডুবে যায় কিছু ইচ্ছা। স্মৃতি-সে সুখেরই হোক, বেদনারই হোক–সব সময়ই করুণ
Was this review helpful to you?
or
প্রথমে প্রকাশ হলেও বইটি হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস নয়, দ্বিতীয় উপন্যাস। কিন্তু পড়ার পর কে বলবে সে কথা! এত পরিপক্ব তার লেখনী। গভীরভাবে পাঠককে মুগ্ধ করে দেয়া বইটি হুমায়ূন আহমেদের জীবনের সবচেয়ে সেরা বইগুলোর তালিকার প্রথম দিকেই থাকবে নিসন্দেহে। আপনি লেখকের ভক্ত না হলেও বইটি পড়লে এর ভক্ত হয়ে যাবেন নিশ্চিত!
Was this review helpful to you?
or
উপন্যাসের গল্প কথক হুমায়ূন, ডাকনাম খোকা। তারই পরিবারের গল্প এটি। পরিবারের সদস্য ভাই-বোনদের মধ্যে রয়েছে অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , ছোট বোন রুনু, বাবা আর মা, বাবার বন্ধু মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । এছাড়াও প্রতিবেশী শিলু, হারুন ভাই ও নাহার ভাবীর দেখা পাই আমরা। গল্পে মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র বলে কাউকে শনাক্ত করা কঠিন। তবে মূলত গল্পটি কেন্দ্রীভূত হয়েছে রাবেয়াকে ঘিরে। চৈত্র মাসের এক দুপুরে হারিয়ে যায় বাইশ বছর বয়সী অপ্রকৃতস্থ রাবেয়া। একসময় খোঁজ মেলে তাঁর। এর কিছুদিন পর রাবেয়ার শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হয়। সন্তান সম্ভবা হয়ে ওঠে রাবেয়া। মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় বাবা। একসময় গর্ভপাত ঘটাকে গিয়ে মারা যায় সে। ওদিকে মন্টুর হাতে খুন হয় মাস্টার কাকা। বিচারে ফাঁসির আদেশ হয় তাঁর। কিন্তু কেন? মধ্যবিত্ত পরিবারের গল্পগুলো এমনই। এখানে পাশের বাড়ির শীলু'র প্রতি খোকার মত ছেলেদের ভালোবাসা গোপনই থেকে যায়। এখানে মায়েরা ছেলের ঘরে সুন্দরী,লক্ষ্মী বউয়ের স্বপ্ন দেখে। এখানে রুনু'র মত বোনেরা ভাইয়ের কাছে আবদার করে, প্রথম বেতন পেলে তাকে যেন দশটি টাকা দেয়। রুনু'র মত বোনগুলোর লেখা কবিতাগুলো গোপন থাকে পরম যত্নে। এখানে ভাইয়েরা স্বপ্ন দেখে প্রথম বেতন পেলে আদরের বোনটিকে সবুজ জমিনের উপর সাদা পাড়ের শাড়ি কিনে দেওয়ার। মধ্যবিত্ত জীবনে ভাইয়েরা কষ্ট হলেও ছোট বোনের আবদার পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু মাঝেমাঝে কোন এক ঝড়ো হাওয়ায় সে স্বপ্নগুলো হারিয়ে যায়। ভরা জ্যোৎস্না ম্লান হয়ে আসে। তারপর আবার স্বপ্ন বুনে, জীবনের পথে এগিয়ে চলে। বইটি সম্পর্কেও হয়তো কিছুই বলতে পারিনি। তবে একটা কথা নির্দ্বিধায় বলতে পারি, হুমায়ূন আহমেদ এর অন্যতম সেরা সাহিত্যকর্ম এটি। একটি অনবদ্য, অপূর্ব, হৃদয়ছোঁয়া গল্প।
Was this review helpful to you?
or
এই বইটা অনেকেই আগে পড়ে ফেলেছেন জানা কথা। কিন্তু পরে পড়েও আমার অনেক ভালো লেগেছে। চমৎকার দুই ঘন্টা সময় কেটেছে হুমায়ূন সাহিত্য নিয়ে। বইটা পড়ে মন খারাপ হয়েছে বলাই বাহুল্য। নিম্নমধ্যবিত্ত প্লটে হুমায়ূন আহমেদ বেশিরভাগ উপন্যাস লিখেছেন কিন্তু প্রতিটাই আলাদা কাহিনি আর গল্পে নিজস্বতা ধরে রেখেছে। রাবেয়ার পরিণতিতে খারাপ লেগেছে। বইয়ের একটা চরিত্রের উপর খুব রাগ লেগেছে আর বাকিদের কথা নাইবা বললাম! পরিশেষে একটা কথাই বলব, প্রবল বেদনার মাঝেও সূক্ষ্ম ভালোলাগার আবেশ ছিল। আর একটা ব্যাপার বুঝলাম, কিছু মানুষ কখনোই মুখে ভালোবাসি বলে না, তাঁরা সময় সুযোগ পেলেই তা প্রমাণ করে দেয়। পড়ে মনেই হয়নি এটা হুমায়ূন আহমেদের প্রথম লেখা উপন্যাস ছিল! হ্যাপি রিডিং।
Was this review helpful to you?
or
It's an important book to gather knowledge.
Was this review helpful to you?
or
I think It's the master piece of Sir Humayun Ahmed. He wrote this novel with a very simple life full of pains. Just made me cry, not outerly but inside. It should give a great touch on anyones mind. Gives a real meaning of life. By reading it one can be very thoughtful about their life. So read it and know about life
Was this review helpful to you?
or
Nandito Noroke is the first novel of famous Bangladeshi novelist Humayun Ahmed. It is also not first novel of the author. There is no horror nor comedy in this book, but there is a story that will make you sit down and read the book from the beginning to the end after reading the first paragraph. I must say the Montu character influenced me a lot.
Was this review helpful to you?
or
আসলেই জীবন এমন। দুঃখেই মানুষের সুখ বিরাজমান।
Was this review helpful to you?
or
Humayun Ahmad's first novle is one of the most interesting books I have ever read.The thinking capacity of Humayun sir is really lighted up in the novel.The idea of a life of disabled girl was very unique those days.Above all it really moved my heart.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এক কথায় অনবদ্য।
Was this review helpful to you?
or
দারুন একটা বই
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ
Was this review helpful to you?
or
বই: নন্দিত নরকে জনরা: সামাজিক উপন্যাস লেখক: হুমায়ূন আহমেদ প্রকাশনী: অন্যপ্রকাশ প্রকাশ কাল: অন্যপ্রকাশ সংস্করণ বইমেলা ২০০৯ পৃষ্ঠা: ৭৮ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী মুদ্রিত মূল্য: ১০০ কাহিনী সংক্ষেপ: গ্রাম্য প্রেক্ষাপটে এক নিম্নবিত্ত পরিবারের কাহিনী নন্দিত নরকে। উত্তম পুরুষে খোকার বয়ানে লেখক গল্পটা বলেছেন। আর্থিক টানাপোড়ন আর নির্মল ভালোবাসার মধ্য দিয়ে চলে খোকাদের সংসার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা। মাস্টার্স পড়ুয়া খোকা নিজের একটা চাকরির অভাবে শামুকের মত যেন খোলস গুটিয়ে থাকে। বছর খানেকের বড় বোন রাবেয়া কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী পাড়ার বখাটে ছেলেদের নোংরা কথার মর্ম না বুঝে যে খিলখিল করে হাসে। সমস্ত দিনের কথা খোকা আর ছোট বোন রুনুকে নির্দ্বিধায় বলে যায়। কিশোরী রুনু ভাইয়ের সামনে সেসব অশ্লীল কথা শুনে লজ্জায় মাথা নুইয়ে চলে যায়। পৃথিবী নামক নরকে রাবেয়ার মত সহজ সরল মানসিক প্রতিবন্ধী পরিবারের কাছে গৃহীত হলেও সমাজের চোখে কেবল মাংসপিণ্ড। খোকাদের পরিবারে আরো একজন থাকে বাবার বন্ধু, মাস্টার কাকা। ছোটভাই মন্টুর সাথে একঘরে থাকে আর তাদের পড়ায়। অভাবের সাথে পাঞ্জা লড়েও তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন আবিস্কার করল রাবেয়ার গর্ভবতী! সমাজ সংস্কারের ভয়ে নিজেদের ঘরে বসেই গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চুপচাপ রাবেয়া পৃথিবী নামক নরককে বিদায় জানায়। অদ্ভুত কিছু রহস্যাবৃত কারনে মাস্টার কাকাকে খুনের দায়ে ফাসি হয় কিছুটা রাগী আর অনেকটা সাহসী ছেলে মন্টুর। কে করেছিল রাবেয়ার সর্বনাশ, মন্টুই বা কেন মাস্টার কাকাকে খুন করে? তবে কী মাস্টার কাকাই....!!! নিজস্ব মতামত : দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য এ কথাটা মাথায় রেখেই হয়ত মন্টু মাস্টার কাকাকে খুন করে ফেলে। কাকার সাথে এক রুমে থাকার কারনে হয়ত কিছুটা আঁচ করতে পারে মন্টু যা পরিবারের অন্যকেউ পারে না। সত্তরের দশকে লেখা নন্দিত নরকে এখনকার সমাজটাকে যেন আরো প্রকটভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কতটা হিংস্র এ সমাজ মেয়ে জাতির জন্য তার উপর বুদ্ধিপ্রতিবন্ধী হলে তো কথাই নাই। মেয়ে মানেই যেন একদলা মাংসপিন্ড। যার প্রতি লালসায় ভুলে যায় মানুষ তার মনুষত্যবোধ। পশুর মতো ছিড়ে খায় মাংস। সুন্দর এ পৃথিবীতে জন্মটা যেখানে আনন্দের সেখানে পাগলী মা হয় কিন্তু বাবা হয় না কেউ।
Was this review helpful to you?
or
মন ভালো করার একটি বই!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। না পড়লে বুঝতে পারবেন না।
Was this review helpful to you?
or
osadharoon
Was this review helpful to you?
or
sad story valo lagche khub
Was this review helpful to you?
or
আমার ভীষণ পছন্দের একটি বই। কতবার যে আমি পড়েছি তা গুনে রাখিনি।
Was this review helpful to you?
or
and thus a legend was born
Was this review helpful to you?
or
বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস হলো "নন্দিত নরকে" । উপন্যাসটিতে একটি নিম্নবিত্ত পরিবারের সামাজিক সংগ্রাম ফুটে উঠেছে । একটা পরিবারে যখন কোন একজন সদস্যের কোন বিপদ হয় তখন গোটা পরিবারটিকে যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তার এক জলন্ত চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে।
Was this review helpful to you?
or
খুবই সাবলীল ও সাধারণ ভাষায় অসাধারণ এক জীবনের গল্প শুনিয়েছেন হুমায়ূন আহমেদ। নন্দিত নরকের সবচেয়ে বড় সাফল্য হলো এটা পড়া শেষ করার পর পাঠকের এক অদ্ভূত অনুভূতি হবে - সেই অনুভূতিতে তৃপ্তিও থাকবে আবার অতৃপ্তিও যেন গলা দিয়ে কান্না হয়ে বের হয়ে আসতে চাইবে। কোন spoiler দিচ্ছি না।
Was this review helpful to you?
or
হুমায়‚ন আহমেদের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাঙালির সম্পর্কে ধারণা সুস্পষ্ট। তিনি তাঁর সামগ্রিক লেখনীতেই তা উপস্থাপন করেছেন। বলা যায়, বাঙালির এ শ্রেণির চাওয়া-পাওয়ার জায়গা থেকেই তিনি সৃষ্টি করতে সক্ষম হন- ‘নন্দিত নরকে’। পারিবারকে আর্থ-সামাজিকতার কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি এ উপন্যাসের পরিমার্জিত একটি পরিপ‚র্ণ চিত্র অঙ্কন করতে সার্থক হন। ড. আহমদ শরীফ বইটির ভ‚মিকায় লেখেন- “মাসিক মুখপত্রে’র প্রথম বর্ষের তৃতীয় সংখ্যায় গল্পের নাম ‘নন্দিত নরকে’ দেখেই আকৃষ্ট হয়েছিলাম। কেননা ঐ নামের মধ্যেই যেন একটি নতুন জীবনদৃষ্টি, একটি অভিনব রুচি, চেনতার একটি নতুন আকাশ উঁকি দিচ্ছিল। লেখক তো বটেই, তাঁর নামটিও ছিল আমার সম্প‚র্ণ অপরিচিতি। তবু পড়তে শুরু করলাম ঐ নামের মোহেই। পড়ে আমি অভিভ‚ত হলাম। গল্পে সবিস্ময়ে প্রত্যক্ষ করেছি একজন সূ²দর্শী শিল্পীর; একজন কুশলী স্রষ্টার পাকা হাত। বাঙলা সাহিত্যক্ষেত্রে এক সুনিপুণ শিল্পীর, এক দক্ষ রূপকারের এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম। জীবনের প্রাত্যহিকতার ও তুচ্ছতার মধ্যেই যে ভিন্নমুখী প্রকৃতি ও প্রবৃত্তির জটাজটিল জীবনকাব্য তার মাধুর্য, তার ঐশ্বর্য, তার গ্লানি, তার দুর্বলতা, তার বঞ্চনা ও বিড়ম্বনা, তার শ‚ন্যতার যন্ত্রণা ও আনন্দিত স্বপ্ন নিয়ে কলেবরে ও বৈচিত্র্যে স্ফীত হতে থাকে, এত অল্প বয়সেও লেখক তাঁর চিন্তা-চেতনায় তা ধারণ করতে পেরেছেন দেখে মুগ্ধ ও বিস্মিত।... হুমায়‚ন আহমেদ বয়সে তরুণ, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবন-রসিক, স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকার। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব।” আহমদ শরীফের ভ‚মিকার ভেতর দিয়ে পরিপ‚র্ণ হুমায়‚নের অবস্থান নিখুঁতভাবে ফুটে ওঠে। উপন্যাসে লেখক যে সমাজের চিত্র অঙ্কন করেছেন, সেখানে তাঁর চরিত্রের বড় বড় চাওয়া নেই, তারা ছোট ছোট চাওয়াতেই তৃপ্ত। যেমন- একগ্ল্লাস দুধ, পুরান খাতা, ভাইয়ের ছোট হয়ে যাওয়া জামা, একটি ময়না পাখি। এভাবেই লেখক বিচিত্র ও মানবিক জীবনের মধ্যে যে ছাপ রয়েছে, তা পোক্ত হাতেই তার উপন্যাসে তুলে ধরেন। তিনি তাঁর ক্ষুদ্র পরিসরের জায়গাগুলো বৃহত্তর করতেও সক্ষম হন; অনেক চরিত্রের ভিড়ে। বলা যায়, এসব কারণেই হুমায়ূন আহমেদের নাম বাংলা সাহিত্যে স্বতন্ত্র ও বিশেষভাবে উল্লেখযোগ্য।
Was this review helpful to you?
or
আমার পড়া জীবনের প্রথম বই ছিল এটি।বইটি শেষ করতে করতেই চোখ দিয়ে অশ্রু ঝরে।এই বইয়ের হাত ধরেই বইয়ের জগতে আশা।হুমায়ুন স্যারের প্রতি এখান থেকেই ভাল লাগা শুরু।ওপারে ভাল থাকবেন স্যার।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ এর লেখা প্রথম উপন্যাস "শঙ্খনীল কারাগার " হলেও প্রথম প্রকাশিত উপন্যাস "নন্দিত নরকে"। হুমায়ূন অতি সূক্ষ্মভাবে একজন নিম্নমধ্যবিত্ত পরিবারের যুবকের চিন্তা, আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছেন। উপন্যাসের অনেক ঘটনা নিজের সাথে ঘটেছে বলেই বোধহয় আরো বেশি উপভোগ্য ছিল।
Was this review helpful to you?
or
ভূমিকাঃ নন্দিত নরকে একটি নিম্ন-মধ্যবৃত্ত পরিবারের গল্প। রাবেয়া, মন্টু, মাষ্টার কাকার গল্প। হুমায়ূন আহমেদের প্রথম বই অনেক আগ্রহের সাথে পড়া শুরু করি কিন্তু হতাশায় ডুবে যাই। যেহেতু হুমায়ূন আহমেদের প্রতি টান আছে এবং বইয়ের অনেক প্রশংসা শুনেছি তাই হতাশা দমাতে পারেনি। হয়ত গম্ভীর কিছু বলার আগে ভূমিকা বলা আবশ্যক। পড়া শেষে নন্দিত নরকে আমাকে এতোই মুগ্ধ করেছে যে আমার মত অলসকে রিভিউ লেখতে বাধ্য করেছে। কাহিনীঃ পুরো উপন্যাস জুরে আছে খোকার গল্প, তার শিলুর প্রতি আর্কষন, তার পরিবারে সবার প্রতি কর্তব্য, বাবেয়া, মন্টু,রুনু, মাষ্টার কাকা, বাবা, মা নিয়েই তার পরিবার। একটা কুকুর ছিল পলা সে হারিয়ে যায়। পাগল যুবতি মেয়ে বারেয়া, তাকে ঘিরেই কাহিনী। যুবতি হলেও স্বভাবে ছেলেমানুষ এখনও সে পাড়ার বাসায় বাসায় ঘুরে বেড়ায় সন্ধ্যার আগে বাসায় ফিরে আসে। পাড়ার সবাই রাবেয়ার আত্মীয়, সবাইকে মামা, চাচা, আপু, দাদি বলে ডাকে। একদিন রাবেয়া হারিয়ে যায় মূলত এইখান থেকেই গল্পের শুরু। মন্টু চুপচাপ স্বভাবের ছেলে, কারো সাথে তেমন মিশে না, ভীষণ সাহসি, রাগী। তার হাতে খুন একটা হয়ে যায়। খুনের কারনটা রাবেয়ার হারায় যাওয়ার সাথে হয়ত সম্পর্কিত। হয়ত মন্টু তার পুরানো কোনো খোব মিটিয়েছে।
Was this review helpful to you?
or
বইঃ নন্দিত নরকে লেখকঃ হুমায়ুন আহমেদ প্রকাশনীঃ অন্যপ্রকাশ প্রথম প্রকাশঃ ১৯৭২ পৃষ্ঠাঃ ৮০ মুল্যঃ ১৮০৳ প্রচ্ছদঃ কাইয়ুম চৌধুরী কাহিনী সংক্ষেপঃ “নন্দিত নরকে”। এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস ......... এক নিম্ন-মধ্যবিত্ত পরিবার............ খোকা নিজের ভাষায় তার জীবনের গল্প বলে যায়, তার পরিবারে আছে বাবা-মা, কলেজ পড়ুয়া ভাই মন্টু, ছোটবোন তের বছরের রুনু, অপ্রকৃতস্থ বাইশ বছরের বোন রাবেয়া। আছেন বাবার বন্ধু মাস্টার কাকা, আকন্দ খোকা এম.এস.সি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, একটা ভাল চাকুরীর আশায় , সে ভালবাসে শিলু কে..শিলু তাদেরই প্রতিবেশি. ......... গল্পে আরো আছেন হারুন ভাই, নাহার ভাবী............।। একদিন সন্তানসম্ভবা হয়ে পড়ে রাবেয়া! কোন মানুষরূপী নরপিশাচ তার লালসা চরিতার্থ করেছে............কে সে?.........। একদিন খুন হয় মাস্টার কাকা, কে খুন করল তাকে???? নানা অলি গলি পেরিয়ে কাহিনী শেষ ষ্টেশনে এসে থামে একদিন। একদিন ভোর হয়ে আসে,ম্লান জ্যোৎস্না থাকেনা, আচ্ছা জ্যোৎস্না কি ম্লান হয়?? পাঠ প্রতিক্রিয়াঃ গল্পটা আজ থেকে ৪৫ বছর আগের, কিন্তু পড়লে মনে হবে এই বোধহয় বছর ক’য়েক আগের লেখা...............। গল্প নিয়ে কিছু বলার নাই আসলে, পড়ে মন খারাপ হয়ে যায়, স্বাভাবিক সেটা। আসলে আমাদের দেশে কত মন্টু আছে যে নিজের পরিবারের জন্য অন্তপ্রাণ, কত খোকা আছে..................।। শুধু রাবেয়া না কত মেয়ে মানুষরূপী নরপিশাচের লালসার স্বীকার তা কেউ জানিনা।। খুব ছোট্ট গল্প নয় আবার খুব বড় কলেবরেও নয়, ছিমছাম গল্প শুরু আছে- শেষ আছে । বইটা ভাল লেগেছে এককথায়, এটা নিয়ে সিনেমা আছে, সিনেমার কাহিনী খুব বেশি বদল হয়নি............।। কিন্তু মনে হয়েছে শেষ টা অন্যরকম হলেও হতে পারত......। কেন হলনা?? রেটিংঃ ৫/৫
Was this review helpful to you?
or
’নন্দিত নরকে’র গল্পে পরিবারের সদস্য ভাই-বোনদের মধ্যে রয়েছে অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , ছোট বোন রুনু, বাবা আর মা, বাবার বন্ধু মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । মেয়েটি হঠাৎ অবিবাহীত অবস্থায় সন্তানসম্ভবা হয়ে পড়লে পরিবারটি বিপদে পড়ে যায়। গর্ভপাত ঘটাতে গিয়ে মেয়েটি মারা যায়। অপরদিকে তার এক ভাই তাদের পরিবারে আশ্রীত এক লোককে মেয়েটির মৃত্যুর জন্য দায়ী মনে করে খুন করে বসে এবং তার ফাঁসি হয়ে যায়। এই সঙ্কটের মধ্যে দিয়ে একটি পরিবার এগিয়ে যেতে থাকে ।বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত অধ্যাপক আহমদ শরীফ স্বতঃপ্রণোদিত হয়ে এ উপন্যাসের একটি ভূমিকা লিখে দিয়েছিলেন। তিনি লেখেন, “জীবনের প্রাত্যহিকতার ও তুচ্ছতার মধ্যেই যে ভিন্নমুখী প্রকৃতি ও প্রবৃত্তির জটাজটিল জীবনকাব্য তার মাধুর্য, তার ঐশ্বর্য, তার গ্লানি, তার দুর্বলতা, তার বঞ্চনা ও বিড়ম্বনা, তার শূন্যতার যন্ত্রণা ও আনন্দিত স্বপ্ন নিয়ে কলেবরে ও বৈচিত্র্যে স্ফীত হতে থাকে, এত অল্প বয়সেও লেখক তাঁর চিন্তা-চেতনায় তা ধারণ করতে পেরেছেন দেখে মুগ্ধ ও বিস্মিত। বিচিত্র বৈষয়িক ও বহুমুখী মানবিক সম্পর্কের মধ্যেই যে জীবনের সামগ্রিক স্বরূপ নিহিত, সে উপলব্ধিও লেখকের রয়েছে। তাই এ গল্পের ক্ষুদ্র পরিসরে অনেক মানুষের ভিড়, বহুজনের বিদ্যুৎ-দীপ্তি এবং খন্ড খন্ড চিত্রের সমাবেশ ঘটেছে। আপাতনিস্তরঙ্গ ঘরোয়া জীবনের বহুমুখী সম্পর্কের বর্ণালি কিন্তু অসংলগ্ন ও বিচিত্র আলেখ্যর মাধ্যমে লেখক বহুতে ঐক্যের সুষমা দান করেছেন। তাঁর দক্ষতা ঐ নৈপুণ্যেই নিহিত। বিড়ম্বিত জীবনে প্রীতি ও করুণার আশ্বাসই সম্বল।হুমায়ূন আহমেদ বয়সে তরুণ, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবন-রসিক, স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকার। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব। “এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলা চলচ্চিত্র ‘নন্দিত নরকে’।বেলাল আহমেদের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস, সুমনা সোমা, লিটু আনাম, খায়রুল আলম সবুজ, মনির খান শিমুল প্রমূখ।
Was this review helpful to you?
or
"নন্দিত নরকে" বইটি প্রথম পুরুষে লেখা । লেখক নিজেকে বেছে নেন উপন্যাসের কাহিনী কথক হিসেবে। নাম ও থাকে হুমায়ূন । বইটিতে কোন চরিত্রকেই প্রধান চরিত্র বলা যায় না , এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনসংগ্রাম , দুঃখ , কষ্ট , হাসি , কান্না, যৌনতা । গল্পে হুমায়ূনের সাথে থাকে তার অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , থাকে ছোট বোন রুনু ,থাকে বাবা আর মা। আর ও থাকে বাবার বন্ধু ওদের বাসায় আশ্রিত মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । একদিন রাবেয়া হারিয়ে যায় , ওকে খুঁজে বের করে আনেন মাস্টার কাকা। কিছুদিন পরেই সন্তানসম্ভবা হয় রাবেয়া। পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে , রাবেয়া বলতে পারে না । এই সঙ্কটের মধ্যে দিয়ে একটি পরিবার এগিয়ে যেতে থাকে । শেষে মন্টু মাস্টার কাকাকে খুন করে , কেন খুন করলো জানতে হলে অসাধারণ এই বইটি পড়ুন। জীবনের প্রাত্যহিকতার ও তুচ্ছতার মধ্যেই যে ভিন্নমুখী প্রকৃতি ও প্রবৃত্তির জটাজটিল জীবনকাব্য তার মাধুর্য, তার ঐশ্বর্য, তার গ্লানি, তার দুর্বলতা, তার বঞ্চনা ও বিড়ম্বনা, তার শূন্যতার যন্ত্রণা ও আনন্দিত স্বপ্ন নিয়ে কলেবরে ও বৈচিত্র্যে স্ফীত হতে থাকে, এত অল্প বয়সেও লেখক তাঁর চিন্তা-চেতনায় তা ধারণ করতে পেরেছেন দেখে মুগ্ধ ও বিস্মিত। বিচিত্র বৈষয়িক ও বহুমুখী মানবিক সম্পর্কের মধ্যেই যে জীবনের সামগ্রিক স্বরূপ নিহিত, সে উপলব্ধিও লেখকের রয়েছে। তাই এ গল্পের ক্ষুদ্র পরিসরে অনেক মানুষের ভিড়, বহুজনের বিদ্যুৎ-দীপ্তি এবং খন্ড খন্ড চিত্রের সমাবেশ ঘটেছে। আপাতনিস্তরঙ্গ ঘরোয়া জীবনের বহুমুখী সম্পর্কের বর্ণালি কিন্তু অসংলগ্ন ও বিচিত্র আলেখ্যর মাধ্যমে লেখক বহুতে ঐক্যের সুষমা দান করেছেন। তাঁর দক্ষতা ঐ নৈপুণ্যেই নিহিত। বিড়ম্বিত জীবনে প্রীতি ও করুণার আশ্বাসই সম্বল।
Was this review helpful to you?
or
নন্দিত নরকে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাস এর দ্বারাই মূলত তিনি তার সাহিত্যের জগতে আগমনি বার্তা দিয়েছিলেন। বইটির কেন্দ্রীয় চরিত্র রাবেয়া। মূলত তাকে ঘিরেই কাহিনীটা এগিয়েছে, আকর্ষণ টা মূলত সে-ই ছিলো। তার পরিবারের লোক সংখ্যা ছয়জন ছিলো, রাবেয়ার মা বাবা,রুনু, দাদা, মন্টু আর তার বাবার বন্ধু শফিক তথা মাস্টার কাকা। মাস্টার কাকার সাথে তাদের পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় ছিলো। রাবেয়া কিছুটা মানসিক বিকারগ্রস্ত থাকায় পাড়ায় সব ছেলেমেয়েদের সাথেই তার খাতির ছিলো। অবাধ যাতায়াত ছিলো যেকোন খানে। এক সন্ধ্যায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অবশেষে মাস্টার কাকা তাকে খোঁজে আনেন, এবং বলে যে সে নাকি তার স্কুলের পাশে গিয়েছিলো। বিপত্তি টা বাঁধে তখন যখন রাবেয়ার প্রেগনেন্সি ধরা পড়ে। এক সময় রাবেয়ার করুণ মৃত্যু অতঃপর আকস্মাক মন্টু কতৃক মাস্টার কাকাকে হত্যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মন্টুকে বার বার আদালতে জেরা করার পর ও স্পষ্ট কিছু উল্লেখ না করলেও পাঠক মাত্রই বুঝে যাবে যে রাবেয়ার করুণ পরিণতির পিছনে অবশ্যই মাস্টার কাকার হাত রয়েছে। মন্টুর ফাঁসি হওয়ার ব্যাপার টা দুঃখজনক লেগেছে।
Was this review helpful to you?
or
নাম: নন্দিত নরকে লেখক: হুমায়ুন আহমেদ(১৯৪৮-২০১২) প্রকাশক: অন্যপ্রকাশ মূল্য: ১৮০৳ রেটিং-৪/৫ ভূমিকা: নন্দিত কথাসাহিত্যিক প্রথম প্রকাশিত উপন্যাস "নন্দিত নরকে"-যা তাঁকে তুলে দেয় জনপ্রিয়তার শেখরে।সহজ- সরল গল্প বলার ধরণ ও নিম্নবিত্ত মানবিক আবেদন ধর্মী এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আহমদ ছফার উদ্যোগে,অনেকটা স্বপ্রণোদিত হয়ে যার ভূমিকা লিখে দেন আহমদ শরীফ। সারসংক্ষেপ: উত্তম পুরুষে লেখা এই উপন্যাসের বলতে গেলে তেমন কোন মুখ্য চরিত্র নেই।বাবা-মা,৪ভাইবোনের সংসারের জীবন সংগ্রামই উপন্যাসের মূল বিষয়। ভাই-বোনদের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী সুন্দরী মেয়ে রাবেয়া বড়,তার এক বছরের ছোট গল্প কথক খোকা,খেয়ালি স্বভাবের মন্টু কথকের বাবার প্রথম পক্ষের সন্তান,আর পরিবারের সবচেয়ে ছোট কিশোরী রুনু।এছাড়াও পরিবারটির সাথে আরো থাকে ছেলে-মেয়েদের গৃহশিক্ষক মাস্টার। একদিন চৈত্র মাসের দুপুরে রাবেয়া হারিয়ে যায়,খুঁজে আনে মন্তু।সবাই নিশ্চিন্ত হয়।কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই রাবেয়া সন্তান-সম্ভবা হয়।মা,খোকা সবাই রাবেয়ার কাছে জানতে চায় দুর্ঘটনার কারণ কিন্তু মানসিক ভাবে অসুস্থ রাবেয়া কিছুই বলতে পারে না,বুঝতেও পারে না।বাবা তার বিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয় না।এর মধ্যে শারিরীক লক্ষণ ধরা পড়ে রাবেয়ার শরীরে এবং শেষে গর্ভপাত ঘটাতে গিয়ে মারা যায় সে। এই ঘটনায় মন্তু মাস্টারকে দায়ী করে ও কুপিয়ে মেরে ফেলে।আদালতের রায়ে ঠান্ডা মাথার খুনের অপরাধে মন্তুর ফাঁসি হয়। উপন্যাস শেষ হয় জেলেগেটের কাছে যেখানে খোকা আর বাবা মন্তুর লাশের জন্য অপেক্ষা করছিলেন। বইয়ের শেষ লাইনগুলো ছিল-"ভোর হয়ে আসছে।দেখলাম চাঁদ ডুবে গেছে।বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই।" উপন্যাসের মধ্যে লেখক খোকার মধ্যে ধনী প্রতিবেশী মেয়ে শীলুর জন্য আবেগের ঘটা দেখিয়েছেন অাবার শীলুর ভাই হারুনের রাবেয়ার প্রতি মোহাক্রান্ত ভালোবাসা দেখিয়েছেন যা নিম্নবিত্ত পরিবারের বিলাসিতা হিসেবে চাপা পড়া দেখিয়েছেন।মোটকথা,পুরো উপন্যাসটিই নিম্নবিত্ত পরিবারের দুঃখ-কষ্টের বর্ণন। পাঠ প্রতিক্রিয়াঃ নরক যেখানে নন্দিত।নামটিই উপন্যাস পড়ার আগ্রহ জাগাতে ভূমিকা পালন করেছে। এককথায়,লেখকের শ্রেষ্ঠ উপন্যাস এটি।সাবলীল ভাষায় বাইরের দুনিয়ায় মেয়েরা কতটা অনিরাপদ তা লেখক ফুটিয়ে তুলেছেন।একজন বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের এই করুণ পরিণতি আমাদের চারপাশ সম্পর্কে সজাগ করতে অনেকাংশে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
অপূর্ব একটি উপন্যাস। লেখক একটি বাঙালি নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প বলেছেন। হাসি, কান্না, আনন্দ, দুঃখ, ভালোবাসা সবই রয়েছে। লেখক, তার দুই বোন, তার বাবা ও মাকে নিয়ে তাদের পরিবার। সাথে থাকে মাস্টার কাকা ও বাবা-মা হারানো মন্টু। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়ে গড়ে ওঠা এই উপন্যাসটির সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে এটি পাঠকের মনে দাগ কাটতে সক্ষম হবে।চরিত্রবিন্যাস ও লেখনীর ধরণ সাধারণ। লেখকের বড় বোন রাবেয়ার অপ্রকৃতিস্থতার সু্যোগ নেয় কেউ। উপন্যাসের সবচেয়ে বড় টুইস্টটি এখানেই। উপন্যাসের শেষটি অপূর্ব ট্র্যাজেডিক। আমাদের দেশের হাজারো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের খুঁজে পাওয়া যায় এই উপন্যাসটিতে। আবেগ, ভালোবাসা, শঙ্কা দিয়ে মোড়ানো উপন্যাসটি লেখকের অন্যতম শ্রেষ্ঠ রচনা। #রকমারি-হিমু_পরিবহন_রিভিউ_প্রতিযোগ-২০১৬
Was this review helpful to you?
or
হিমু পরিবহনের ঢাকার বইপড়ার প্রথম পাঠ্য। আমার মত অনেকেই থাকেন যারা অনেকের মাঝে কথা বলতে পারেন না। লিখতে গিয়ে মাথা খুলে যায়-যা বলতে চাই তা বলা যায়। তাই শুক্রবারে পাতা দেখে বলবার আশায় না থেকে লিখে ফেললাম। খুব সম্ববত নন্দিত নরকে হুমায়ূন আহমেদের প্রথম বই। বইটার প্রথম পাতা পড়লেই বোঝা যায় কেন-ছোটকালে আমাকে এটি পড়তে দেয়া হয়নি। হুমায়ূন আহমেদ এর সমসাময়িক বই পড়বার পর যদি কেউ এই বই পড়েন, তার কাছে বই এর ১০ পাতা পড়বার পর এই মনে হয় কাহিনী কি দাঁড়াবে তা ধরা পড়বে। সবচেয়ে অবলা মেয়ে রাবেয়া, অবশ্যই তার কিছু হবে, সবচেয়ে নির্লিপ্তভাবে তুলে ধরা হয়েছিল কাকার চরিত্রকে, সে হিমুর মত কিছু করবে নয়তো ধারনার বাইরে অপরাধ করবে। দুটো ধারনাই সঠিক। তবে তৎকালীন সময়ে পাঠকেরা যেখানে উপন্যাসে শিল্প শিল্প ঐতিহ্য ভাবতে খুজতে পাগল সেখানে এই উপন্যাস বলা যায়-অনেককেই কাদিয়েছে। হুমায়ূন আহমেদ এমনি। মধ্যবিত্ত দিন আনে দিন যায় পরিবার। ইট কাঠের দেয়ালে বাস করেও যেন আমরা সেই গ্রামের বাড়ীর জোছনার বর্ননার স্বাদ পাই। মধ্যবিত্তদের নিয়ে লেখার আলাদা একটা জনপ্রিয়তা আছে। কেউ নিজেকে গরীব ভাবতে চায় না। কেউ নিজেকে বড়লোক ভাবতে চায় না। যে গরীব সে ভাবে অন্তত একবেলা তো খেতে পারছি। আবার যে বড়লোক সে ভাবে মাত্র একটা মাজডা গাড়ী হল, কবে যে প্রাডো কিনবো। সেও তাই নিজেকে মধ্যবিত্ত ভাবে। সেও হয়তো কে এফ সিতে প্রতিদিন খেতে পারেনা। আমার যা মনে হয় আর কি। আচ্ছা মানুষ মারা গেলে কী আত্মা একঝাক কাক বেশে উড়ে যায়? নন্দিত নরকে দেখলাম, আগুনের পরশমনিতে শেষে একঝাক পাখি উড়ে যায়। হয়তো তা মুক্তির প্রতীক ।
Was this review helpful to you?
or
"নন্দিত নরকে" বইটি প্রথম পুরুষে লেখা । লেখক নিজেকে বেছে নেন উপন্যাসের কাহিনী কথক হিসেবে। নাম ও থাকে হুমায়ূন । বইটিতে কোন চরিত্রকেই প্রধান চরিত্র বলা যায় না , এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনসংগ্রাম , দুঃখ , কষ্ট , হাসি , কান্না, যৌনতা । গল্পে হুমায়ূনের সাথে থাকে তার অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , থাকে ছোট বোন রুনু ,থাকে বাবা আর মা। আর ও থাকে বাবার বন্ধু ওদের বাসায় আশ্রিত মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । একদিন রাবেয়া হারিয়ে যায় , ওকে খুঁজে বের করে আনেন মাস্টার কাকা। কিছুদিন পরেই সন্তানসম্ভবা হয় রাবেয়া। পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে , রাবেয়া বলতে পারে না । এই সঙ্কটের মধ্যে দিয়ে একটি পরিবার এগিয়ে যেতে থাকে । শেষে মন্টু মাস্টার কাকাকে খুন করে , কেন খুন করলো জানতে হলে অসাধারণ এই বইটি পড়ুন।
Was this review helpful to you?
or
বাংলাদেশের কথা সাহিত্যে প্রবাদ পুরুষ বলা যায় হুমায়ূন আহমেদকে সেই হুমায়ূন আহমেদ এর প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে । যদিও তার প্রথম লেখা উপন্যাস "শঙ্খনীল কারাগার" , কিন্তু পাঠকের কাছে তিনি প্রথম প্রকাশ করার জন্য বেছে নেন "নন্দিত নরকে" । এবং প্রকাশের পর পর ই সমালোচকদের নজরে আসেন তিনি । পান জনপ্রিয়তা। "নন্দিত নরকে" বইটি প্রথম পুরুষে লেখা । লেখক নিজেকে বেছে নেন উপন্যাসের কাহিনী কথক হিসেবে। নাম ও থাকে হুমায়ূন । বইটিতে কোন চরিত্রকেই প্রধান চরিত্র বলা যায় না , এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনসংগ্রাম , দুঃখ , কষ্ট , হাসি , কান্না, যৌনতা । গল্পে হুমায়ূনের সাথে থাকে তার অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , থাকে ছোট বোন রুনু ,থাকে বাবা আর মা। আর ও থাকে বাবার বন্ধু ওদের বাসায় আশ্রিত মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । একদিন রাবেয়া হারিয়ে যায় , ওকে খুঁজে বের করে আনেন মাস্টার কাকা। কিছুদিন পরেই সন্তানসম্ভবা হয় রাবেয়া। পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে , রাবেয়া বলতে পারে না । এই সঙ্কটের মধ্যে দিয়ে একটি পরিবার এগিয়ে যেতে থাকে । শেষে মন্টু মাস্টার কাকাকে খুন করে , কেন খুন করলো জানতে হলে অসাধারণ এই বইটি পড়ুন।
Was this review helpful to you?
or
যিনি জীবনের প্রথম উপন্যাস 'নন্দিত নরকের' মতো বাস্তবিক কাহিনী লিখে সিনেমা বানিয়ে হাজারো দর্শক কে কাঁদিয়ে ছেড়েছেন সেই তিনি যে কতটা সফল লেখক আর তিনি যে কিইই-না পারেন তা আর বলার অপেক্ষা রাখেনা।