User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এটা কোন ভ্রমন কাহিনীর বই নয়। বরং বলা যায় ভ্রমন গাইড। বইয়ের প্রতিটি তথ্যই নতুন ভ্রমন পিয়াসীদের জন্য গুরত্বপূর্ণ। ধন্যবাদ লিয়াকত হোসেন খোকন কে। একটি তথ্যবহুল ভ্রমন গাইড পাঠক সমাজকে উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ ভারত নেপাল ভুটান ভ্রমণ। লেখকঃ লিয়াকত হোসেন খোকন। পৃষ্ঠা সংখ্যাঃ ২১৯ প্রচ্ছদ শিল্পীঃ মাসুক হেলাল। প্রকাশকঃ আফজাল হোসেন, অনিন্দ্য প্রকাশ। সহস্রাব্দ ধরেই ভূ-ভারতে কালজয়ী মানুষের বসবাস। বিখ্যাত ব্যক্তিদের রেখে যাওয়া নিদর্শন ছড়িয়ে আছে সারা ভারত জুড়েই। অসংখ্য মন্দির, মসজিদ, রাজপ্রাসাদ, সমাধিসৌধ, মেমোরিয়াল, ইত্যাদি দর্শনীয় স্থাপনার দেখা মিলবে ভারতবর্ষে। এর সাথে যোগ করা যাক প্রাকৃতিক সৌন্দর্যের কথা। সাগর, দ্বীপ, পর্বতমালা, কোথাও বা বন-জঙ্গল, কিংবা কোথাও মরুভূমি- কি নেই ভারতে? প্রতিটি স্থানের আলাদা আলাদা রূপ। কতই না তার বৈচিত্র্য। একটি দেশ ভ্রমণ করে এতো রূপ ও ঋতু বৈচিত্র্য উপভোগ করতে পারা কম সৌভাগ্যের ব্যাপার নয়। এর সাথে যদি যোগ হয় ঐতিহ্যবাহী মন্দিরের দেশ হিমালয় কন্যা নেপাল, এবং বরফের ন্যায় শুভ্র শান্তির দেশ ভুটান, তাহলে তো আর কথাই নেই। কিন্তু শুধু পাসপোর্ট-ভিসা করে চলে গেলেই তো আর হবে না, তার জন্য চাই সঠিক দিক-নির্দেশনা। একটি ভ্রমণ গাইড অচেনা জায়গায় ভ্রমণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। লিয়াকত হোসেন খোকন রচিত ‘ ভারত নেপাল ভুটান ভ্রমণ’ বইটি সেই চাহিদা অনেকটাই পূরণ করবে। লেখক ভারতের সবকয়টি প্রদেশ ও নেপাল-ভুটান ভ্রমণ করে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির কথা উল্লেখ করেছেন বইটিতে। সাথে রয়েছে পর্যাপ্ত আলোকচিত্র। যদিও ছবিগুলোর কয়েকটিতে স্থাপনাগুলোর সাথে লেখকের ও তাঁর পরিবারের সদস্যদের ছবি থাকাটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। এছাড়াও সীমিত কলেবরে সবগুলো ভুক্তির যথেষ্ট বর্ণনা দেওয়া সম্ভব হয়নি। যেমন নেপাল ও ভুটানের জন্য খুবই কম জায়গা বরাদ্দ রাখা হয়েছে বইটিতে। তবুও বইটি ভ্রমণের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমার মনে হয়। তাই আপনিও ঘুরে আসতে পারেন ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগর, লাদাখ, জয়সলমীর, কামরূপ কামাক্ষ্যা, নাগাল্যান্ড, আন্দামান-নিকবোর, রাজস্থানের মরুভূমি অথবা আসামের জঙ্গল। কিংবা ঘুরে দেখতে পারেন ভারত, নেপাল, অথবা ভুটানের ঐতিহ্যবাহী শহরগুলোর স্মৃতিময় স্থাপনাগুলো। শুধু কথা একটাই, বেরুবার আগে অন্যান্য জিনিসপত্রের সাথে বইটি নিতে ভুলবেন না যেন।