User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি নিয়ে খুব আশাবাদি ছিলাম।কিন্তু হতাশ হয়েছি।মিসরীইয় সভ্যতা নিয়ে প্রাথমিক ধারণা প্রাপ্ত বই এইটি।ক্লাস ৪-৫ এর ছেলেমেয়েদের জন্য পার্ফেক্ট।আপনি যদি আরো ভালোভাবে মিসরীয় সভ্যতা জানতে চান তাহলে এটি আপনা র জন্য না।এর দাম খুবই বেশি। এই টাকায় এই বই না কেনাই শ্রেয়।
Was this review helpful to you?
or
Very nice.
Was this review helpful to you?
or
সুন্দর ছবি এবং সহজ ও সাবলীল বর্ণনাভঙ্গী বইটিকে আকর্ষণীয় করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত সুন্দর বইটি ভুল তথ্যে ভরপুর। খুবই হতাশ হলাম।
Was this review helpful to you?
or
Short, simple and good
Was this review helpful to you?
or
এখানে কেনা যায় না
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো। দামের দিকেও সাধ্যের মধ্যে। বইটি পড়ে ইতিহাস সংস্কৃতিএবং মিশর সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই বইটি প্রাচীন মিশরের স্মারক বহন করে। প্রাচীন মিশরের জনপদ ও রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানা যায় এই বইটি পড়ে। এই বইটি আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধিতে এবং মিশর সম্পর্কে জানতে আমাদের আগ্রহী করে তুলবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
মিশর হল ইতিহাস এর সবচেয়ে রহস্যময় সভ্যতা। এর ইতহাস অনেক সমৃদ্ধ ও প্রাচীন। বিশেষ করে পিরামিড অনেক রহস্যময়। এই বইটিতে প্রাচীন মিশরের ইতিহাস, সভ্যতা খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার ফলে সবাই মিশরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল বিষয় সহজ ও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুতরাং এই বইটি পড়লে আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা সমৃদ্ধ হবে আর এই রোমাঞ্চকর ইতিহাস আমাদের অনেক কিছু শেখাবে।
Was this review helpful to you?
or
তারাস বুলবা খুব ভালো একটি বই। প্রাচীন সভ্যতা সিরিজ বইগুলো কিশোরদের জন্য ভালো
Was this review helpful to you?
or
প্রথমত আমার কাছে মনে হয়েছে বইটি ৪র্থ থেকে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য। বইটি ছবি সম্বলিত প্রাথমিক ধারনার বই। বইটির মূল্য বেশি মনে হয়েছে আমার কাছে।
Was this review helpful to you?
or
খুব বাজে। আমার টাকা গুলো নষ্ট
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ মিসর, মেসোপটেমিয়া, পারস্য ও অন্যান্য, প্রাচীন ভারত, চীন, হিব্রু ও প্রাচীন ইউরোপ, গ্রিস, রোম। লেখকঃ ড. এ কে এম শাহনাওয়াজ। পৃষ্ঠা সংখ্যাঃ প্রতিটি ৩১ পৃষ্ঠা করে আটটি পৃথক খণ্ড। প্রচ্ছদ শিল্পীঃ কাইয়ুম চৌধুরী। প্রকাশকঃ প্রথমা প্রকাশন। প্রাচীন সভ্যতার ৮ টি লীলাভূমি- মিসর, মেসোপটেমিয়া, পারস্য ও অন্যান্য, প্রাচীন ভারত, চীন, হিব্রু ও প্রাচীন ইউরোপ, গ্রিস ও রোম। সম্পদের স্বল্পতা এবং প্রযুক্তির অনগ্রসরতার সেই যুগেই মানুষ জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, স্থাপত্য, ইত্যাদি ক্ষেত্রে যে কতটা উন্নতি করেছিল তা ভাবলেও অবাক হতে হয়। ইজিয়ান সভ্যতার মধ্য দিয়ে ইউরোপে নগরসভ্যতার বিকাশ, এরপর স্পার্টা ও এথেন্স সভ্যতার মাধ্যমে গ্রীক নগর রাষ্ট্রের আত্মপ্রকাশ, রোমান সভ্যতার চোখ ধাঁধানো জৌলুশ, প্রাচীন ভারত, চীন, ইত্যাদি অঞ্চলে সভ্যতার বীজ বপন ও উন্মেষ, 'নীল নদের দান' মিসরের নিদর্শন-বিশ্বসপ্তাশ্চর্যের অন্যতম আকাশ্চুম্বী পিরামিড, রহস্যঘেরা মমি, বিস্ময়কর মূর্তি স্ফিংস, হায়ারোগ্লিফিক নামের চিত্রলিপি, স্বর্ণোজ্জ্বল মেসোপটেমিয়ার সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা, ভাস্কর্য ও চিত্রকলায় উন্নত পারস্য সভ্যতা - কত যে বিস্ময়ে ঘেরা এসকল সভ্যতার কাহিনী, তা না পড়লে বোঝা যাবেনা। বস্তুত শিক্ষাজীবনের শুরু থেকেই বিশ্বসভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা থাকা জরুরী। এর মাধ্যমে নিজেকে ও বিশ্বকে জানার আগ্রহ বেড়ে যায়। এই আগ্রহ তৈরির জন্য সহজ ও সাবলীল ভাষায় এবং ছবির মাধ্যমে বিশ্বসভ্যতার প্রতিনিধিত্বশীল আটটি সভ্যতা নিয়ে লেখা এই সংকলন। প্রাচীন সভ্যতা সিরিজ হিসেবে প্রকাশিত বইগুলো মোট আটটি খণ্ডে আলাদা ভাবে প্রকাশিত। ফটোপেপারে প্রকাশিত প্রতিটি বইয়ের মূল্য ১৫০ টাকা(কমিশন ছাড়া) করে। বইগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর চমৎকার ছবিগুলো যা পাঠককে সভ্যতার সেই সময়ের সাথে একাত্ম করে দিবে। বইগুলোর লেখক এ কে এম শাহনাওয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক। সুতরাং বইগুলোতে বর্ণীত তথ্যগুলো যথেষ্টই প্রত্নতাত্ত্বিক ইতিহাস সম্মত। আশা করা যায় বইগুলো সবাইকে নস্টালজিক করে তুলবে।