User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Intisar Alam Hasin

      21 Aug 2023 01:38 PM

      Was this review helpful to you?

      or

      “আংকল টমস কেবিন” আজ থেকে দেড়শ বছর আগে আমেরিকায় সাদা ও কালো চামড়ার মানুষের মধ্যকার বৈষম্য ও বিভেদ এবং সে সময়ের ক্রীতদাস প্রথা নিয়ে রচিত একটি কাহিনি। এ কাহিনীতে আমরা দেখতে পারি যে টম নামক একটি ক্রীতদাস অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবারে কাজ করত। সেখানে তার সাথে ছিল তার ক্রীতদাস পরিবার ও তার মালিকের আরো কিছু ক্রীতদাস। কিন্তু একদিন তার মালিক দেনায় পড়ে যান। অনিচ্ছাসত্ত্বেও তাঁকে টম ও ছোট একটি বাচ্চাকে বিক্রি করতে হয়। বাচ্চাটির মা বাচ্চাটিকে নিয়ে পালিয়ে গেলেও টম ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নতুন মালিকের সাথে চলে যায়। তবে তার প্রাক্তন মালিকপুত্র তা মানতে পারেনি। সে টমের কাছে অঙ্গীকার করে তাকে সে ফিরিয়ে আনবেই। এরপর বহুদিন চলে যায়, টমের কাছে তার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত ও প্রিয় স্বাধীনতার সুযোগ চলে আসে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! টমকে বরণ করতে হয় অমানবিক লাঞ্ছনা ও নির্যাতন। ধুঁকে ধুঁকে তার জীবন শেষ হয়ে গেলেও সে ঈশ্বরের পথ ছাড়ে না। কিন্তু এত নির্যাতন সহ্য করার পর কি সে তার পরিবারের কাছে ফিরতে পারে? কী হয় তার অন্তিম ভাগ্য? জানতে হলে পড়তে হবে এ কালজয়ী উপন্যাস।

      By Ambia Laju

      07 Oct 2022 09:23 PM

      Was this review helpful to you?

      or

      A nice book with a sad finishing!!!

      By Aminul Haque Himu

      08 Apr 2022 03:12 PM

      Was this review helpful to you?

      or

      সবার উপরে মানুষ সত্য

      By Khadiza tuz Zobaida

      14 Mar 2022 12:08 PM

      Was this review helpful to you?

      or

      ছোটবেলায় পড়া খুব প্রিয় একটা বই

      By Anoy Debnath

      07 Jan 2022 01:55 PM

      Was this review helpful to you?

      or

      This is a very fantastic book,I will suggest everyone to buy and read this,awesome story???!! The tom,eva story will give Smile in your Face,Sometime crying moments

      By Sanjida Akter Nadia

      15 Feb 2022 12:11 PM

      Was this review helpful to you?

      or

      ei boi er dam 1000 taka holeo thokben na

      By Md Rasel Hossain

      27 Oct 2019 09:10 PM

      Was this review helpful to you?

      or

      আঙ্কল টম’স কেবিন আমেরিকান ঔপন্যাসিকা হ্যারিয়েট বিচার স্টো’র এক অমর সাহিত্যকর্ম। তৎকালীন যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান দাসদের দুর্দশার দিকে ইঙ্গিত করে বইটি রচিত হয়েছিল। আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার জন্য অনেকেই এই বইটিকে দায়ী করে থাকেন। তেমনি গৃহযুদ্ধ শুরু হলে স্বয়ং প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনও বইটির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এটি একসময় দক্ষিণাঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল এবং ভ্যাটিকানেও প্রায় নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যুবক বয়সে বইটি লেনিনের পছন্দের থাকা সত্ত্বেও জারের রাশিয়ান আমলে নিষিদ্ধ ছিল। কেননা এসব অঞ্চলের রাষ্ট্র পরিচালকেরা তাদের অনৈতিক রাষ্ট্র পরিচালনায় বইটিকে হুমকিস্বরূপ মনে করেছিলেন। বিদ্রোহের উদ্রেককর এ বইয়ের মূল পটভূমি শুধু আমেরিকাই নয়, সমস্ত বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতার সঞ্চার করে এবং প্রতিবাদী হয়ে উঠার জন্য বিস্ময়কর মনোশক্তির যোগান দেয়। এজন্য অনেকে বইটিকে ‘Anti slavery tool’ হিসেবে আখ্যায়িত করতো।...যখন বইটি প্রকাশিত হয়েছিল, তখনকার সময়ে সে সমাজে বইটি পবিত্র বাইবেলের পরপরই দ্বিতীয় সর্বাধিক পঠিত বই হিসেবে বিবেচিত ছিল। আমার নিকট ভালোলাগার বইগুলোর মধ্যে অন্যতম।

      By Abdullah Allmamun

      14 Sep 2019 12:00 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই।

      By Shasoto Biswas

      28 Aug 2019 01:08 AM

      Was this review helpful to you?

      or

      জীবন দর্শনের এক অসাধারণ বই

      By Md Rezwan Rahad Ovi

      08 Dec 2019 08:27 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ার পর কান্না ধরে রাখতে পাইনি...

      By Huzzatul Islam Alif

      18 Oct 2019 09:02 AM

      Was this review helpful to you?

      or

      সাম্প্রতিক সময়ে পড়া বই গুলোর মধ্যে এই বইটির বিষয় বস্তু একটু ভিন্ন ধরনের। এই বইয়ের মূল উপজীব্য বিষয় হচ্ছে তৎকালীন আমেরিকার দাসপ্রথা। বইটি যখন প্রকাশ হয় তখন সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করে। বইটি না পড়লে বুঝতে পারবেন না ততকালীন সময়ে দাসদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছিল। দাসরাও যে মানুষ তা কখনো মনেই করা হয়নি। এই উপন্যাসের প্রধান চরিত্র আঙ্কল টম। টম হচ্ছে একজন নিগ্রো ক্রীতদাস। পৃথীবিতে যেমন নিষ্ঠুর মানুষ থাকে তেমনি থাকে কোমল মতি মানুষও। টম হলো সে কোমন মতি মানুষের উদাহারণ। সে চেয়েছিল ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে। এ জন্য তাকে কঠোর নির্যাতন সহ্য করতে হয়েছিল। নিষ্ঠুর মালিকের আঘাতে তাকে মৃত্যু বরণ করতে হয়। উপন্যাসে উঠে আসে দাসদের উপর তথাকথিত মালিকের পশুর মত নির্যাতন। তখন দাসদের নিজেদের বিয়ে করার মত অধিকার ছিলো না । ছিলনা মানিকের অনুমতি ব্যতিত কোথায় যাওয়ার অধিকার। তাদের পণ্যের মত ক্রয় বিক্রয় করা হতো। তাদেরকে দিয়ে অনেক নিষ্ঠুর কাজ করানো হত, কেউ তার প্রতিবাদ করতে পারতো না। কেউ যদি প্রতিবাদ করে তাকে সহ্য করতে হত কঠোর নির্যাতন। এই উপন্যাসের আর এক চরিত্র ইভা। যে চরিত্রটা আমার মনে দাগকাটে। অল্প বয়েসের মেয়ে ইভা যার আচরণ অন্য বাচ্চাদর মত ছিলো না। দাসদের উপর নির্যাতন তাকে খুব কষ্ট দিত । সে কখনো দাসদেরকে আলাদা ভাবে দেখতো না। দাসদেরকে সে খুব ভালোবাসতো। সে মনে করতো তাদেরকে নিষ্ঠুর আচরণ নয়, তাদের দরকার ভালোবাসা। ভালোবাসা দিয়ে পৃথীবির সব কিছু জয় করা সম্ভব। শেষে বলবো দাসদের জীবন নিয়ে চমৎকার একটি বই।

      By Waheed Ayon

      31 Aug 2017 09:00 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নাম - আঙ্কল টমস কেবিন লেখক - হ্যারিয়েট বিচার স্টো অনুবাদ - অসিত সরকার সম্পাদনা - তপন রুদ্র ধরণ - কিশোর ক্লাসিক প্রকাশক - আজকাল প্রকাশনী প্রকাশকাল - জুন ১৯৯৬(প্রথম) প্রচ্ছদ - সন্তোষ গুপ্ত পৃষ্ঠা সংখ্যা - ১৮৪ পৃষ্ঠা মূল্য - ১৪০ টাকা রিভিউ - বইটাতে মূলত দাসপ্রথা সম্পর্কে লেখা হয়েছে। বইটতে মুক্তির গান গাওয়া ও ঈশ্বরের পথে চলা 'টম চাচা' নামক এক কষ্টসহিষ্ণু নিগ্রো ক্রীতদাসের কথা বলা হয়েছে। খ্রিস্টান ধর্মের অনুসারী "টম" মৃত্যু পর্যন্ত ঈশ্বরের পথে মানুষকে ডেকেছেন। বলেছেন ন্যায়ের কথা। মানুষকে শিখিয়েছেন কেমন করে অন্য মানুষকে ভালোবাসতে হয়। এবং দাস প্রথা ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন তার মনিব শুধু দেহের মালিক। কিন্তু মনের মালিক ছিলেন মহান ঈশ্বর্। কেন্টাকি রাজ্যে টমের মনিবের নাম ছিলো মিস্টার শেলবি। তিনি টমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতার্। কিন্তু ধার-দেনা টমের স্বাধীনতায় কাল হয়ে দাড়ালো। মনিব তার প্রতিশ্রুতি ভুলে ধার-দেনায় বাধ্য হয়ে টমকে হ্যারি নামক একলোকের কাছে বিক্রি করে দেন। সুখের আশ্রয় ছেড়ে "টম"কে যেতে হয় অজানার পথে। হ্যারি ছিলো খারাপ ধরনের মনিব। তিনি ক্রীতদাস-দাসীদের অনেক অত্যাচার করতেন। কিন্তু "টম"এর ভাগ্য ভালো। তাকে বেশিদিন এই অত্যাচার সহ্য করতে হয় নি। কিছু দিন পরেই হ্যারি "টম"কে মিস্টার সেন্ট ক্লেয়ার নামক আরেক জনের কাছে বিক্রি করে দেয়। টমের সততায় মুগ্ধ হয়ে মিস্টার ক্লেয়ার টমকে তার খামার বাড়িসহ প্রায় সব ব্যবসায়ীক কাজের দেখাশোনার দায়িত্ব দেন। প্রতিশ্রুতি দেন কয়েক বছর পর তাকে মুক্ত করে দিবেন। টম সবসময় স্বাধীনতার স্বপ্ন দেখেন। দেখেন স্ত্রী-সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার স্বপ্ন। কিন্তু ঈশ্বর তার ভাগ্যে এই জাগতিক মুক্তি রাখেন নি। তাহলে কি মিস্টার সেন্ট ক্লেয়ারও মিস্টার শেলবির মতো তার প্রতিশ্রুতি রাখতে পারেন নি? বিভিন্ন জনের কাছে বিক্রি হতে হতে একজন নিষ্ঠুর মনিবের হাতে পড়ে যায় টম। নাম মিস্টার সাইমন লেগ্রি। মিস্টার লেগ্রি টমের ধার্মিক আচরণ পছন্দ করেন না। পছন্দ করেন না টমের নিয়মিত বাইবেল পড়া। এমন নিষ্ঠুর ব্যক্তিও টমের সততায় মুগ্ধ হয়ে তার খামার বাড়ি সম্পূর্ণ দায়িত্ব টমকে দিতে চায়। কিন্তু শর্ত একটাই? কি ছিলো সেই শর্ত? তাহলে কি টম তার স্বপ্নের স্বাধীনতা পাবে না? নাকি সাদা-কালোর বৈষম্যে, মনিব-দাসের খেলায় অত্যাচার আর মৃত্যুকে বরণ করে নিতে হবে? সে কি পারবে মানুষকে ধর্মের দিকে নিয়ে যেতে? ঈশ্বরের দিকে নিয়ে যেতে? জানতে হলে বইটা পড়ে ফেলুন বইটাতে আমার রেটিং - ৩/৫ ব্যক্তিগত মতামত - "আঙ্কল টমস কেবিন" গল্পের প্লটটা অনেক ভালো লাগছে। কিন্তু বইটা ছিলো প্রচুর পরিমানের বোরিং বই গুলোর মধ্যে একটা।পৃষ্ঠা যেনো শেষই হতে চায় না। বইটার কাহিনীটা ছিলো অসাধারণ। অনুবাদও অনেক ভালো লাগছে। হ্যারিয়েট বিচার স্টো - নামটা মনে হয় এই বইটার জন্যই সারা জীবন মনে থাকবে। অসাধারণ একটা বই। মূল লেখক এবং অনুবাদক দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য। রকমারির লিংক - https://www.rokomari.com/book/22769/ রকমারির মূল্য - ১২৩ টাকা [Uncle Tom's Cabin- ছিলো ১৯-শতকের সেরা বেষ্ট-সেলিং উপন্যাস। যেটা সে সময় বাইবেলের পরে সবচেয়ে বেশি বিক্রি হয়। প্রথম বছর বইটির ৩,০০,০০০ কপি যুক্তরাষ্ট্রে বিক্রি হয়]

      By Sharmin Natasha

      01 Dec 2021 01:06 PM

      Was this review helpful to you?

      or

      ক্রীতদাস প্রথার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। অনুবাদকও প্রশংসনীয় কাজ করেছেন, তৎকালীন মার্কিনি সাহিত্য এত সুন্দর বাংলায় অনুবাদ করা বেশ কঠিন। তরতর করে পড়া যায়, এককথায় অসাধারণ৷

      By Sk Mashuk

      21 Nov 2020 05:42 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

      By Dr. Asif Shufian Arnab

      30 Jan 2020 01:01 AM

      Was this review helpful to you?

      or

      কি অসাধারণ একটি বই। বইটি পড়ার সময় পুরোপুরি ডুবে ছিলাম। বইটি হলো মানব সমাজের একটি কলঙ্কিত অধ্যায় নিয়ে। পৃথিবীর সভ্য মানুষদের এক অসভ্য প্রথা 'দাস প্রথা'। 'আঙ্কল টমস কেবিন' বইটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। শেতাঙ্গদের এই নির্মম কান্ডের জন্য প্রতিবাদ শুরু করলো মানুষ আর এই উপন্যাস একটি মুখ্য ভূমিকা পালন করল সেই আন্দোলনে। কারণ এখানে যেভাবে দাস প্রথাকে এবং এর নির্মমতাকে তুলে ধরা হয়েছে তা খুবই বিরল। বইটি পড়ার সময় আপনার শরীরে এক প্রকার শিহরণ জাগবে আর অনেক ভালোভাবে তখনকার মানুষদের কষ্টগুলো উপলব্ধি করতে পারবেন।

      By saif bin kamal

      01 Oct 2019 10:43 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ

      By Nabid Mostafa Zisan

      25 Apr 2012 02:49 PM

      Was this review helpful to you?

      or

      নিগৃহীত ক্রীতদাসদের অবর্ণনীয় দুঃখগাঁথার এক নির্মম স্মারক “আঙ্কল টমস কেবিন” গল্পটি। পুরো গল্প জুড়েই এখানে ফুটে উঠেছে ক্রীতদাসদের কষ্টকথা। যেখানে তারা ভাবতে পারে না নিজেদের স্বাধীনতার কথা, সেখানে নিত্যদিনের দুঃখভাবনার কথা ভেবেই কেটে যায় তাদের একেকটা দিন, একেকটা মাস... বছর। ... তবুও... তবুও তারা তাদের স্বপ্নগুলো থেকে বিচ্যুত হয় না। তারা তাদের মেনে নেয়া মনিবদের সন্তুষ্ট করতে যথাসাধ্য চেষ্টা করে যায়। আর তার একনিষ্ঠ প্রতীক আঙ্কল টমের ‘কেবিন’-টি। টম এখানে থাকতেন। মালিকের দেনার দায়ে সে একদা চলে আসে এক অত্যাচারী মনিবের কাছে। তবুও সে তার ‘বাধ্য’তাকে বিসর্জন দেয় না, সে তার সততাকে পুঁজি করেই এগিয়ে যেতে চায়...এবং যায়ও। যেতে যেতে একসময় সে প্রাণও দিয়ে দেয়। তবুও তার যাওয়া যেনো শেষ হয়না। তার সে যাওয়া মনিবদের নিয়ে যায় ক্রীতদাসগত চিন্তার বাইরে; মানবিক মুক্তির, মানস-গত সুযোগের, মানুষ হিসেবে ক্রীতদাসদের স্বীকৃতির দিকে। আর এভাবেই টম হয়ে থাকে ক্রীতদাসদের মুক্তি-চিন্তার প্রতীক। হ্যারিয়েট বিচার স্টো-র এ গল্পটি এক অকল্পনীয় প্রেক্ষাপটে লেখা বাস্তব সত্য। এ সত্য অনেক নির্মম তবু তা সমবেদনা জানায়, নিষ্ঠুর হয়েও তা সুষ্ঠু বিবেচনাবোধের দাবি জানায়। গল্পটিকে এ জন্যই আমার অনেক প্রিয় বলতেই হবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!