User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
By: Farzana Zaman Date: 2/9/2012 Rating: Amazing চতুর্মাত্রিক ব্লগের বারো লেখকের উপন্যাস সরলরেখা -বক্ররেখা পড়ার দুর্লভ সৌভাগ্য হয়েছে আমার। এই লেখার শুরু করি ধন্যবাদের ডালি খুলে। আর প্রথম ধন্যবাদটা আমি দেব ডাক্তার নিয়াজকে। তার সঙ্গে আমার পরিচয় খুব বেশিদিন নয়। নিয়াজের সঙ্গে তৃতীয় দেখাতেই সে আমার হাতে তুলে দিলো এই বারোয়ারি উপন্যাসটি। মানে বারোজন লেখকের লেখা উপন্যাস। সম্ভবত বারো লেখকের লেখা একটি উপন্যাস এই প্রথম। আর এ কারণে দ্বিতীয় ধন্যবাদটি এই বারো লেখকের জন্য। সমালোচকের কাজ সমালোচনা করা। আমি তেমন অভিজ্ঞ সমালোচক নই। তাই খুব সমালোচনায় যাব না আমি। এই গল্পের শুরুটা করেছিলেন নাজমুল হুদা। তারপর সেই পথ দিয়ে হেঁটে গেছেন এক এক করে আরও এগারো জন। তাদের গল্পে ঘুরেফিরে উঠে এসেছে বেশ কটি চরিত্র। হাবিব, সিরাজ, মিলন, সেলিনা, মিলি, শামা, শিহাব ও রেমি। তারুণ্যের মধ্যেই ভর করে উপন্যাস এগিয়েছে। মজার বিষয় হলো, একজন শেষ করেছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যজন লেখা শুরু করেছেন। কিন্তু লেখার টেবিল ওই ব্লগ। এটি আমাকে ভীষন কৌতুহলি করেছে। সময়ের অভাবে এক নিঃশ্বাসে উপন্যাসটি শেষ করতে পারি নি। ভেঙ্গে ভেঙ্গে মানে যখন সময় পেয়েছি, তখন উপন্যাসটি নিয়ে পড়তে বসেছি। বারো লেখকই মধ্যবিত্তের সেন্টিমেন্ট থেকে বেরুতে পারেন নি। এটা একটা ভালো দিক, কেননা সবার সামাজিক অবস্থান একই রকম। তাই প্রকাশটাও ছিল একই। আর আমিও সেই দলের বলেই আমার ভালো লাগাটা দ্রুত ছুঁয়ে গেছে। হয়তো লেখকেরা কেউ অভিজ্ঞ নন। সবাই অনেকটাই নতুন। কোথাও কোঠাও অপরিপক্কতার ছোঁয়া লাগতে পারে। আমি সেটাকে দেখবো না। আমি দেখবো তাদের প্রচেষ্টা। সরলরেখা বক্ররেখা শেষ পর্যন্ত যে একটি উপন্যাসে পরিণত হলো, এই মুহূর্তে এটাই আমার কাছে বড় কোনো ঘটনা। আর সেই ঘটনার প্রথম পাঠক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার মতো একজন সামান্য মানুষকে বারোয়ারি দলে ভেড়ানোর জন্য কৃতজ্ঞতা জানাই। আর পাঠকদের উদ্দেশ্যে বলি, উপন্যাসটি পড়–ন, খুব একটা খারাপ লাগবে না। আমার লাগে নি। কবির বকুল সুরকার, গীতিকার