User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জীবন কখনও কখনও নাটকের চেয়ে নাটকীয় হয়। তা না হলে জয়িতা কেন আবার রুমুর জীবনে ফিরে আসবে? কেনই বা রুমু সব ভুলে আবার ঘর বাধার স্বপ্ন দেখবে? কেনইবা জয়িতার মামা শেষ মুহুর্তে বিয়ে বাতিল করবে? আর কেনইবা ২৪ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়ার নোটিশ আসবে? কেনই বা শেষ মুহুর্তে আমরা জানতে পারব রুমু জটিল রোগে আক্রান্ত? শেষ দিকে আমরা আর্ত রুমু কেই দেখতে পাই, যাকে মনে হয় কোনো কিছুই আর অবাক করে না। জয়িতার চলে যাওয়া কে কোনো প্রশ্নের সম্মুখীন করে না। অসুখের কাছে অসহায় রুমু আকাশে ফলিংস্টার খোজে। কিন্তু কোনো তারা খসে পড়ে না। আকাশের অনেক শক্তি, সে ইচ্ছামাফিক তারা তার বুকে রাখে। মানুষ আকাশের মত এত বিশাল না, সে অনেক কিছুই চাইলেও ধরে রাখতে পারেনা।
Was this review helpful to you?
or
আকাশের খসে পড়া তারা দেখে মনে মনে কী চেয়েছিলে রুমু? ভালোবাসা, অর্থ নাকি স্থির হয়ে এক দণ্ড শান্তি? নাকি কারও কোলে মাথা রেখে আরও একবার খসে পড়া তারা দেখতে? আর শেষ পর্যন্ত কী পেয়েছিল? জীবনের মানে একেকজনের কাছে একেকরকম। কেউ হয়তো ভালোবাসার কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায়, কেউবা ছুটে অর্থেরও পিছনে। রুমু ছুটেছিল একটা সরল জীবনের খোঁজে। যেখানে পরিবার, বন্ধুরা হলো কাঙ্খিত আপনজন। তার বাউন্ডুলে জীবন মনে করিয়ে দেয়, এই কয়দিন আগের ঢাকাটা কেমন ছিল। পাড়ায় পাড়ায় তৈরি হওয়া বন্ধুত্বটা কত আপন ছিল। গান-বাজনা বন্ধুদের নিয়ে হইচই করা ছেলেটির জীবনে আসে ভালোবাসার জয়িতা। সে ভালোবাসার জয়িতা ভাসবে কী ভাসবে না, রুমু যখন এই চিন্তায় অস্থির থাকে তখনই জয়িতা হারিয়ে যায়। রুমু তার পরিবার বন্ধুদের নিয়ে জ়ীবনটা একটু স্থির না করতেই আলো ছায়ার মত জয়িতা আবারও হারিয়ে যায়। রুমুর জীবনটা হয়ে যায় উত্তাল সাগরে একটা দিশেহারা নৌকার মতন। সেই উত্তাল জীবনেও আসে এক ঝলক আলোর দিশা। এই দিশা আলো ছড়ায় না, একটুকু শান্তির জন্য রুমু যেই দিশাকে আঁকড়ে ধরে, সেই দিশা তার জীবনকে অন্ধকারে ঢেলে চলে যায়। জীবনযুদ্ধে পোড় খাওয়া সৈনিক যখন বিশ্বাস হারাতে শুরু করে তখন তার জীবনে ফিরে আসে তার প্রথম প্রেম, ঘর বাধার স্বপ্ন নিয়ে। ততদিনে তার শরীরে বাসা বেঁধেছে অনিয়মের ফল। কে জিতল শেষ পর্যন্ত? ঘর বাঁধার স্বপ্ন, নাকি অনিয়মের ফল? রুমু কী নদীর কী নদীর চরে জয়িতার কোলে শুয়ে তারা জ্বলা রাতে খসে পড়া তারা দেখতে পেরেছিল? মানবজীবনের সবচেয়ে জটিল অংশটা হল আমাদের মন। মন কখন কি চায় আমরা কি সবসময় তা নিয়ন্ত্রণ করতে পারি? মনে হয়, না। যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তা হলে হয়তো রুমু তার জীবন থেকে জয়িতা হারিয়ে যাবার পর ভুলগুলো থেকে শিক্ষা নিত। খুব দ্রুত আর একটি মেয়ের সাথে জড়িয়ে যেত না। এত দ্রুতই ব্যাপারটা ঘটে যে, কোন ভুলোমনা পাঠক কয়েক পাতা বাদ দিয়ে চলে গেলে বুঝতেই পারবে না রুমু আর দিশার বিয়ে হয়েছে এবং বাসর রাত থেকেই মেয়েটি রুমু কে ছেড়ে চলে গিয়েছে! যে মেয়েকে বোঝার জন্য বিয়ের আগে সময় ব্যয় করতে পারত রুমু, কিন্তু সেই মেয়েকে রুমু বোঝার চেষ্টা করে মেয়েটা চলে যাবার পর, ধোকা দেবার পর। উন্মোচিত হয় কত লোভী হতে পারে একটা মেয়ে, এবং বাসনা চরিতার্থে কি কৌশল অবলম্বন করতে পারে!