User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
I found this book so helpful and informative too. Specially the case study was so eventful. I hope the information from this book improve my carrier at the tourism industry. I look forward to get the more from the author.
Was this review helpful to you?
or
বইটির বিষয় বস্তু গুলো চমৎকার,, অসংখ্য বিষয় য আমাদের অগোচরেই থেকে সেসব বিষয় আপনার এই বইয়ে পাওয়া গেছে যা শুধু একটি পার্ক গঠনেই উপকারী হবেনা বরং ব্যক্তি জীবনেও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে বিপ্লবের এই সময়ে এত সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য। যাদের অনেক কিছু জানার ইচ্ছা, তারা অবশ্যই এই বইটি পড়তে পারেন। বেক্তি জীবনে অনেক কিছু শিখার আছে বইটিতে। অবশেষে ধনধন্যবাদ লেখককে, এতো সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
বিনোদন খাতকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের পার্ক, রিসোর্ট তৈরি হলেও এর উপর গবেষণা খুবি স্বল্প। যথাযথ গবেষণা আর অনুসন্ধানের অভাবে অবকাঠামো তৈরি হলেও সঠিকভাবে সুসংগঠিত রুপ পাচ্ছেনা দেশের পার্কগুলো। আর পার্কের এমন গবেষণা ভিত্তিক ঘাটতি পূরণের লক্ষ্যে জনাব আলিমুল ইসলাম সোহাগের এই বইটি পার্ক সেক্টরে সারা জাগানো পরিবর্তন আনবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
দারুণ
Was this review helpful to you?
or
Excellent book on tourism I have read.
Was this review helpful to you?
or
Truly speaking, this is the very book that I have been looking for on tourism and hotel management.
Was this review helpful to you?
or
অ্যামিউজমেন্ট পার্ক অপারেশন স বইটি এক্টি পার্ক পরিচালনার জন্যে খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাকবে বলে আমি মনে করি। কারণ বাজারে পার্ক পরিচালনার জন্য র কোন বই নেই আমার জানা মতে। একটি পার্ক এর সকল বিভাগ এর কাযর্ক্রম এবং বিভাগ গুলোর বিভিন্ন সমস্যা এবং সমস্যা গুলোর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। আমি মনে করি বইটি পার্ক পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে ভালো লাগলো মনে হয় বইটি পর্যটন শিল্পের মাইল ফলক হিসাবে কাজ করবে। বইটির বেশি ভালো লেগেছে কেস স্টাডি গুলা, জীবন চলার পথে কেস স্টাডি গুলা দারুন এক অভিজ্ঞতা দেয়। হয়তোবা লেখক তার বাস্তব জীবনে উক্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যেমনটি আমরা সকলেই জীবন চলার পথে হয়ে থাকি। সুতরাং কেস স্টাডি গুলাও ব্যক্তি জীবনে প্রত্যেক মানুষের নতুন অভিজ্ঞতার জন্ম দিবে। সর্বোপরি বইটি ভালো লেগেছে। বইটির বহুল প্রচার প্রত্যাশা করছি যাতে পর্যটন শিল্প উপকৃত হয় একই সাথে লেখক আমাদেরকে আরো নতুন বই উপহার দিবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
I have read the book.The book is very well written.Especially the park owners and those who wish to work in the Tourism sector will be particularly helpful.
Was this review helpful to you?
or
অ্যামিউমেন্ট পার্ক অপারেশন বইটি এককথায় অসাধারণ। একজন পার্ক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বাজারে অ্যামিউজমেন্ট পার্কের ওপর লেখা বই খুঁজছি কিন্তু পাই নেই। অবশেষে এই বিষয়ে ওপর বইটি পেয়ে বেশ উপকৃত ও আনন্দিত হলাম।বইটি পড়ে দারুণ লাগলো।আশা করি বইটি অ্যামিউজমেন্ট সেক্টরে বিশেষ ভূমিকা রাখবে।
Was this review helpful to you?
or
বইটির ভাষা গুলো সহজ এবং পাঠ্যযোগ্য। যা বিষয়বস্তুকে আরও গ্রহনযোগ্য ও প্রাসঙ্গিক করে তোলে। বইটির শুরুর দিকে নানারকম মৌলিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং বইটি অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে বাচ্ছতব ধারণা ফুটিয়ে উঠা হয়েছে ।
Was this review helpful to you?
or
অ্যামিউজমেন্ট পার্ক অপারেশনস বইটি অত্যন্ত বিস্তারিত এবং সমৃদ্ধ একটি সম্পদ, যা অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনার প্রতিটি দিক কভার করেছে। বইটি বিশেষত যারা পার্কের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা, দর্শক সেবা, এবং পরিবেশগত প্রভাব বিষয়ে আগ্রহী, তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী গাইড। বইয়ের শুরুর অংশে পার্কের মৌলিক কাঠামো এবং এর পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা আলোচনা করা হয়েছে। লেখক পার্কের পরিকল্পনা, অপারেশনাল স্ট্রাটেজি, এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে মানিয়ে চলার বিভিন্ন পন্থা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। পার্কের নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সচেতনতা, এবং আইনগত বিষয়াবলীর উপরও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রতিটি পার্ক পরিচালকের জন্য অপরিহার্য। এছাড়া, লেখক পার্ক কর্মীদের ব্যবস্থাপনা এবং দর্শক সেবার গুরুত্ব নিয়ে দারুণভাবে আলোচনা করেছেন। আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের যুগে পার্কের কার্যক্রমকে কীভাবে আরও দক্ষ এবং লাভজনক করা যায়, তার জন্য বেশ কিছু মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। এছাড়া, বইটির ভাষা সহজ এবং পাঠযোগ্য, যা বিষয়বস্তুকে আরও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক করে তোলে। এটি শুধু উদ্যোক্তা এবং ম্যানেজারদের জন্য নয়, বরং যারা পার্ক ব্যবস্থাপনা বিষয়ে নতুন ধারণা পেতে চান, তাদের জন্যও অত্যন্ত সহায়ক। মোটকথা: অ্যামিউজমেন্ট পার্ক অপারেশনস একটি অত্যন্ত গুণগত মানের বই, যা প্রতিটি পার্কের পরিচালকের জন্য এক ধরনের পাঠ্যপুস্তক হয়ে উঠতে পারে। এই বইটি না শুধু পার্কের অভ্যন্তরীণ পরিচালনা বরং বহির্বিশ্বের ক্রমবর্ধমান পরিবর্তনশীল চাহিদা ও পরিস্থিতি মোকাবিলায় কীভাবে সামঞ্জস্য রাখা যায়, সে সম্পর্কে দারুণ ধারণা দেয়।