User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Average
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
বিরক্তিকর
Was this review helpful to you?
or
He is a good writer.
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ আধুনিক ঈশপের গল্প। লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল। প্রকাশনীঃ কাকলী। মূল্যঃ ১০০ টাকা। পৃষ্ঠাঃ ৯৬। আমরা সবাই ছোটবেলায় ঈশপের গল্প পড়েছি। ছোট গল্পে অসাধারণ কাহিনী ও শেষে একটি শিক্ষা। ঈশপ এই গল্পগুলো কয়েক হাজার বছর আগে লিখেছিলেন। এগুলো যদি আজ, মানে আধুনিক সময়ে লেখা হতো তাহলে গল্পগুলো কেমন হতো? ‘আধুনিক ঈশপের গল্প’ পড়লে এর একটা ধারণা পাওয়া যাবে। এই বইয়ে ঈশপের ৫১টি গল্পকে ‘আধুনীকরণ’ করা হয়েছে। প্রতিটি দুর্বচনসহ গল্পের আগে আসল গল্প ও সুবচন দেওয়া হয়েছে। গল্পগুলো খুবই মজার। যেকোনো ধরনের পাঠকেরই গল্পগুলো ভালো লাগবে।
Was this review helpful to you?
or
nice ???
Was this review helpful to you?
or
ঈশপের গল্পগুলোর আধুনিক রূপ। এর আগে এই গল্পগুলোকে আধুনিকভাবে কোনো লেখক লিখেছেন বলে জানান নেই। জাফর ইকবাল স্যারের চিন্তাভাবনাই আলাদা এই বইটা পড়লে বুঝতে পারবেন।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ছোটবেলাতে প্রায় সবাই ঈশপের গল্প পড়েছেন। প্রতিটি গল্প উপদেশমূলক এবং এগুলো বাস্তব জীবনেও কাজে লাগে। তবে এখানে মোহাম্মদ জাফর ইকবাল স্যার গল্পগুলোকে একটু অন্যভাবে উপস্থাপন করেছে। তবে তারই উপস্থাপনাটা অত্যন্ত মজার। তিনি দেখিয়েছেন ঈশপের গল্পের চরিত্রগুলি যদি বর্তমান যুগে এরকম গল্পের রচনা করত তবে বিষয়টা কেমন হতো।তবে এসকল আধুনিক গল্পতেও কিন্তু তিনি শিক্ষামূলক উপদেশ দিয়েছেন এবং এগুলো বাস্তব। বইটা পড়বেন আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
অন্যরকম একটা বই। জাফর ইকবাল স্যারের চিন্তা ভাবনাই অন্যরকম আর বইটা পড়েও ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
The book is very funny. Love it .
Was this review helpful to you?
or
পড়েছি । এই ঈশপ সত্যিই আধুনিক।
Was this review helpful to you?
or
মুহম্মদ জাফর ইকবালের "আধুনিক ঈশপের গল্প" বইটি ঈশপের গল্প এর আপডেট ভার্সন বলা চলে । অনেক মজার বইটি । ঈশপের গল্প এর মতই এই গল্প গুলোতেও শিক্ষণীয় বিষয়বস্তু রয়েছে । ঈশপ যদি বইটি পড়তো তাহলে তাঁর কি হতো ? । বইটিতে মোট ৫১টি গল্প রয়েছে ।
Was this review helpful to you?
or
আমরা প্রায় অনেকেই ঈশপের গল্প পড়েছি। কিন্তু সবাই কি আধুনিক ঈশপের গল্প পড়েছি? বা কেমন হতে পারি তা ভেবেছি? আর ভাবা ভাবির দরকার নেই। মোহাম্মদ জাফর ইকবাল স্যার এই চিন্তা কে বাস্তবে রূপ দিয়েছে। ওনার লেখা 'আধুনিক ঈশপের গল্প' বইটাতে সনাতন গল্প গুলা লিখার পর আধুনিক গল্প গুলা লিখেছে। তার মানে আগে কি রকম ছিল আর এখন কি রকম হত তা অনেক গুছানো এবং সুন্দর ভাবে তিনি উপস্থাপন করেছেন এই বইয়ের মাধ্যমে। এই বইয়ে ৫১ টি সনাতন গল্প কে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আর প্রত্যেক টা গল্পই ইন্টারেস্টিং?.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বইটি পড়ে খুবই আনন্দিত হলাম। ছোট বেলায় আমরা যেসব ঈষপের গল্প পড়েছি, গল্প গুলো ছিল খুব শিক্ষণীয়। সেসব ঈষপের গল্প গুলোকে মুহম্মদ জাফর ইকবাল স্যার মজার ছলে লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে। বইটিতে গল্প গুলোর আধুনিক রূপের সাথে সনাতন রুপও সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। তাই যারা আগে ঈষপের গল্প গুলো পড়েনি, তারা আধুনিক ও সনাতন রুপের গল্প গুলোকে উপভোগ করতে পারবে। পূর্বের ঈষপের গল্প গুলোতে যেরকম একটি নীতিবাক্য বা মোরল থাকত, আধুনিক রূপেও মুহম্মদ জাফর ইকবাল স্যার প্রতি গল্পের শেষে একটি করে রম্য রসাত্মক নীতিবাক্য লিখে দিয়েছেন। তবে একটা দিকে মিল রয়েছে, সেটা হচ্ছে উভয় রুপেই গল্পগুলো কাল্পনিক। বইটি ছোট-বড় সকলের জন্য পাঠযোগ্য। একটি বই সম্পর্কে লিখে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা বইটি পড়ার পর বুঝতে পারবেন এতে কী আছে। প্রতিটি গল্পের মাঝে রয়েছে কৌতুহল। একটি গল্প পড়লে পরের গল্পটি পড়ার জন্য তুমুল আগ্ৰহ সৃষ্টি হবে। ছোটদের উপহার হিসেবে বইটি তুলে দিতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ...
Was this review helpful to you?
or
বইটি পড়ে সত্যি মজা লেগেছে। ছোটবেলা থেকেই আমরা ইশপের গল্প পড়ে আসছি। প্রত্যেকটি গল্পের শেষে একটি করে Moral বা শিক্ষণীয় উপদেশ যা ইশপ আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার কল্পিত সিংহ কিংবা অন্যান্য প্রাণীর মাধ্যমে গল্প বলাটা বেমানান। বরং, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মূল গল্পটি কিরুপ হতে পারত, এবং এর শিক্ষা কি হত তার সমন্বয় ঘটিয়েছেন জাফর ইকবাল স্যার তার এ বইয়ে। এবং আমাদের চিরচারিত শোনা খরগোশ কচ্ছপের মত গল্পগুলোর আধুনিক রুপ কিরুপ হতে পারে তা জাফর ইকবাল স্যার বইয়ের মাধ্যমে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ