User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কমিক্স এর অন্যতম এক সৃষ্টি এই বইটি।গল্পের গ্লপটা সহজ হলে আঁকাআঁকিগুলো ছিল অসাধারন।
Was this review helpful to you?
or
বলতেই হবে দারুণ একটা কমিক!! দাদু-নাদুর যেই শর্ট কমিকগুলো আগে প্রথম আলোতে ছাপা হতো সেগুলো অনেক ভালো লাগতো। এই কমিকটার অনেক জিনিসই ভালো লেগেছে। বিশেষ করে এর যে কালারফুল ড্রইং এর কাজ করা হয়েছে তা অনেক প্রশংসনীয়।আর কাহিনিটাও বেশ ইন্টারেস্টিং। ভিলেইন ধুর্যটিও অনেক ভালো লেগেছে।আমি মনে করি সবারই এটা পছন্দ হবে।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারন, এতই অসাধারন যে প্রথমে মনেই হচ্ছিল না যে দেশী প্রডাকশন! পরেরটার আশায় থাকবো !
Was this review helpful to you?
or
টানা প্রতিক্ষার পর হাতে পেলাম দাদু ও নাদুর প্রথম অ্যাডভেঞ্চার। একটু বলে নেই আমি একজন কমিকস প্রেমী। সেই ছোটবেলা থেকেই এই রোগে আক্রান্ত আমি। বহু আগে বাংলাদেশে তেমন কমিকস পাওয়া যেত না। কিছু বহু হাত ঘোরা পাশ্চাত্য কমিকস পড়ে থাকত নীলক্ষেতে। বন্ধুদের হাতে ঈর্ষান্বিত চোখে টিনটিন, অ্যাসটেরিক্স, স্পাইডারম্যান, সুপারম্যান দেখতাম। আমরা নিজেদের করে পেতে পারতাম তখন শুধুমাত্র উন্মাদ। আরো পরে নিজের কালেকশন করার সুযোগ পাই আর গড়ে তুলি ৩০০০ এর ও বেশি বিভিন্ন সংখ্যা। টিনটিন, টিঙ্কল, অরন্যদেব, অমর চিত্র কথা, আর্চি, উন্মাদ - কিন্তু সবসময় নিজের দেশের প্রোডাকশনের একটা অভাব টের পেতাম। জীবনের তাগিদ, ঘনঘন বাড়ি পাল্টানো, উইপোকার আগ্রাসন, অতপর নীলক্ষেত এ নির্বাসন - আমার সেই কালেকশন আজ আর নেই , কিন্তু কমিকস ভালবাসাটা রয়ে গেছে। ঢাকা কমিকসের ঘোষণাতে যারপরনাই আনন্দিত হয়েছি। হাতে পেয়ে আরও! বিবিসি (ব্যাকবেঞ্চারস ক্লাব) প্রত্যাশা পূরণে অনেকাংশে ব্যর্থ হয়, কিন্তু দাদু-নাদু অনেকাংশেই সফল। যে যে জিনিস ভাল লাগলো নাঃ ১) মাত্র ১২ পৃষ্ঠা - বাইরের কমিকস অন্তত ২০-৩০ পাতা হয়। ২) কিছু দ্রুত প্যানেল জাম্পিং, যা গল্পকে এগিয়ে নিলেও, আঁকিয়ের কষ্ট কমালেও, ধারাবাহিকতাকে ব্যাহত করে। ৩) পাতা কম, সেই তুলনাতে দাম বেশি। যদিও রকমারি কিছু ডিকাউন্ট দিয়েছে। আগামিতেও কি ডিসকাউন্ট পাওয়া যাবে? ৪) গল্প দ্রুত এগিয়েছে - যেন তাকে ১২ পাতার মধ্যেই শেষ হতে হবে। ঠিক তৃপ্তি হয় না। ৫) দাদু ও নাদুর খুব ব্যাকগ্রাউন্ড দেয়া নেই। ধূর্জটির ও তার মোরগ বাহিনির ক্ষেত্রেও তাই। ভাল লাগলোঃ ১) অলংকরণ, অংকন প্রায় আন্তর্জাতিক মানের। ২) দাদু ও নাদু চরিত্রায়ন ভাল হয়েছে। ধূর্জটি ও মানাসই ক্যারেকটার। ৩) কাভার আর্ট দারুন, যে কাগজ ব্যাবহার হয়েছে ছিঁড়বে না। ৪) গল্প নতুনত্ত আছে - যুক্তিনির্ভর। ৫) রঙিন - বাচ্চা আর বড় সবাই পছন্দ করবে। ৬) টাইপো খুব বেশি নেই। যাত্রা হল শুরু - আমাদের স্বাগত জানাই। ডিসি আরো সমৃদ্ধ হোক।