User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
।। বুক রিভিউ ।। উপন্যাসঃ সূর্যাস্তের শেষ মুহূর্তে লেখকঃ সুজিৎ চন্দ্র সাহা প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা- ২০১৩ প্রকাশনা সংস্থাঃ নন্দিতা প্রকাশ প্রচ্ছদঃ চারু পিন্টু পৃষ্ঠাঃ ২৭২ মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা বাংলা বিভাগে প্রভাষকের পদে যোগদান করা কৃত্তিবাস সাহা কলেজে পেয়ে যান বেশ কয়েকজন ভাল বন্ধুর মত শিক্ষার্থী। যারা নিজেরাও উপলব্ধি করতে পারে শিক্ষক বন্ধু সত্যিকার অর্থেই কেমন ? কাঁচা মাটির উপর হাতে গড়া মাটির শিল্পের ন্যায় শিক্ষার্থীদের কিশোর মন-মানসিকতাকে খুব দৃঢ় হাতে গড়ে তুলতে সমর্থ হওন প্রভাষক কৃত্তিবাস। প্রিয় শিক্ষকের দৃষ্ঠিভঙ্গি,সাবলিল বাচনভঙ্গি আর অনন্য ব্যক্তিত্বে মোহগ্রস্থ হয়ে পড়ে সবচেয়ে মেধাবী ছাত্রী প্রতীক্ষা কুমারী চক্রবর্তি। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁর প্রিয় শিক্ষককে জানাতে পারেনি মনের কথা। প্রভাষক কৃত্তিবাস সাহাও একসময় শিক্ষার্থীর দূর্বলতা বুঝতে পেরে কোন অবস্থাতে নিজের ব্যক্তিত্বের অবমাননা করার সুযোগ দেননি। পরিণতি গড়ায় জীবন সঙ্কটাপন্ন অবস্থায়। প্রতীক্ষার বন্ধুরা যখন তার (প্রতীক্ষার) মনের কথা কৃত্তিবাস সাহাকে অকপটে জানিয়ে দেয়,কৃত্তিবাস প্রকাশ করেন তাঁর অতীত জীবনের কালো স্মৃতি ঘেরা অপরাগতার কথা। দূর্বিষহ জীবনের গল্প শোনার পর কৃত্তিবাস সাহার শিক্ষার্থীরা রোমাঞ্চ অনুভব করেন। বাক-বিতন্ডা ও সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর প্রণয় সম্পর্ক স্থাপন হয় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে। কিন্তু হিন্দু সমাজের জাতি ভেদ প্রথা বাধা হয়ে দাড়ালো কৃত্তিবাস ও প্রতীক্ষার বিবাহ বন্ধনে। বাস্তব এবং যুক্তি যখন খুব সহজ ভাবে সম্পর্কের উন্নয়নে সাহায্য করতে পারে,তখন দু পরিবারই মেনে নেয় ব্রাহ্মন ও বৈশ্য শ্রেণির পরিণয়কে। তারপরও ফুলশয্যা রাতে ঘটলো জীবনের অপ্রত্যাশিত কালো মেঘের ছায়া। কি ঘটেছিল,তা জানতে পারবেন উপন্যাসে। উপন্যাস সম্পর্কে আলোচিত বিষয় সমূহঃ উপন্যাসটি কিশোর,সামাজিক ও জীবনধর্মি উপন্যাস। বাংলা সাহিত্যে উপন্যাসের নামকরণের দৃষ্টিকোণ থেকে নামটি যথার্থ হয়েছে। মানুষের জীবনে যে ঝড়,বৃষ্টি,রোমাঞ্চর পরিস্থিতির শেষ মুহূর্তে সংযম ব্যক্তিকে পরিশেষে সুখ এনে দিতে পারে সেরুপ দৃষ্টি পর্যালোচনায় উপন্যাসের নামকরণটি সার্থক হয়েছে। লেখকের পূর্ণ আবেগের পরিস্ফুটন ঘটেছে পুরো উপন্যাস জুড়ে। জীবনধর্মি উপন্যাসে লেখকের পূর্ণাঙ্গ আবেগের উপস্থিতি লেখাকে প্রান্তবন্ত করে তোলে। সে দিক থেকে লেখক উপন্যাসে আবেগের পরিস্ফুটন ঘটাতে কৃপাণতা বোধ করেননি। পাঠক হিসেবে নিজেকেও লেখকের প্রতীক্ষা চরিত্রে কাল্পনিকভাবে অবগাহন করার ইচ্ছে জেগেছে। রেটিং ও অভিমতঃ রেটিং প্রকাশের আগে বলতে হয় উপন্যাসের ভুল-ত্রুটি গুলো। তার পূর্বে লেখকের আলোচ্য উপন্যাস লেখার ইতিহাস সম্পর্কে বললে আরেকটু ভাল ধারণা পাওয়া যাবে। উপন্যাসটি লেখাকালিন সময়ে লেখক নিজেও কিশোর বয়সের একজন ছাত্র ছিলেন। কিশোর বয়সে এত বড় উপন্যাস লেখার প্রয়াস সাধুবাদ পাওয়ার যোগ্য। লেখক যখন উপন্যাসটি লিখেছিলেন,তখন লেখকের না ছিল তেমন কোন ব্যাকরন-অভিধান মূলক বই,ভাল সংখ্যক পুস্তক এবং বয়সকালীন অভিজ্ঞতা। যে কারণে পুরো উপন্যাস জুড়ে বানান ভুল আর লেখার বাক্যে পাওয়া গেছে বহুপ্রকার অসংগতি আর অনেক ক্ষেত্রে অদরকারি দীর্ঘায়িত বর্ণনা। সব কিছু সত্ত্বেও কিশোর বয়সে এত বড় উপন্যাস স্বার্থকভাবে সম্পন্ন করাটাই অনেক বড় প্রয়াস। আমার রেটিং ৯/১০।
Was this review helpful to you?
or
জীবন থেকেই সৃষ্টি হয় উপন্যাসের আর উপন্যাস হলো, জীবনের ই সমষ্টি । ব্যাক্তি জীবনে এমন অনেক অনেক থাকে যেসব অনেকের ই বিশ্বাস হয় না । কিন্তু যার ব্যাথা,সে ই ঘা এর ক্ষতাক্ততা অনুভব করতে পারে । আর এ অবিশ্বাস্য ঘটনাগুলো,যখন শিল্প হয়ে উঠে,তখন পাঠক সত্যের সাধনা কিংবা অনুসন্ধান করতে গিয়ে উপলব্ধি করতে পারে, জীবন এবং সাহিত্যের এক অন্যরকম বন্ধন কে । সূর্যাস্তের শেষ মুহুর্তে আমার প্রথম উপন্যাস । যা আরো পাঁচ বছর আগে লিখা হয়েছিল । আশা করি যে কারোরই ভাল লাগবে । ধন্যবাদ । - সুজিৎ চন্দ্র সাহা ।