User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
চমৎকার একটি উপন্যাস। শিরনাম এবং সূচনা পরে বইটি পড়ার আগ্রহ দমাতে পারলাম না। শুরু থেকে শ্বাস রুদ্ধকর উত্তেজনা। এক নিঃশ্বাসে বইটি পড়া শেষ করলাম। চমৎকার দৃশ্যপটের বরনণা। চার প্রজন্মকে চার ভাবেই উপস্থাপন। ফেসবুক এবং ইন্টারনেটের ব্যবহারের মধ্য দিয়ে লেখকের আধুনিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। শুরু থেকেই সাসপেন্স এ ভরপুর। প্রথমে বারো বছর আগে একটি খুন পরবর্তি ঘটনা,তারপর বৃটিশ পরবর্তি বাংলাদেশ, এরপর আবার ছয় বছর আগের আগের ঘটনা আবার বৃটিশ পরবর্তি সময়...তবুও ঘটনার ঘনঘটায় লেখক কোন প্যাঁচ বা তালগোল না পাকিয়ে সময় নিয়ে অসাধারন খেলা খেলেছেন। চরিত্র গুলোর মাঝে সবচেয়ে ভাল লেগেছে আমার কাছে উপন্যাসের নায়িকা জেবার চরিত্র। সচরাচর নায়িকাদের যেমন দেখা যায় তা না হয়ে অনেক দৃঢ়... ভাংবে কিন্তু মচকাবে না এমন। আঞ্চলিক ভাষার প্রয়োগেও কোন বাড়াবাড়ি ছিল না। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক তেমনি ব্যবহার করা হয়েছে। উপন্যাসের চরিত্র গুলোর মধ্যে দিয়ে যেন নিজেদের ভেতরকার রুপ দেখতে পেয়েছি। প্রতিটা মানুষ প্রতিনিয়ত নিজের বিবেকের সাথে কেমন লড়াই করছে উপন্যাসে তার চমৎকার চিত্রায়ন করা হয়েছে। আমি নিজে এ বই পড়েছি এবং আমার কাছের মানুষদেরকে উপহার দেবার ক্ষেত্রে "নীল ডুমুরের খেয়া" বেছে নিচ্ছি। মৃন্ময় মিজানের কাছ থেকে ভবিষ্যতেও এমন চমৎকার উপহার আরও পাবো এই আশা ব্যক্ত করছি।
Was this review helpful to you?
or
boiti pore besh valo legeche. tinta elakar ancolik vashar babohar o besh valo legeche. sob cheye valo legeche khuner rohosso unmocone nana mukhi shomvabona tule dhore sompurno batikrom ekta somadhan uposthapon kora.
Was this review helpful to you?
or
প্রথম পর্বে মনে হচ্ছিল একটি চটুল প্রেমের উপন্যাস এটি। কিন্তু তার পরবর্তি পর্ব থেকেই শুরু হল সাসপেন্স। প্রথমে বারো বছর আগে একটি খুন পরবর্তি ঘটনা। তারপর বৃটিশ পরবর্তি বাংলাদেশের এক বিষণ্ন বিহানের মেয়ের গল্প। এরপর ছয় বছর আগের এক কিশোরের গল্প। আবার বৃটিশ পরবর্তি বাংলার এক নিভৃত পল্লীর ডাকাতের গল্প। সময় নিয়ে যে খেলাটা লেখক খেলেছেন তা এক কথায় অতুলনীয়। চরিত্রগুলার মধ্যে যে বিষয়টা আমাকে আকর্ষণ করেছে বেশি তাহলো কেউ এখানে ফেরেস্তা নয়, নয় শয়তান। মানুষের মতই দোষ-গুণের মানুষ। রিতু এবং তার স্বামীকে খুনী হিসেবে দেখানো হলেও তাদের অনেক পজিটিভ দিকও দেখানো হয়েছে। পিতৃ হত্যার প্রতিশোধ নিতে গিয়েও শেষ পর্যন্ত মানবিক টানে সেখান থেকে ফিরে আসে নায়ক রাহী। জেবার সাথে রাহীর সম্পর্কের টানাপোড়েন এঁকেছেন বেশ সুন্দরভাবে। রাশুর চরিত্রটার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এদেশের সেই সব নামী সন্ত্রাসীদের। যারা বিদেশ পালিয়ে থাকলেও নিয়মিত তাদের নামে চাঁদা আদায় করা হয় এদেশে। আবার রাজনৈতিক দলগুলো তাদের পেশী শক্তির সুবিধা নিয়ে কিভাবে তাদেরকে পুনর্বাসিত করে তাও আছে এতে। আছে একজনের সাজা আরেকজন ভোগ করার আমাদের সমাজের চিরদিনকার উদাহরণ। সব মিলিয়ে বলব, অনেক বড় ক্যানভাসের ঘটনাকে বেশ যত্নের সাথে তুলে ধরেছেন লেখক। আমি বইটির ব্যাপক প্রসার কামনা করছি। আর লেখকের প্রতি অনুরোধ রইল এমন বই আমাদের নিয়মিত উপহার দিবেন।
Was this review helpful to you?
or
আমার পড়া শ্রেষ্ঠ থ্রিলার উপন্যাসের একটি "নীল ডুমুরের খেয়া"। বইটি পড়তে গিয়ে কেন যেন ড্যান ব্রাউনের কথা মনে পড়ে যায়... সাসপেন্স, সাসপেন্স এবং সাসপেন্স... হাজারো গোয়েন্দা কাহিনী এবং রহস্য উপন্যাসের ভিড়ে এই বইটি যেন এক অনন্য মাত্রা পেয়েছে... তীব্র ভাবে ফুটে উঠেছে নৈতিক ও সামাজিক অবক্ষয় এবং আমাদের পরিস্থিতি। সব মিলিয়ে বইটির কাহিনী বাস্তব না হয়েও বাস্তবতা কে ছাড়িয়ে গেছে ঘটনা আর চরিত্রের ঘনঘটায়...
Was this review helpful to you?
or
বইটা পড়ে ভালই লাগল।
Was this review helpful to you?
or
সেবার থ্রিলারগুলো পড়া আছে। বিদেশী কনটেক্সেটে লেখা। দেশীয় কনটেক্সেটে এমন থ্রিল এর আগে নজরে পড়েনি। লেখার পরতে পরতে যেমন মিশে আছে 'অপার শিহরণ', তেমনি আছে কাব্যময় দ্যোতনা, আছে বার বার পাঠকের চিন্তাকে হারিয়ে দিয়ে নতুন কিছু হাজির করার চেষ্টা। সব মিলিয়ে ভাল লাগার মত বই।
Was this review helpful to you?
or
বইটি আমি কিনেছি... এর কাহিনী মুখে মুখে গত একবছর যাবত শুনছি। সত্যি আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায়। পড়লেই বুঝতে পারবেন... লেখক ও প্রকাশককে ধন্যবাদ সুন্দর বইটির জন্য...