User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি নিয়ে ভাবতে হল তাই খানিকটা লেখা। এটাকে ঠিক রিভিউ বলে কিনা জানিনা। নাম প্রচ্ছদ এবং গল্প শুনে বইটা সংগ্রহ করা। আমি বই পড়া শিখেছি যে মানুষটির কাছে তিনি এ ধরায় নেই। সুসাহিত্যিক হুমায়ুন আহমেদ। মানুষট চলে যাওয়ার এত ব্যথা পেয়েছি তা বলবার নয়। ভাবলাম এত সহজ ভাষায় সাবলিল করে লেখা আর কেউ পারেনা। তাই আর পড়া হবে না। মুড়িয়ে-প্যাচিয়ে লেখা কোন বই। ঠিক সেই মূহূর্তে নতুন কোন লেখকের বই আমাকে পড়তে হবে সেটাছিল ভাবনার চেয়ে একটু বেশীকিছু। খানিকটা অশ্রদ্ধা নিয়ে বইটি হাতে নিলাম। প্রাক কথন পড়ে ভাললাগলেও বইয়ের ভিতর যেতে ইচ্ছে হল না। পরে একটা অবসরে ভাবলাম এতগল্পশুনে কেনা একশত টাকা জলে না ফেলে দেখি কি লেখা এটা তো একটা বই পড়লে আর ক্ষতি কী। না হয় আগামী দুমাসে গলঃধকরন করব। কিন্তু অবাক করার বিষয় এক বসাতে বইটা শেষ করতে হল দারুণ উত্তেজনা, ভাললাগা হাসি এবং কিছু কষ্টের অনুভুতি নিয়ে। আমি পাঠক কোন সমালোচক নয় তাই আমার জায়গা থেকে সব ভালবাসাটুকু লেখকের জন্য। স্যালুট আপনি লিখুন।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় একটি কথা আছে, যে রাঁধে সে চুলও বাধে। তারুণ্যের প্রতিনিধি আরমানউজ্জামান কথাটি আবারো প্রতিষ্ঠিত করলেন। টগবগে একজন ছড়াকার হিসেবে অনলাইনে জনপ্রিয় এই লেখক’র গদ্যে’র হাতও যে যথেষ্ট পরিণত, প্রমাণ করলেন তিনি। ‘রূপের আঁচলে বসন্ত’ আরমানের প্রথম বই, প্রথম উপন্যাস। প্রুফরিডিংজনিত কারণে প্রকাশের আগেই বইটি আগাগোড়া পড়তে হল আমাকে। বিস্মিত হলাম আমি। চমৎকার একটি প্লটের উপর নির্মিত নেশাধরানো একটি গল্প এগিয়ে গেছে বিচিত্র গতিতে। এগুতে থাকলাম আমিও। শব্দের সাঁকো পেরিয়ে শব্দ, বাক্যের রাজপথ ধরে। ছড়ানো স্নিগ্ধতায়। জড়ানো মুগ্ধতায়। মোড়ানো দগ্ধতায়। লেখকের শব্দচয়ন এবং কথার কথনে আন্দোলিত হতে থাকলাম আমি। লেখার পরতে পরতে টের পেলাম পরিশীলতা আর মুন্সিয়ানার ছাপ। বইটি পড়লে পাঠকের বিশ্বাস করতে কষ্ট হবে এটি কোনো তরুণ লেখকের জীবনের প্রথম বই। রূপের আঁচলে বসন্ত একটি উপন্যাস। একটি স্বাভাবিক অথচ অন্য ধাচের উপন্যাস। স্বাভাবিক হলে আবার অন্য ধাঁচের হয় কী করে? প্রশ্নটি আমারো ছিলো। আমি আমার উত্তর পেয়েগেছি। কী পেয়েছি- সেটা বলে আপনাদের আগ্রহটাকে মাটি করে দিতে চাচ্ছি না আশা করছি পাঠকও পেয়ে যাবেন, অবশ্য পড়ার পর আমাদের চারপাশের চেনা জগতের একটি গল্প। চার তরুণ আর নিতুকে ঘিরে প্রাপ্তি আর বঞ্চনার হাত ধরে এগিয়ে গেছে গল্পটি। একজন সানির পরিশুদ্ধ ভালবাসা। যে আজীবন নিতুকে পাশে পেতে চায় নিজের মতো করে; কিন্তু নিতু তাকে একজন ভালো বন্ধু ভাবতেই ভালবাসে। একজন রোহান’র লাম্পট্টিক চেহারা বিধ্বস্ত করে নিতুকে। ঘুরে দাঁড়ায় সে সানির হাত ধরে। দৃশ্যে তখন আরেকজন। যার নাম দিহান। লেখকের ভাষায়; মিস্টার ইউকে ফেরত। যার সাথে বিয়ে ঠিক হয় নিতুর। কিন্তু নিতুর আবার গাধা টাইপ ছেলে বেশি পছন্দ। তার ধারণা গাধা টাইপের ছেলেরা স্ত্রীকে বেশি ভালবাসে... ১২.১২.১২ ইং একটুকরো স্বপ্নের নিষিক্ত বীজতলা ভিজে ওঠে আনন্দের অশ্রুতে। বউ সেজে বসে আছে নিতু। ধুরু ধুরু বুকে শিহরিত মেয়েটি অপেক্ষা করছে। ঘড়ির কাটা ছুটে চলে ভোরের দিকে। আনন্দের অশ্রু ফোটা অজানা আতংকের জলরাশি হয়ে ঝরতে থাকে গাল বেয়ে। সে কেনো আসে না! তারচে'ও বড় কথা, সে কে? সানি...? রোহান...? দিহান...? নাকি...? আচ্ছা সে কি আসে? হয়তো আসে। হয়তো আসে না। আর রহস্যটা এখানেই। এই রহস্য ভেদ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। পারলে তো ভাল। না পারলেও সমস্যা নেই। কিছু রহস্য অমীমাংসিতই থাক। প্রকৃতি রহস্য পছন্দ করে। কথা সাহিত্যিক ও সম্পাদকঃ কালান্তর প্রকাশনী
Was this review helpful to you?
or
শুরুটা সুখের। শেষটা শোকের। সানি, যাকে নিতু খুব ভাল বন্ধু মনে করে ভালবেসে ফেলে নিতুকে। চলতে থাকে জীবনের ট্রেন। ফেসবুকে রোহান ও নিতুর পরিচয় অতঃপর প্রেম যার পরিণতি শারীরিক সম্পর্ক যা ধর্ষণেরই নামান্তর। কী করবে নিতু? ভালবাসবে রোহানকে? নাকি খুন ? অন্যদিকে শোকাগ্রস্থ বন্ধুর ব্যথিত মুখ দেখে সিদ্ধান্তহীনতায় ভোগে সানি। সানির চোখে যা ভালবাসা তা নিতুর চোখে করুণা। হঠাৎ সমাজ এবং পাঠককে অবাক করে নিতু বিয়ে করে হাসানকে। যিনি একজন লেখক। প্রায় বিখ্যাত। কিন্তু বাসর রাতে খুন হল হাসান যা মূলত আমাদের সামাজিক অবক্ষয়ের নিদর্শন। অতঃপর কী হল? এই প্রস্ন অনেক পাঠকের মত আমারও....