User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো। নিজে নিজে স্কিল ডেভেলপ করতে চাইলে নিতে পারেন।
Was this review helpful to you?
or
আমি এই প্রোডাক্টটি নিয়ে অনেক ইতিবাচক মন্তব্য শুনেছি। রকমারি মানসম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকে, আশা করছি, এটি সত্যিই ভালো ফল দেবে।
Was this review helpful to you?
or
nice course in photoshop
Was this review helpful to you?
or
very poor information's and CD not organised.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
নষ্ট সিডি দিছেন। Order id 66136246466945. আজকে ডিভিডি রিসিভ করছি। বাট ডাটা কপি হয় না। এক নাম্বার সিডি থেকে ডাটা ১% কপি হয়ে আর হয় না আটকে যায়। ২ নাম্বার থেকে হয়। ৩ নাম্বার থেকে একই সমস্য। আমি ৪ টা লেপটপ তাছাড়াও পোর্টেবল ডিভিডি রাইটার দিয়ে চেষ্টা করছি ডাটা কপি ই হয়না। please, solve this problem as soon as possible.
Was this review helpful to you?
or
not useful content.
Was this review helpful to you?
or
অসাধারণ ডিভিডি খুব সহজে সবকিছু শিখতে পেরেছি।
Was this review helpful to you?
or
all books are good
Was this review helpful to you?
or
টিউটোরিয়াল টা ভাল ছিল। আমার অনেক কিছু শিখার ছিল। তখন নতুন নতুন অনেক কিছু শিখার চেষ্টা করতাম।
Was this review helpful to you?
or
It's great
Was this review helpful to you?
or
It is helpful
Was this review helpful to you?
or
Overall tutorial gulo valo chilo L
Was this review helpful to you?
or
Good! Sometimes DVD not working. But seller fix those kind of problem. Thanks
Was this review helpful to you?
or
সেরা কোর্স
Was this review helpful to you?
or
হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ভিডিও টিউটোরিয়ালের জন্য
Was this review helpful to you?
or
Now a day everybody looks for a new design.days are change rapidly blessings of the internet. if we want to convince our client your design should be different then others. In a word it's unique. Hasan vi made a DVD that assists you to grow a big designer. Everybody who becomes a designer must watch it.
Was this review helpful to you?
or
amar kace dvd ta ace ,khub valo video.
Was this review helpful to you?
or
Awesome Tutorial Awesome Tutorial and best voice . Thank you Hasan zobair vai. And also thanx to rokomari.com*
Was this review helpful to you?
or
খুব সুন্দর ভাবে গোছানো একটি বই এবং সিডি। এটি আমার অনেক উপকার করেছে। এর মাধ্যমে আমি খুব সহজে টপিক গুলো শিখতে পেরেছি। খুব সহজ বোধ্য করে উপস্থাপন করা হয়েছে টপিক গুলো। ভিডিও কোয়ালিটি খুব ভালো। ধন্যবাদ, প্রযুক্তি টিম কে। এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের হাতে তুলে দেয়ার জন্যে।
Was this review helpful to you?
or
ভিডিওগুলোতে অনেক সুন্দরভাবে কাজগুলো উপস্থাপন করা হয়েছে।
Was this review helpful to you?
or
খুব গুছানো টিউটোরিয়াল কোর্স। আপডেটেড সফটওয়্যার দিয়ে করা। নতুনরা সহজেই এই কোর্স দেখে ফটোশপ শিখতে পারবে।
Was this review helpful to you?
or
খুবই সাজানো গোছানো টিউটোরিয়াল
Was this review helpful to you?
or
best tutorial
Was this review helpful to you?
or
কেউ বিশ্বাস করেন অার নাই করেন ! প্রযুক্তি টিম এর টিউটোরিয়াল গুলো অসাধারণ !!!!!!
Was this review helpful to you?
or
আমি বেসিক লেভেল থেকে সকল বিষয়ে শিখতে পেরেছি তবে সবচেয়ে মজার বিষয় হল যে সফটওয়্যার দেওয়া আছে আমাকে আর কিনতে হয় নি দোকান থেকে । মোঃ আখতারুজ্জামান
Was this review helpful to you?
or
ভালই লেগেছে । কয়েকটি টিউটরিয়াল দেখেছিলাম। বাকিগুলো আশা করি সময় করে দেখবো। :D
Was this review helpful to you?
or
DVD quality was not good
Was this review helpful to you?
or
Great Product. Love It
Was this review helpful to you?
or
হাসান যোবায়ের ভাইয়ের প্রত্যেকটি টিউটোরিয়ালই অসাধারণ। তার ভিডিওতে অত্যন্ত সহজ ভাবে বোঝানো হয়ে থাকে। তাই তার টিউটোরিয়ালগুলো এত সেরা। প্রতি বারের মতো এবার তিনি একটি অসাধারণ টিউটোরিয়াল বানিয়েছেন। এজন্য তাকে ধন্নবাদ। :D Keep it up Bro.
Was this review helpful to you?
or
গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে। তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে। এর কারণগুলো হলো- ১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে। ২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে। ৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে। ৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে। ৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। সব শেষে এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই। আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন। তিনি বাংলাদেশের জন্যে আশীর্বাদ। সাইদুল ইসলাম টপ রেটেড ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ডট কম (www.upwork.com)
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম আমি কয়েক মাস আগেও ফটোসপের কিছুই বুঝতাম না। অনেকবার চেষ্টা করে একদিন ফটোসপের আগের ভার্শন সফটওয়্যার ইন্সটল করেছিলাম। তারপর ফটোসপ ওপেন করতে শিখলাম। একদিন নিজে নিজে নিউ পেজ ওপেন করাও শিখে ফেললাম। কিন্তু আর কিছুই পারতাম না। তাই ডিজাইন শিখতে ঢাকার একটা নামকরা ট্রেনিং সেন্টারে ভর্তি হবার জন্য কোর্স ফি ২০,০০০ টাকাও সংগ্রহ করে ফেলেছিলাম। কিন্তু সময়ের অভাবে ট্রেনিং সেন্টারে ভর্তি হইনাই। একদিন হাসান ভাইয়ের ভিডিও টিউটোরিয়াল এর কথা কোথায় যেন শুনেছিলাম। তারপর মাল্টিপ্লান সেন্টার থেকে সিডি সংগ্রহ করে খুব সহজে ফটোসপ শিখতে শুরু করলাম। এখন ফটোসপের আরও এডভান্স টিউটোরিয়াল এর জন্য অপেক্ষা করতেছি।
Was this review helpful to you?
or
আমি কিছু দিন আগেও গ্রাফিক্স ডিজাইন এর কিছুই জানতাম না ইউটিউবে একদিন হাসান যোবায়ের ভাই এর ভিডিও টিউটোরিয়াল দেখে ডিভিডিগুলো নিলাম দেখলাম এবং অনেক কিছু শিখলাম অনেক অনেক ধন্যবাদ হাসান যোবায়ের ভাই
Was this review helpful to you?
or
ভিডিওটা দারুন লেগেছে। আগের সব গুলো আমি কিনেছি। তবে এবারের ভিডিও গুলো বেশি ভালো লেগেছে। আগের গুলো এবং নতুন গুলো মিলিয়ে এক কথায় অসাধারন। ধন্যবাদ
Was this review helpful to you?
or
very bad tutorial
Was this review helpful to you?
or
বর্তমান যুগ হলো ডিএসএলআর আর ফটোশপের যুগ আধুনিক ক্যামেরা দিয়ে ছবি তুলে ফটোশপের মাধ্যমে এডিট করে সুন্দরভাবে উপস্থাপন করে তোলা যায় যে কোন যুগের ছবিকে ফটোশপের মাধ্যমে কালারফুল করে তুলতে পারেন তবে এর জন্য যাই নিয়ম অনুযায়ী ফটোশপের কাজ শেখা আপনি এই বইতে ফটোশপের সমস্ত নিয়মাবলী পেয়ে যাবেন যা সহজেই ফটোগ্রাফের সব কাজ আপনি করতে পারবেন বইটি আপন কিনতে পারেন,,
Was this review helpful to you?
or
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন! আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ Mohammad Saidul Islam বলেছেনঃ গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে। তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে। এর কারণগুলো হলো- ১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে। ২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে। ৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে। ৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে। ৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই। আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন। সাইদুল ইসলাম টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com Tarek Khan বলেছেনঃ প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি। আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন। Mohammad Ali বলেছেনঃ হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে। প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী। সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী টিউটোরিয়াল বানান। এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ। কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ আমিতো নতুন। আমি কি শিখতে পারবো? -হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে। আমি কি এই ফটোশপ কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো? -ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো? -আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে। ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার? -ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন! ফটোশপ নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি? – না নেই। এই টিউটোরিয়াল কোর্সেই পুরো ফটোশপ নিয়ে আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
ফটোশপে আগে ক্রপ করা, রিসাইজ করা, টুকটাক এগুলো ছাড়া তেমন কিছুই জানতাম না। বই পড়ে কয়েকবার শেখার চেষ্টা করেও শিখতে পারিনি। এখন নিজের ছবি নিজেই এডিট করতে পারি। আমার জন্য এটা অনেক আনন্দের। শুরুর দিকে সাউন্ড কিছুটা কম শোনা গেলেও তেমন কোন সমস্যা হয়নি। কারন, টিউটোরিয়ালগুলো বারবার দেখেছি। এতে তিনি কি বলছেন এবং কি করছেন তা বুঝতে সমস্যা হয়নি। কিছু বিষয় বাদ পড়ে গেছে, এগুলো পরবর্তীতে কোন টিউটোরিয়ালে বলে দিলে ভাল হবে। এই টিউটোরিয়ালগুলো দেখে আমার মতো যারা নতুন তারা খুব সহজেই শিখতে পারবে বলে মনে করি। আরও টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা....। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Awesome Tutorial. Thank you Hasan zobair vai. And also thanx to rokomari.com............
Was this review helpful to you?
or
তয় তিতরিয়াল বহুত সুন্দর হইসে.........। আমি এবার ফটোশপ আর মাস্টর হমু হমু........................... আর আমার মত কম জানা লোকে যদি মাস্টর হয় অন্য মাইনশে যে সুপার মাস্টর হয়ব এতা কনফার্ম .................. ওকে থেঙ্কু ভেরি মুচ, তুক্কু ম্যাচ
Was this review helpful to you?
or
আমি হাসান ভাইয়ের টিউটোরিয়াল গুলো আগেও দেখেছি , অনেক মান সম্মত !! আশা করি ভালোই হবে ।
Was this review helpful to you?
or
Sound quality isn't good........Jubair vai ought to have improved sound quality.....Next time hopefully you will be conscious about that.....
Was this review helpful to you?
or
Totally D grade tutorial
Was this review helpful to you?
or
হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে। প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী। সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী টিউটোরিয়াল বানান।
Was this review helpful to you?
or
Dear Team , Thanks to make this awesome video tutorial but sound quality need to improve .. some odd sound come that's my bad headed start after listing 1 of video.. whatever awesome creation. thanks.
Was this review helpful to you?
or
অনেক অনেক ধন্যবাদ প্রযুক্তি টিম এবং হাসান যোবায়ের ভাইকে। এত বিস্তারিত এবং নিক্ষুত টিউটোরিয়াল বাংলাতে রয়েছে কিনা আমার জানা নেই। আর অনেকেই দেখলাম সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ফটোশপ সিসি ২০১৮ টিউটোরিয়ালের সাউন্ড কোয়ালিটি পুরোপুরি ইংরেজি টিউটোরিয়ালের মত। মোবাইল থেকেও স্পষ্ট শোনা যায়। আমি অনেকগুলো পেইড বাংলা টিউটোরিয়াল কোর্স চেক করেছি কিন্তু প্রযুক্তি টিমের কোর্স সবচেয়ে গোছানো এবং বিস্তারিত। ২০ ঘন্টার টিউটোরিয়াল আর কেউই অফার করেনি। তবে হাসান ভাইকে বলতে চাই কথাগুলো আরো গোছানো হলে ভাল হয় যেমনটা RJ দের হয়ে থাকে। আপনার কাছে আরো বেশি আশা করি। সবার জন্য বলছি, চোখ বন্ধ করে এই টিউটোরিয়াল নিতে পারেন। এই দামে বাংলাতে আর কোথাও এত ভাল টিউটোরিয়াল পাবেন না। ইউটিউব থেকে শেখা যায় কিন্তু সেটা বিচ্ছিন্নভাবেই শেখা হয়। প্রযুক্তি টিম অন্য টিউটোরিয়ালগুলো এখনো দেখিনি। আশা করছি বাকিগুলোও ফটোশপের মত ভাল হবে।
Was this review helpful to you?
or
হাসান ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে লেটেস্ট একটি সফটওয়্যার এর ওপর এত সহজভাবে টিউটোরিয়াল প্রকাশ করার জন্য। সত্যিই খুবই খুবই উপকারী একটি টিউটোরিয়াল। সামনে এগিয়ে যান ভাই, আমরা আছি আপনার সাথে।
Was this review helpful to you?
or
অসাধারন একটা ভিডিও টিউটোরিয়াল। কিছু কথা না বললেই নয়, হাসান ভাই যেভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো উপস্থাপন করেছেন সেটা টিউটোরিয়ালগুলোকে অনেক সহজবোধ্য করে তুলেছে। আর ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। যারা ফটোশপে নতুন তাদের জন্য ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল গুলো অনেক কাজে আসবে