User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Shamim "Sr"

      03 Jun 2022 11:28 PM

      Was this review helpful to you?

      or

      Great Stories ??

      By Md. Rafid Al Nahiyan

      06 Feb 2022 03:39 PM

      Was this review helpful to you?

      or

      বেস্ট বেস্ট বেস্ট বেস্ট বেস্ট বেস্ট বেস্ট বেস্ট x 10000000 আর বলার অপেক্ষা রাখে না।

      By Shaila Jaman

      18 Mar 2020 11:19 PM

      Was this review helpful to you?

      or

      best

      By ahsan habib

      27 Feb 2020 01:36 PM

      Was this review helpful to you?

      or

      My name is kiri I'm a man who grew up in an orphanage, overseeing robots. Kom, of course, doesn't believe me. She had no idea I had no parents. I was created as a clone of the laboratory. The night has been deeper. I have to go home and sleep. But for whatever reason I do not want to go back home now. I want to walk and make myself tired. Occasionally a solitude deep within me grows. Even when I was just walking around the city alone, it was shocking to think that the vacancy was lost. I may have said more about the human side here, but in a successful science fiction book, there is no shortage of what is required. The tension and the sudden twist of the story. All in all a wonderful book. If you do not enjoy, you can write.

      By Borsha Azad

      08 Dec 2019 10:25 PM

      Was this review helpful to you?

      or

      love it

      By Wasifa Zannat

      19 Jun 2016 09:33 AM

      Was this review helpful to you?

      or

      কিরি বড় হয়েছে অনাথ আশ্রমে কিছু রবোটের তত্ত্বাবধানে। তার ধারণা তার বাবা ছিলেন না এবং মা তাকে অনেক ভালাবাসার সত্ত্বেও নিজের কাছে রাখতে পারেন নাই। তাই মা তাকে অনাথ আশ্রমে রেখে যান। কিরির বন্ধু কোম মনে করে রিকির কোন মা বাবা নাই, তাকে ল্যাবরেটরিতে একটা ক্লোন হিসেবে তৈরি করা হয়েছে। কিরি বিশ্বাস করে তার জন্ম হয়েছে বাবা মার ভালোবাসা থেকে, কিন্তু কোম কিরির এই বিশ্বাস মানতে চায় না। কোম মনে করে কিরির এই বিশ্বাস যুক্তিহীন আর যুক্তিহীন বিশ্বাস অর্থহীন। কিরি মনে করে বিশ্বাস মাত্রই অর্থহীন। প্রতিরক্ষা দফতরের দ্বিতীয় কমান্ডিং অফিসার লানার সাথে একদিন কিরির পরিচয় হয়। এক রাতে পানশালাতে কিরি কিছু দুর্বৃত্তদের হাত থেকে এক কিশোরীকে রক্ষা করে, লানা কিরির সেই সুদক্ষ কৌশল দেখে মুগ্ধ হয়ে কিরিকে প্রতিরক্ষাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু কিরি লানার এই প্রস্তাব ফিরিয়ে দেয়,সে চায় না প্রতিরক্ষাবাহিনীতে যোগ দিতে। লানা তখন কিরিকে তার কার্ড দিয়ে প্রয়োজনে যোগাযোগ করতে চায়লে কার্ডটি ব্যবহার করতে বলে। ঘটনাচক্রে সেই রাতে কিরি একটি খুনের ঘটনায় জরিয়ে পরে।এবং তাকে আটক করে তার মাথায় একটি ট্রাকিওশান লাগানো হয়। লানার কথা মনে পরায় সে লানার কার্ডটি ব্যবহার করে তার সাহায্য চায়। প্রতিরক্ষা দফতর থেকে তাকে সাহায্য করতে আসে। কিরি তাদের কাছে তার মাথার ট্রাকিওশান সরিয়ে ফেলার সাহায্য চায় কিন্তু তাদের কাছে ট্রাকিওশান একেবারে সরিয়ে ফেলার ক্ষমতা নাই তারা শুধু এটি পরিবর্তন করে দিতে পারে কিন্তু তার বিনিময়ে তাদের হয়ে কাজ করে দিতে হবে। বাধ্য হয়ে কিরি এই প্রস্তাবে রাজি হয়।কিন্তু এরপর .......?

      By Mithun Sarker

      26 Dec 2022 01:54 AM

      Was this review helpful to you?

      or

      শুধু কি ৪৬টি ক্রোমোজোম থাকলেই মানুষ হওয়া যায়? নাকি মানুষ হবার জন্যে মন দরকার হয়? বইয়ের নাম : একজন অতিমানবী বইয়ের লেখক : মোহাম্মদ জাফর ইকবাল বইয়ের পেজ সংখ্যা : ৭১টি অনেক বছর ধরেই বাড়িতে পড়েছিল বইটা। আজকে শেষ মেশ পরেই ফেললাম। এক বসায় শেষ। এটি দিয়েই টেক্সট বুক এর বাইরের সাহিত্যে পা দিচ্ছি বলতে গেলে। যদিও এর আগে অনেক বই পড়েছি তবে টা সব ইন্টারনেট এ (সব ইংরেজি)। ফিজিক্যালি পড়া এইটাই আমার প্রথম বই(বাংলা সাহিত্যে)। আর সত্যি বলতে ভালোই লেগেছে। স্টোরি: এই গল্পটি ভবিৎসতের কোনো এক সময়ে, গল্পের মূল চরিত্র হলো কিরি। সে অনাথ। একদিন দোকানে পানীয় পান করার সময় কিছু খারাপ লোক দোকানে ঢুকে পরে মানুষের অর্গান নিতে, এমন সময় কিরি এর প্রতিবাদ করে ও তাদেরকে হারিয়ে ফেলে। এর পর সে বের হয়, রাস্তায় একজন প্রতিরক্ষা ডিভিশন এর মেয়ে তাকে তাদের একটা ইউনিট এ যুক্ত হতে বলে তার কর্ম দেখে কিন্তু কিরি মানা করে দেয়। কিছুতেই না মানায় মেয়েটি তাকে একটি কমিউনিকেটর দিয়ে চলে যায়। কিছু সময় পর কয়েকজন গুন্ডা কিরি কে আক্রমণ করে, কিরি নিজের জীবন বাঁচায়, কিন্তু এর মধ্যে একজন গুন্ডা মারা যায় ঘাতকদের আঘাতে। এমন সময় পুলিশ চলে আসে পুলিশের মেশিনে দেখা যায় কিরি লোকটিকে মেরে ফেলেছে কিন্তু আসলে সে তো তাকে মারে নেই। তাকে ফাঁসানো হচ্ছে। তাকে বন্ধি করা হলে সে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মেয়েটির সাথে যোগাযোগ করে, কিছু সময় পর প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তরে বলে তারা তাকে রক্ষা করবে কিন্তু একটা শর্তে তাকে তাদের হয়ে কাজ করতে হবে। একভাবে বাধ্য হয়েই রাজি হয় কিরি, আর একদিনেই বদলে যায় তার পুরো জীবন। নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে তার দেহ কে মডিফাই করা হয়। তার মিশন হলো একজন কে মরার, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে টা মানুষ ও না আর নাই বা রোবট। কিছুই জানানো হলো না কিরি কে, শুধু বলা হলো তাকে উল্লেখ্য বস্তুটিকে মারতে হবে। এরকম করতে একদিন তাদের সংঘর্ষ হয়, মরার সময় পিছিয়ে পরে কিরি। সেই ভয়ংকরী বস্তুটি তার সম্মানে যেনো এক নিরীহ মানুষ। সে বুঝতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে সঠিক উত্তর বলে নেই। এর পরে শুরু হয় আরেক চ্যাপ্টার। - এর থেকে বেশী কিছু বললে পরে মজা পাবেন না। বইটির প্লট শুরু থেকেই বলা যায়। কারণ এরকম অসংখ্য গল্প আছে আজকের দুনিয়ায়। এরপরেও এ গল্প যেনো পাঠক কে আর্কষণ করে রাখে। সাইন্স ফিকশন হলেও এতে রয়েছে মনুষ্যত্ববোধ। রয়েছে মানবিক আচরণ ও ভালোবাসা। শেষের দিকে দিয়ে যদিও একটু বেশিই লাভ স্টোরি টাইপ লেগেছে তার পরেও যথেষ্ট ভালো ছিলো। গল্পের মূল বিষয়টি আমার কাছে অসাধারন লেগেছে। একটি সাইন্স ফিকশন বইয়ে যা যা দরকার তার সবই আছে। গল্পটাকে সুপারহিরো গল্পের সাথেও তুলনা করা যায়। গল্পটা তার সাথে মানাবেও। প্লটটি অনেকটুকু সুপারহিরো এর মতই বলা চলে। মানুষ হতে গেলে ৪৬টা ক্রোমোজোম লাগে না, লাগে ভালোবাসা ও সুন্দর মন। ওভারঅল ৭.৫/১০। এতদূর পরে থাকলে ধন্যবাদ। লেখায় বানান ভুল থাকে ক্ষমা করবেন, বাংলায় আমি বেশি লিখি না বলে অত ভালো না।

      By Swadesh Chisim

      28 Jan 2020 09:33 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে এবং অনুপ্রাণিত হয়েছি । যারা আবিষ্কার নিয়ে আগ্রহী তাদের জন্য খুবই উপযোগী। আশা করি জাফর ইকবাল সারের এই ধরনের সকল বই আমার সংগ্রহে থাকবে ??

      By আবরার জাহিন

      28 Apr 2012 05:25 PM

      Was this review helpful to you?

      or

      হলিউড মুভির কল্যাণে 'সায়েন্স ফিকশন' শুনলেই চোখের সামনে একগাদা রোবট আর বিচিত্র অস্ত্রের ঝনঝনানি কানে বেজে ওঠে। কিন্তু এর মাঝে মানবিকতা এবং ভালোবাসা ফুটিয়ে তুলতে জাফর ইকবাল স্যারের কোন জুড়ি নেই। এই বইটি তারই প্রমাণ। সাধারণ মানুষের এই পৃথিবীতে অতিমানব হওয়ার যন্ত্রনা সেই সাথে একাকীত্বের কষ্ট কতটা বেদনাদায়ক হতে পারে সেটি এই বই পরলে বোঝা যায়। গল্পের নায়ক কিরি অনাথ আশ্রমে বড় হওয়া একজন সাধারণ মানুষ। একটু স্নেহের জন্য, একটু ভালবাসার জন্য কাঙাল। সেই ভালবাসা তার জীবনে আসে অতিমানবী লাইনার সাথে পরিচয় হবার পর যে কিনা কিরির মতই নিঃসঙ্গ। গল্পের শেষে নিজের ভালোবাসা কিরি কে ছেড়ে লাইনার বিদায় এবং কিরির আর্তনাদ যেন নিজের বুকে বেদনার ঝড় তোলে। গল্প শেষ করার পরও এই হারানোর শূন্যতা মনে হাহাকার সৃষ্টি করে। আমি হয়ত এখানে মানবিক দিকের কথা বেশী বলে ফেললাম কিন্তু একটি সফল সায়েন্স ফিকশনে যা যা থাকা দরকার তার কোন কমতি নেই এই বইটিতে। টানটান উত্তেজনা আর সাথে কাহিনীর আচমকা মোড়। সব মিলিয়ে অসাধারণ একটি বই। আপনি উপভোগ না করে পারবেন না, লিখে দিতে পারি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!