User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কোন কাজেই আসে নি। টাকা টা লস কিনে।
Was this review helpful to you?
or
This tutorial is easy to understand the concepts for beginners. The style of presentation was really impressive.
Was this review helpful to you?
or
মোটামুটি বলা যায়
Was this review helpful to you?
or
বেসিক লেভেল এবং ফ্রিল্যাসিং কোনটার জন্য এই টিউটোরিয়াল যোগ্যতা রাখে না। টিউটোরিয়ালগুলোতে খ্যাত খ্যাত ভাব আছে।..আমি জানিনা হিমেল সাহেব কোন মাপের ফ্রিল্যান্সার,,তবে আমার মনে হয়েছে কোন এক লোকাল স্টুডিও দোকানীর টিউটোরিয়াল।
Was this review helpful to you?
or
Amar Mone Hoy Na Ekhane A-Z Ache ! So Dont Mind Amio DVD Ta Nichi . Etake Besic Knowlage Bola Jete Pare A-Z Nah Are Profesonaly Kaj Korara Jonno Eta Kichui Na . Are Bolar Style Ta Cang Korte Paren . Like Apni IT-Bari Er Kader Vhai Er Video Gula Dekhte Paren Obosso Tar Photoshop Er Upor Kono Tips Ney.Tobe Apnar Video Gula Sajanor Style Gula Thik Ache . Are Screen Recorder Ta Unregistered Howar Karone Video Tar Qality Te Somossa Hoiche ?
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ডিভিডি কেনার পুর্বে রিভিউ গুলো পড়ে ভেবেছিলাম ভালোই হবে কিন্ত হাতে পেয়ে সর্বনাশ একদম সব কিছু তাড়াহুড়ো করে শিখানো হয়েছে এবং নাম মাত্র একদম বাজে হয়েছে সব গুলো ব্যানার ডিজাইন বলেন আর ভিজিটিং কার্ড । তবে এই টীউটোরিয়াল গুলো একদম বাচ্চাদের জন্য ঠিক হবে। যিনারা ভালো বলে বলে রিভিউ দিয়েছেন জানিনা তারা কতদূর এই ভিডিও গুলো দেখেছেন। আর এক কথা এনার এই ভিডিও থেকে ক্রেটিভিটি বলে কিছু শিখতে পারা সম্ভব না শুধু দায় পারি কাজ করেছে মাত্র।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
এর চেয়ে বাজে টিউটেরিয়াল আর হতে পারে না । সে বাংলা কথা ঠিক মতো বলতে পারে না । প কে ফ বলে । শুদ্ধ উচ্চারন করতে পারে না ৷ সে কিছুই করতে পারে না ।ইংরেজিতো পড়তেই পাড়ে না ।
Was this review helpful to you?
or
অসাধারন হিমেল ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায়না। ঘরে বসে অনলাইনে আয় করতে চায় তাই আমি রকমারি থেকে প্রায়ই বই কিনি। আমি ওয়েব ডিজাইন, এসইও ও গ্রাফিক্স সম্পর্কিত কয়েকটি বই কিনেছি। সবগুলো ভাল কিন্তু আরও অনেক ঘাটতি আছে। প্রত্যেকটা টা টিউটোরিয়াল পুরনো, নতুন করে আপগ্রেড করা দরকার। যাহোক এখন মূল কথায় আসি, হিমেল ভাইয়ের ইলাস্ট্রেটর-এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল যখন হাতে পায় তখন এর কভার দেখে মনে হয়েছিল ভিডিও টিউটোরিয়ালটি ভাল লাগবেনা। কিন্তু যখন টিউটোরিয়ালটি দেখতে শুরু করলাম তখন মনে হলো এই প্রথম একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেলাম যা শিখতে পারলে যে কেউ অনলাইন থেকে উপার্জন করতে পারবে। আর একটা কথা আমি শিখতে পারলাম : Never Judge A Book By Its Cover । আশা করছি আপনার ফটোশপ টিউটোরিয়ালটিও আমাকে নিরাশ করবে না।
Was this review helpful to you?
or
সবাই ভালো রিভিউ আর রেটিং—এ পাঁচটি তারকা দেখেই ডিভিডি অর্ডার করে দিবে। বেশ ভালো কথা। তবে সচেতন কাস্টমারদের বলছি (যারা রিভিউ গুলো মনযোগ দিয়ে পড়ছেন), আমাদের দেশে মান সম্মত টিউটোরিয়ালের বড় আকাল। আর এখন পর্যন্ত বাজারের শত অখাদ্যের ভেতর এই ডিভিডির টিউটোরিয়ালগুলো কে আমার তেমন আহামরি কোন কিছু মনে হয়নি। কারণ টুলস পরিচিত কিংবা ইন্টারফেস সম্পর্কে ধারণা দিতে গিয়েও মানসম্মত প্রজেক্ট করে দেখিয়েও সেই ধারণাটুকু মানুষকে দেয়া যেতো। আর বাজারে নিজের টিউটোরিয়াল ছাড়ার আগে মানুষের টাকার একটা সঠিক মূল্যায়ণের চিন্তা ডিভিডির প্রকাশক কিংবা তৈরিকারকের মাথায় থাকা প্রয়োজন ছিলো। হিমেল সাহেবের প্রতিটি প্রজেক্টে তার রূপবান টাইপ ব্যানার, আর বারং বার ঔ নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কমলা কালারের যেই সেই রূচি ও কালার সম্পর্কে ভদ্র লোকের জ্ঞানটুকু যেভাবে তিনি প্রদর্শন করেছেন সেটিতে নিজের পরিশ্রম এবং লোকের সময় ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই করতে পেরেছেন বলে একটি বারের জন্যও আমার মনে হয়নি ভিডিওগুলো দেখার মুহূর্তে। না জেনে উপহার হিসেবে দেবার জন্যে একজনের জন্য এই ডিভিডি অর্ডার করেছিলাম। এর কনটেন্ট ও তার মান দেখে আমি পুরোই হতাশ। আমি দাম অনুযায়ী একটি ফাল্তু ডিভিডি কিনলাম। আমাদের দেশের প্রফেশনাল ডিজাইনারদের হাতে অন্য কে শিক্ষা দেবার মতন সময়টুকু নেই। তাই বাজার এখন এমনতর নানান প্রকারের অখাদ্যতে পরিপূর্ণ।
Was this review helpful to you?
or
this is cool and very helpful for me.
Was this review helpful to you?
or
motamuti valo.boita ha te aste 12 din lagse
Was this review helpful to you?
or
আমি সর্বোচ্চ ৩ তারকা চিহ্নিত করতে পারতাম। করিনি কেবল পণ্যটির ব্যাপারে যে বানোয়াট রিভিউগুলো আছে তা দেখে আমি বিস্মিত। পণ্যটি বেসিক লেভেলের উপযোগী।এবং আমিও সেই বেসিক লেভেলেরই ইউজার। কিন্তু তিনি উল্লেখ করেছেন এটা প্রফেশনাল। যা কোনমতেই বিশ্বাসযোগ্য না। তবুও বলব তিনি মোটামুটি ফটোশপের সবখানে বিচরণ করলেও উপস্থাপণ অতটা আকর্ষণীয় হয়নাই, সেইসাথে ভিডিও এডিটিংও তেমন মানসম্মত নয়। যারা একেবারেই Adobe এর Aও জানেনা তারা হয়তো এটা দেখে ৪/৫ দিতেও পারে আর সেটা তাদের রিভিউ ধরণ ও কিবোর্ডে লেখা দেখেও বোঝা যাবে তারা তেমন কিছু জানেন না। কিন্তু এখানে এমন অনেকেই রিভিউ দিয়েছেন যারা কেউ কেউ বলেছেন তারা আগেপরে বাইরের বহু বা বেশকিছু টিউটোরিয়াল দেখে এসেছেন এবং এটা তাদের সমতুল্য বা তারও অধিক। সত্যিই? এমন রিভিউ দেখে একজন ব্যবহারকারী হিসেবে তখন আমার বাকরুদ্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক। তবু লিখছি। আজকাল ইউটিউব ভিডিওগুলোও অনেকেই ভালো মানের ভিডিও এডিটর দিয়ে ভিডিওটাকে উপস্থাপন করার চেষ্টা করেন, সেখানে উনি যেন জাস্ট স্ক্রিণ রেকর্ড করেছেন আর ছেড়ে দিয়েছেন। আগেতো দর্শনধারী, তারপর গুণবিচারী। আপনি অনেক জানলেও সেটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন না করতে পারলে দর্শক সেটা কিভাবে আয়ত্ত করবে? কথা বলার ভঙ্গিতেও একটা সতেজতা থাকা দরকার, যেটা হিমেল সাহেবের কন্ঠে আমি পাইনাই। হ্যাঁঁ কথা ছাড়াও ভিডিও হয়, সেক্ষেত্রে ভিডিওর কারসাজিতে আরও নৈপুণ্য দরকার ছিলো। তো যারা আগেপরে বাইরের বিভিন্ন টিউটোরিয়াল দেখেও নাকি বলছেন এটা সেরা, আমার সন্দেহ আছে আপনারা আদৌ বাইরের টিউটোরিয়াল সেভাবে দেখেছেন ? নাকি না কিনেই ভাওতাবাজি করছেন? যত যাই হোক বাইরের ভিডিও সাথে তুলনা করলে এটাকে ৪/৫ তারকায় কখনই মুল্যায়ন করা যাবে না। পরিশেষে, কেউ যদি বেসিক লেভেলের জন্য নিতে চান আশাকরি অসুবিধা হবে না। ধন্যবাদ
Was this review helpful to you?
or
হিমেল ভাই চমৎকার একটি কাজ করেছে! ধন্যবাদ হিমেল ভাইকে, ধন্যবাদ রকমারি পরিবার কে।
Was this review helpful to you?
or
thank u very much for this tutorial.
Was this review helpful to you?
or
অনেক ভালো কাজ দেখানো হয়েছে ৷
Was this review helpful to you?
or
kuv valo laglo
Was this review helpful to you?
or
good!
Was this review helpful to you?
or
ডিভিডি টি দেখে ভেবেছিলাম একটা লোক এত রকমের কাজ জানে এটা কি সম্ভব? কিন্তু ডিভিডি টি হাতে পেয়েই বুঝতে পেরেছি যিনি ডিভিডিটি তৈরী এবং কনটেন্ট গুলো লিখেছেন। সে আসলেই অনেক কিছু জানে। তিনি যেমন জানে তেমনি কাজও করেন তেমনি চমৎকার টিউটোরিয়াল বানিয়েও দেখিয়েছেন।
Was this review helpful to you?
or
youtube a onk tutorial dekhechi onk vlo vlo tutorial youtube a ace, kintu shikhar jonno kono tutorial ajo paini. but ai tutorial ti khub sundor sajano guchano. ai tutorial dekhe aj onk kichu shikhechi. asa korchi baki tutorial gulo sesh korle aro onk kichu shikte parbo.
Was this review helpful to you?
or
ami ak jon Photographer graphic design somporke amar kono idea and agroho konotai nei tobuo ai tutorial ti dekhe onek kichu shikhlam. jehetu Graphic design shomporke amar age theke kono idea chilo na, tai kichu bolte o parchi na. kintu photo editing bapare bolte gele atai bolbo ai tutorial a photographerder jana proyojon amon kono bishoy nei ja ai tutorial a nei. himel vai is a talented photo Editor!
Was this review helpful to you?
or
vai onek valo hoyeche. tobe kichu manush ace jara apnar ai kaz sundortomo kaz take mollo na diye somlachona korbe. k ki bollo k ki korlo pichone takanor dorkar nai himel vai. go ahead
Was this review helpful to you?
or
মোটামুটি ভালোই লাগলো
Was this review helpful to you?
or
onk onk onk vlo. bd te ato vlo tutorial pabo cinta o kora jay na, opekkhay aci illustratorer tutorial tar jonno. kobe pabo???????? ota pelei ami pakkha designer!
Was this review helpful to you?
or
Thanks to Himel vai and rokomari.com for this present .I Like it very much
Was this review helpful to you?
or
হিমেল ভাই, আপনার টিউটোরিয়াল গুলো দেখলাম, অনেক ভালো কাজ এবং খুব সাজানো গুছানো। যাঁরা শিখতে চান তারা এখান থেকেই সব কিছু শিখতে পারবে। তবে আপনার কাভারটির সর্ম্পকে আমার মন্তব্য : এটি অনেক বেশি হিবি জিবি হয়ে গেছে। যদি পারে কাভারটি আরেক টু সহজ ভাবে ডিজাইন করুন।
Was this review helpful to you?
or
ফটোশপের বেসিক লেভেলের জন্য ভাল তবে ফ্রিল্যান্সিং কাজের জন্য এটি মোটেই যোগ্যতা রাখে না কারন ফ্রিল্যান্সিং কাজ উপযোগি কোন প্রকার কাজ হিমেল সাহেব করে দেখান নি । আমি একটি উদাহরন দিতে চাই যেমন ব্যানার ডিজাইন অথবা কোন কোন প্রকার ওয়েব ইলিমেন্ট তিনি সরাসরি করে দেখান নি । তবে আমি এতটুকু বলতে চাই আপনি বিভিন্ন টুল এবং সে সম্পর্কিত কিছৃ ব্যবহার দেখিয়েছেন তা হলে তো চলবে না । কারন এই টুল গুল ব্যবহার করে কিভাবে ফ্রিল্যান্সিং উপযোগি কাজ গুলো করতে হয় তা দেখান নি তাই আমি মনে করি যারা বেসিক ধারনা নিবে তাদের জন্য ভাল কিন্তু ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই এটি তাদের জন্য নয় । কারন আমি বিভন্ন টুলস সম্পর্কে ধারনা নিলাম আর কাজ শিখে ফেললাম তা নয় । ধন্যবাদ রাগ করবেন না হিমেল সাহেব এটাই বাস্তবতা একটা মানুয কাজ শিখবে কেন ? কারন ফ্রিল্যান্সিং করার জন্য তাহলে এটি দিয়ে কি লাভ তবে হ্যা বেসিক ধারনা নেওয়ার জন্য্ ঠিক আছে ।