User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই rokomari.comকে।তাদের কারণে আজ আমরা ঘরে বসে অনেক কিছু পাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে তারা ধোকাবাজ হিমেলে সাহেবের ফালতু ভিডিও গুলো তাদের স্টকে রেখেছে। ভালো রিভিও দেখে তার সিলেবাস দেখে খুব আশা করে তার টিউটোরিয়াল গুলো কিনেছিলাম. কিন্তু কেনার পর বুঝলাম,শুধু সময় লস ছাড়া আর কিছুই না।সাউন্ড কোয়ালিটি একদম বাজে,কথা বলার স্টাইল একদম বাজে,(একজন শিক্ষকের মেইন জিনিস হচ্ছে তার কথা বলার স্টাইল,যার কথা বলার স্টাইল যত ভালো সে তত সুন্দর করে বুঝাতে পারবে) তাই rokomari.com কে রিকুয়েস্ট করলাম,তার টিউটোরিয়াল গুলো বাদ দিতে,অথবা আমাদের করা রিভিও গুলো থেকে শিক্ষা নিয়ে হিমেল সাহেবকে অনুরোধ জানাবো আবার নতুন করে সুন্দর করে টিউটোরিয়াল বানান। ধন্যবাদ rokomari.com।
Was this review helpful to you?
or
awesome!!! ১৫-২০ ট্রেনিং সেন্টারে দিয়ে। ঘরে বসেই ৫৬৩ টাকায় শেখার জন্য বেস্ট।
Was this review helpful to you?
or
Photoshop CC 2015 and Illustrator CC 2015 Use koren. CS6 khubi poraton.
Was this review helpful to you?
or
অসাধারন হিমেল ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায়না। ঘরে বসে অনলাইনে আয় করতে চায় তাই আমি রকমারি থেকে প্রায়ই বই কিনি। আমি ওয়েব ডিজাইন, এসইও ও গ্রাফিক্স সম্পর্কিত কয়েকটি বই কিনেছি। সবগুলো ভাল কিন্তু আরও অনেক ঘাটতি আছে। প্রত্যেকটা টা টিউটোরিয়াল পুরনো, নতুন করে আপগ্রেড করা দরকার। যাহোক এখন মূল কথায় আসি, হিমেল ভাইয়ের ইলাস্ট্রেটর-এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল যখন হাতে পায় তখন এর কভার দেখে মনে হয়েছিল ভিডিও টিউটোরিয়ালটি ভাল লাগবেনা। কিন্তু যখন টিউটোরিয়ালটি দেখতে শুরু করলাম তখন মনে হলো এই প্রথম একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেলাম যা শিখতে পারলে যে কেউ অনলাইন থেকে উপার্জন করতে পারবে। আর একটা কথা আমি শিখতে পারলাম : Never Judge A Book By Its Cover । আশা করছি আপনার ফটোশপ টিউটোরিয়ালটিও আমাকে নিরাশ করবে না।
Was this review helpful to you?
or
খুবই ইফেকটিভ টিউটোরিয়াল! অনেক কিছু শিখলাম , আপনাকে অনেক ধন্যবাদ ,
Was this review helpful to you?
or
designvision
Was this review helpful to you?
or
হিমেল ভাই চমৎকার টিউটোরিয়াল উপহার দিয়েছেন সেজন্য তাকে অভিনন্দন জানাই । ভবিষ্যতে আরও কিছু জিনিসের টিউটোরিয়াল পাবো সে আশাই ব্যাক্ত করছি । ধন্যবাদ ভাই ।
Was this review helpful to you?
or
খুবই ইফেকটিভ টিউটোরিয়াল!! হিমেল আপনি যেইভাবে এই টিউটোরিয়ালে খুব সহজে লেসন গুলো শিখিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর কাজ শিখতে চাই তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল অনেক হেল্পফুল। আবারো আপনাকে ধন্যবাদ হিমেল ভাই, এতো সুন্দরভাবে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য।
Was this review helpful to you?
or
সবাই ভালো রিভিউ আর রেটিং—এ পাঁচটি তারকা দেখেই ডিভিডি অর্ডার করে দিবে। বেশ ভালো কথা। তবে সচেতন কাস্টমারদের বলছি (যারা রিভিউ গুলো মনযোগ দিয়ে পড়ছেন), আমাদের দেশে মান সম্মত টিউটোরিয়ালের বড় আকাল। আর এখন পর্যন্ত বাজারের শত অখাদ্যের ভেতর এই ডিভিডির টিউটোরিয়ালগুলো কে আমার তেমন আহামরি কোন কিছু মনে হয়নি। কারণ টুলস পরিচিত কিংবা ইন্টারফেস সম্পর্কে ধারণা দিতে গিয়েও মানসম্মত প্রজেক্ট করে দেখিয়েও সেই ধারণাটুকু মানুষকে দেয়া যেতো। আর বাজারে নিজের টিউটোরিয়াল ছাড়ার আগে মানুষের টাকার একটা সঠিক মূল্যায়ণের চিন্তা ডিভিডির প্রকাশক কিংবা তৈরিকারকের মাথায় থাকা প্রয়োজন ছিলো। হিমেল সাহেবের প্রতিটি প্রজেক্টে তার রূপবান টাইপ ব্যানার, আর বারং বার ঔ নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কমলা কালারের যেই সেই রূচি ও কালার সম্পর্কে ভদ্র লোকের জ্ঞানটুকু যেভাবে তিনি প্রদর্শন করেছেন সেটিতে নিজের পরিশ্রম এবং লোকের সময় ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই করতে পেরেছেন বলে একটি বারের জন্যও আমার মনে হয়নি ভিডিওগুলো দেখার মুহূর্তে। না জেনে উপহার হিসেবে দেবার জন্যে একজনের জন্য এই ডিভিডি অর্ডার করেছিলাম। এর কনটেন্ট ও তার মান দেখে আমি পুরোই হতাশ। আমি দাম অনুযায়ী একটি ফাল্তু ডিভিডি কিনলাম। আমাদের দেশের প্রফেশনাল ডিজাইনারদের হাতে অন্য কে শিক্ষা দেবার মতন সময়টুকু নেই। তাই বাজার এখন এমনতর নানান প্রকারের অখাদ্যতে পরিপূর্ণ।
Was this review helpful to you?
or
হিমেল ভাই চমৎকার একটি কাজ করেছে! ধন্যবাদ হিমেল ভাইকে, ধন্যবাদ রকমারি পরিবার কে।
Was this review helpful to you?
or
অনেকর ভাল রিভিউ দেখে কিনি! এখন মনে হচ্ছে সব ভাড়া করা রিভিউ! তার টিউটোরিয়াল বানানোর আগে ইংরেজি শেখার উচিত ছিল! ওপেন- তার ভাষায় ওফেন, মুভ তার ভাষায় মুপ। ভিডিও দেথতে গেলে তো মাথা ঠান্ডা থাকা লাগে! ভিডিও তৈরি কারীর কথার চেয়ে শো শো শব্দ এ মাথার কানের অবস্থা খারাপ। এতো বাজে সাউন্ড আগে জানলে কখনোই কিনতাম না। টাকা টাই বরবাদ।।