User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Back Bencher's club
A totally new comics, for everyone brings a group of university students and their life in front of you. The sweet, bitter and sad moments of their lives are brought in front of you in neat sketch.
ভোরের কারিগররা!
আমাদের স্বাধীনতার ভোরের কারিগর, কেমন মানুষ ছিলেন তাঁরা- ইতিহাসের নির্জীব শুষ্ক মানুষ নয়, জীবন্ত মানুষ তাদের নিয়েই এই বই। প্রত্যেকের সংগ্রহে থাকা উচিৎ।
কাফকাময় জীবন!
পাঠক সমাবেশ কে ধন্যবাদ এইরকম অসাধারণ একজন লেখকের বই আমাদের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেয়ার জন্য। অনুবাদক মাসরুর আরেফিন তার সহজ সাবলীল অনুবাদ এর জন্য ধন্যবাদের দাবীদার।
অনন্য সৃষ্টি!
আনিসুল হক, তার এই বই এর মাধ্যমে আমাদের সামনে তুলে এনেছেন তাদের; যারা আমাদের দেশের ইতিহাস গড়েছিল। খুব চমৎকার একটি বই।
অসাধারণ!
হুমায়ুন আহমেদ স্যার এর এই উপন্যাসটি তার এক অতুলনীয় সৃষ্টি। মুক্তিযুদ্ধের উপর খুব কম বই এরকম নাটকীয় এবং সাবলিল ভাবে লিখা হয়েছে। আমাদের দুর্ভাগ্য স্যার আমাদের সাথে নেই। নাহলে তিনিও দেখতে পারতেন তার উপন্যাস টি কীরকম বিপুল পাঠক-প্রিয়তা পেয়েছে। আমি মনে করি, একজন দেশপ্রেমিক এবং একজন সচেতন ব্যাক্তি হিসেবে প্রত্যেকের বইটি পরা উচিৎ। সংগ্রহে রাখার মত ১ টি বই। স্যালুট হুমায়ুন আহমেদ!
সাম্ভালা দ্বিতীয় যাত্রা
বইটা পড়ে আমি মুগ্ধ। এতো চমৎকার বই, এক নিশ্বাসে শেষ করার মতো। প্রথম বই সাম্ভালার মতো এটিও দারুনভাবে ধরে রেখেছে বইয়ের শেষ পযন্ত। যতোটা জানি শেষ পর্ব পযন্ত অপেক্ষা করতে হবে আমাদের। বিদেশি লেখকদের তুলনায় আমাদের দেশি লেখকরাও যে পিছিয়ে নেই এই বইটি তা প্রমান করে। আমি সাম্ভালা ট্রিলোজির শেষ পর্বের অপেক্ষায় রইলাম।
মূলধারা’ ৭১ : অসাধারণ মুক্তিযুদ্ধ বিষয়ক বই
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জানতে এটি একটি অবশ্য পাঠ্য বই। এর আলোচিত সময় ১৯৭১-এর মার্চ তেকে ১৯৭২-এর ১০ই জানুয়ারীতে শেখ মুজিবরের স্বদেশ প্রত্যাবর্তনকাল পর্যন্ত। বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধের পরিকল্পনা, উদ্যোগ ও মূল ঘটনাধারা। লেখক এ সময়টায় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের যে সব নীতি ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন এবং সংগ্রামের সাংগঠনিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার যে দিকগুলো সম্পর্কে অবহতি ছিলেন, তাই বর্ণনা করেছেন।
ভাল্লাগসে :)
এক নিশ্বাসে পইড়া শেষ করলাম "ব্যাক বেঞ্চারস ক্লাব" ... জোসসসস লাগসে... দুরদান্ত স্টোরি লাইন... অসাধারন আঁকা... বিশেষ কইরা অনি যখন লাফ দিয়া পড়ল তখন তো চউখখে পানি আয়া পড়ল ... তবে আমার সবচেয়ে ভাল্লাগসে গামা রে... অর এপিয়ারেন্স কম হইসে :( অরে আরও দেখতে চাই...আর এই সিরিজের সব গুলা কাল্কেকশন এ রাখতে চাই... ইনশাল্লাহ...
চরম
শাহরিয়ার এর বেসিক আলি নিয়ে কোনো কথা হবে না --- কার্টুন একা - লেখা পরে হাসতে বাধ্য -- ছোট বড় সবার জন্য একটা নির্মল আনন্দের কমিক্স