User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
চমত্কার প্রথম উপন্যাস
৯০-এর দশকে কবিতার মাধ্যমে লীসা গাজীর সাহিত্যে পদার্পণ। রৌরব তার প্রথম উপন্যাস এবং লেখিকা এই উপন্যাসে প্রচুর মুন্সিয়ানার ছাপ রেখেছেন। চরিত্র অংকন, কাহিনী বিন্যাস, ভাষার কারুকাজ - সব ক্ষেত্রেই রৌরব কৌতুহলী পাঠকের মনোযোগ এবং আকর্ষণ ধরে রাখতে পারবে বলে বিশ্বাস করি। তার দ্বিতীয় উপন্যাসের অপেক্ষায় থাকলাম।
Feeling Happy, Proud & Many More...!
Just nothing to say... All the best wishes to all who buying, reading & commenting... Also grateful to all of u 4 help us to do it successfuly... :)
কাহিনী সংক্ষেপ
দীর্ঘ বিপদসংকুল সময়টাকে আরিয়ে এলেও শেষ রক্ষা হল না। ধ্বংস হয়ে গেল ফাউন্ডেশন। পরাজিত হল মিউল এর মিউট্যান্ট পাওয়ার এর কাছে। কিন্তু বাস্তব কোন ভিত্তি না থাকলেও অনেকেই বিশ্বাস করে মানবজাতিকে রক্ষার জন্য, মানবজাতির দীর্ঘদিনের জ্ঞান সংরক্ষনের জন্য গ্যালাক্সির কোন এক সেস প্রান্তে রয়েছে দ্বিতীয় ফাউন্ডেশন। মিউল প্রথমে দ্বিতীয় ফাউন্ডেশন খুঁজে পেতে ব্যর্থ হয়। কিন্তু এখন সে নিশ্চিত জানে যে কোথায় আছে দ্বিতীয় ফাউন্ডেশন। অন্যদিকে প্রথম ফাউন্ডেশনও চায় ওদেরকে খুঁজে বের করতে। কারন প্রথম ফাউন্ডেশন জ্ঞান-বিজ্ঞান এব...See More
গল্পের মান
অসাধারন সব গল্পের মাঝে আমার গল্পটাও রয়েছে। সত্যি আমি আনন্দিত এক ঝাঁক তরুণ লেখকের সাথে নিজের লিখা প্রকাশ হওয়াতে। আশা করি সবাই বইটি পড়বেন। গল্পের মান আসলেই অসাধারন :)
দারুণ
আমার একটা গল্পও এই বইটাতে আছে বলে খুব খুশি লাগছে। বইটার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত। আর সম্পাদক ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার আন্তরিক প্রচেষ্টার কারণেই বইটা আলোর মুখ দেখেছে।
চমৎকার একটি বই
এক কথায় অসাধারণ, সাহিত্যের সব স্বাদকে এক মলাটের ভেতরে ছোট পরিসরে পাওয়া গেছে বইটিতে। এভাবে নিয়মিত বের হলে আমার মতো কিপটা, লোভী পাঠকরা একসাথেই সব পাবে। বইয়ের সব লেখকদের ধন্যবাদ।
চমৎকার
চমৎকার বই। কালেকশনে রাখার মতন। সৌজন্য কপি পেয়ে গর্বিত।
সবগুলোই চমৎকার
জাফর স্যারের লেখার মান নিয়ে কারও ই সন্দেহ থাকার কথা না । এটাও তার ব্যাতিক্রম নয় । সবগুলোই অসাধারন লেগেছে ।
থিওরি অব রিলেটিভিটি
বইটির বোধগম্য সহজ ভাষার কারণে থিওরি অব রিলেটিভিটির কঠিন বিষয় গুলি খুব সহজেই সবাই বুঝতে পারবে।