User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
bigganbaksho is so exciting and curious
Apnader Idea ta onk sundor. Eta dara amra onk experiment kore dekhte pari. And again thanks for this awesome product
ট্যানগ্রাম হাতে পাওয়ার পর আমার মনে হয়েছিল বিজ্ঞানবাক্স আমাকে ঠকিয়েছে। মাত্র সাতটা কাঠের টুকরার দাম ৭৫০ টাকা!!! পরে অবশ্য ম্যানুয়াল বই দেখে এবং মেজারমেন্ট গাইড দেখে মন ভরে গিয়েছে। ম্যানুয়াল বইতে প্রায় ৪৫০টি আকৃতি এক্সারসাইজ এবং সলুশন আকারে দেওয়া আছে। আর বক্সে একটা কমপ্লিট ট্যানগ্রামতো দেওয়া আছেই, পাশাপাশি মেজারমেন্ট গাইড এবং সাত রঙের সাতটি শীট ব্যবহার করে আরো সাতটি ট্যানগ্রাম বানানো যাবে।
ভালো একটা কিট। ব্যাবহারের আগে দামটা বেশী মনে হলেও ছোট ভাই যখন ব্যাবহার করেছে তারপর মনে হয়েছে দামটা যথার্থ হয়েছে
অসম্ভব ভালো একটা কিট। মাত্র কয়েকটা সাধারন কাঠের টুকরো দিয়েই আমার সামনেই বাচ্চারা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলছে। স্কুলের ড্রোয়িং ক্লাস গুলোর জন্যেও এর ভালোই ব্যাবহার হবে বলে মনে হয়।
ফোকাস চ্যালেঞ্জ নামের এই বিজ্ঞানের কিটটা আমার খুব ভালো লেগেছে। বানিজ্য মেলায় খেলতে খেলতে যখন এইটার উপরে নজর পরে এর পর থেকে আমরা দুই ভাই খুব ভালো ভাবেই এই ফোকাস চ্যালেঞ্জের প্রতি আকৃষ্ট হয়ে যাই। যারা আমাদের বয়স এর (২২+) তাদের এইটা ব্যাবহার করা দেখা উচিত বলে আমি মনে করি।
ক্যাপ্টেন কিউরিয়াস কিটটি কিনেছিলাম আমার মেয়ের জন্য কিন্তু আমার মেয়ে এই কিটটি নিয়ে তেমন আনন্দ উপভোগ করতে পারেনি অন্য বক্স কিনে যেমন আনন্দ পেয়েছিল ।আমি চাই পরবর্তীতে এই ধরনের স্মার্ট কীট বের করতে চাইলে আরও ভেবে চিন্তে বের করবেন বলে আশাকরি।
ফোকাস চ্যালেঞ্জ আমার ছেলের জন্য কেনা হয়েছিল যেটা ফোকাস ও মনোযোগ বৃদ্ধি করে। কিটটি পরিবারের সবাই মিলেমিশে খেলি ও ভিশন আনন্দ উপভোগ করি, বিশেষ করে আমার ছেলে অনেক আনন্দ উপভোগ করে। এই ধরনের স্মার্ট কিট শুধু আমাদের পরিবারকে নয় অসংখ্য পরিবারকে আনন্দ দিচ্ছে। এই ধরনের স্মার্টকিট আবিষ্কারের জন্য বিজ্ঞানবাক্স পরিবারকে ধন্যবাদ।
পঞ্চম শ্রেনীর বিজ্ঞান বাক্স কিনে ছিলাম আমার ছোট্ট আদরের ভাইয়ের জন্য, ও হাতে পেয়েই মনের আনন্দে ম্যানুয়াল পড়ে এক্সপেরিমেন্ট গুলো করা শুরু করল ও আস্তে আস্তে সব এক্সপেরিমেন্ট কমপ্লিট করে ফেলল ও বিজ্ঞানের সকল ট্রপিক গুলো অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করল। আমার ভাইয়ের লেখাপড়ায় বিজ্ঞান শিক্ষায় অগ্রসর হওয়ায় আমি বিজ্ঞানবাক্সকে ধন্যবাদ জ্ঞাপন করি ও সাধুবাদ জানায়।
৭ টা কাঠের পিসের দাম ৭৫০টাকা একটু বেশি মনে হয়েছিলো। ম্যানুয়াল দেখে মন ভরে গেছে। অসাধারন।!