User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
চমৎকার এই উদ্যোগের জন্য ধন্যবাদ।
গত ৩ দিন আগে আমি রকমারি ডট কমে অন্যরকম বিজ্ঞানবাক্স “অদ্ভুত মাপজোখ” অর্ডার করি। আমি আজ সকালে সেটি হাতে পেয়েছি। হাতে পেয়ে খুবি ভালো লেগেছে। অদ্ভুত মাপজোখ এর ডিটেইল আমি পড়েছি, পড়ে অনেক আগ্রহী হয়েছিলাম যে কখন আমি নিজেও সকল একটিভিটি করতে পারবো! অবশেষে অপেক্ষার পালা শেষ হয়ে হাতে নিয়ে অদ্ভুত মাপজোখ শুরু করেছি একটিভিটি গুলো করা। আমি এখনো সব গুলো একটিভিটি করে শেষ করতে পারি নি। কয়েকটি করেছি। যার মধ্যে আমার সব চেয়ে ভালো লেগেছে বিদ্যুৎ পরিমাপের একটিভিটিটা। আশা করছি সব গুলোই ভালো লাগবে। ধন্যবাদ অন্যরকম বিজ্...See More
কিশোর আলোতে পড়েছিলাম অনেক বিজ্ঞানবাক্স সম্পর্কে। খুব বেশি কৌতূহলী আমি। তাই আম্মুকে বলে একটা বিজ্ঞানবাক্স এনেছি। অন্যরকম আলোর ঝলক বিজ্ঞানবাক্স। এক্সপেরিমেন্টগুলো অনেক মজার। বই দেখে, ভিডিও দেখে সবগুলো করেছি ^_^
কাল আমার ছোট মেয়েকে আলোর ঝলক বিজ্ঞানবাক্সটি কিনে দিয়েছি। ক্লাস ফাইভে পড়ে আমার মেয়ে। আলোর ঝলক দিয়ে রংধনু তৈরি করে ও অনেক খুশি। কাল থেকে আলোর ঝলকের এক্সপেরিমেন্টগুলো করছে আর সবাইকে দেখাচ্ছে। অনেক ধন্যবাদ অন্যরকম বিজ্ঞানবাক্সকে। খেলার ছলে শেখানোর জন্য এটা অনেক ভালো একটা উদ্যোগ। শুভ কামনা। :) :) :)
রসায়ন রহস্য ভালো, রকমারির সার্ভিসও ভালো। সব মিলিয়ে একটা পারফেক্ট, কমপ্লিট প্যাকেজ। রসায়ন রহস্যের এক্সপেরিমেন্ট গুলো তো ভালো বটেই, সাথে যে পর্যায় সারণীটা উপহার হিসেবে দেয়া আছে সেটাও একটা প্লিজেন্ট সারপ্রাইজ! থ্যাংকস রকমারি, থ্যাংকস বিজ্ঞানবাক্স!
আমার রেটিং ৫* এই বক্সের এক্সপেরিমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে। আমি সেরা ৫ এক্সপেরিমেন্ট এবং এর নাম্বার দিলাম। ১) লাভা ল্যাম্প ১০/১০ ২) অগ্নি পরীক্ষা ১০/১০ ৩) কয়েন উদ্ধার -৯/১০ ৪) ছানা নিয়ে নানা কীর্তি- ৯/১০ ৫)কিশমিশ নৃত্য- ৮.৫/১০
কেমিস্ট্রি আমার খুব অপছন্দের বিষয় ছিলো সবসময়। আমার এই কথা থেকে আবার ধরে নিয়েন না যে রসায়ন রহস্য ব্যবহার করার পর থেকে কেমিস্ট্রি আমার প্রিয় Subject হয়ে গেছে, :D But I must admit that রসায়ন রহস্য দারুণ, দারুণ, এবং দারুণ! আর সবচেয়ে বড় কথা হলো, এটা অন্য সব বিজ্ঞানবাক্সের চেয়ে আলাদা। এটার কালার, ম্যানুয়াল বই, ভিডিও, সবগুলোই দারুণ। গল্পের বইটাও ভালো। সবচেয়ে ভালো লেগেছে, Lava lamp, কিশমিশ নৃত্য, গোপন মেসেজ, ইত্যাদি। তবে একটা অভিযোগ রয়েছে। অন্য সবগুলোর মত এটার ইংলিশ ভার্শন নেই কেনো? আর সবশেষে একটা কথা,...See More
আমি মিশু, ধানমন্ডি বয়েস স্কুলে ক্লাস সেভেন এ পড়ি। কিছু দিন আগে আমার বাবা আমার জন্য একটি বিজ্ঞানবাক্স অদ্ভুত মাপজোখ কিনে আনলো। এরপর আমি এক্সপেরিমেন্ট করলাম সবার সাথে।পরের দিন স্কুল থেকে এসে দেখলাম যা আমাকে অজ্ঞান করার মতো।আমার ছোট বোন সাউন্ড মাপছে। আমি এত খুশি হলাম। আমি জানি না বিজ্ঞানবাক্স তুমি কে।তবে জানি তুমি একজন সাধারণ মানুষকে legend বানানোর ব্রিজ।স্যল্যুট তোমাদের।
অন্যরকম বিজ্ঞানবাক্স এক কথায় চমৎকার ।রকমারি থেকে আমার ছোট বোনকে অদ্ভুত মাপজোখ কিনে দিয়েছি। ও এখন ওর অবসর কাটায় অদ্ভুত মাপজোখের একটিভিটি করে।শুনেছি স্কুলে ও নাকি ওর সব বন্ধুদের সকল একটিভিটি করে দেখিয়েছে। আমি আশা করছি ও সমবয়সী দের চাইতে চিন্তায় ও সৃজনশীলতায় এগিয়ে যাবে।" Hat's off to অন্যরকম বিজ্ঞানবাক্স।
আমি আমার ভাগ্নির জন্য অন্যরকম বিজ্ঞানবাক্স “অদ্ভুত মাপজোখ” কিনি। অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্স আসলেই অনেক মজার আর শিশুদের মেধা বিকাশে সহায়ক। এখানে একটা একটিভিটি আছে, রিমোট চেক করার যেটা দিয়ে রিমোট চেক করা যায়। এছাড়াও আরো অনেক গুলো একটিভিটি করা যায়। তবে আমার মতে দামটা আরেকটু কমালে মনে হয় সবাই কিনতে পারতো...