User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
তড়িৎ তাণ্ডবের এক্সপেরিমেন্ট আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলো। ভাবলাম, এটা যদি আগে থাকতো, কত ভালো হতো! আমি অবসরের একটা সেরা সঙ্গী পেতাম, সবাইকে চমকে দিতে পারতাম নতুন কিছু বানিয়ে ফেলে। যা হোক, আমি পারি নি তাতে কী, আমার ছেলেমেয়েরা তো পারবে! ওদের নিয়ে স্বপ্ন দেখছি আমি।
লাইট দিয়ে লাইট জ্বালানো, ভাআরি অদ্ভুত লেগেছে আমার কাছে। এটা খুব খুব মজার। আমার স্কুলের বন্ধুদের দেখিয়েছি, খুব ম,জা পেয়েছে। আর চিরুনি ও বেলুনের এক্সপেরিমেন্টগুলাও খুব সহজ আর মজার। আর Magic এর মতো। সিরিজ ও প্যারালাল কানেকশনটা এখনও করি নি। একটু কথিন লেগেছে। আমি আরেকটু বড় হলেই তো করে ফেলবো!!!
একজন শিশু যখন নিজের হাতে কোনো কিছু বানায়, তা যত সামান্যই হোক না কেন, তার কাছে তার আবেদন অন্যরকম। এটার সাথে আর অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। তড়িৎ তাণ্ডবে এই সুযোগটা রয়েছে। আমার মেয়েটি যখন মোটর দিয়ে ফ্যান বানিয়ে ফেললো, সেই ছোট্ট ফ্যানের বাতাস আমার কাছে ভোরের শূদ্ধ বাতাসের মত পবিত্র ছিলো। তড়িৎ তাণ্ডবের কারিগরদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমার কাছে খুব ভালো লেগেছে চুম্বকের চমক বিজ্ঞানবাক্স। তবে এটাকে বেস্ট বিজ্ঞানবাক্স বলবো না। ৫টি বিজ্ঞানবাক্সের সবগুলোই আছে আমার কাছে। আমার বেস্ট থ্রি হলো, ১/রসায়ন রহস্য ২/ অদ্ভুত মাপজোখ ৩/ চুম্বকের চমক। তবে আমার কাজিনের কাছে অবশ্য চুম্বকের চমকটাই বেস্ট। নিয়োডিমিয়াম চুম্বকটা আরো বড় হলে ভালো হতো! আমি ১০০ তে ৭৯ দেবো।
My brother bought chumbokerchomok for me. And this is the best gift I have ever got. I never thought he will give me such awesome gift. Now, passing time for me is more enjoyable. The experiments are awesome, equipments are awesome, too much awesomeness in one box! Really, this science kit can do a lot. I am looking forward for more kits.
আমার ছেলেটা যখন ওর বন্ধুর কাছ থেকে চুম্বকের চমক বিজ্ঞানবাক্সটি দেখে কেনার জন্যে বায়না ধরলো, তখন আমি খুব একটু গা করি নি এটা ভেবে যে, খামোখা কিছুদিন পর ফেলে রাখবে, আগ্রহ হারিয়ে ফেলবে। তবে আমার ভাবনাটা ভুল ছিলো। চুম্বকের এক্সপেরিমেন্টগুলোতে ও এতটাই আবিষ্ট হয়ে গেলো যে বদলে গেলো অনেক কিছু। নতুন নতুন জিনিস শিখছে, জানার জন্যে গুগলিং করছে, পড়াশোনাতেও আগ্রহ বেড়েছে আগের চেয়ে, specially সায়েন্সে। তবে ওর অনেক অনেক প্রশনের জবাব দিতে গিয়ে আমাকে হিমসিম খেতে হচ্ছে অবশ্য মাঝে মাঝে, তাতে ভালোই হয়েছে। আমিও শিখছি...See More
Hi! I study at class 7. My Mom bought ONNOROKOM Color Of Light for me a few days ago. The experiments of this kit, are totlly awesome. It had made learning easy and made boring knowledge to practical knowledge. I did many interesting experiments by this tool kit. I just love it. Thank You Onnorokom Bigganbaksho.
Better for this Combination.I like this
দামটা সাধ্যের তুলনায় বেশি। ভেবেছিলাম ছোট ভাইকে উপহার দেব, কিন্তু কিনে দিতে পারছি না। যাই হোক, উদ্যোগটা ভালো।
Just say awesome cardboard.