User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বই...
বাংলা ভাষায় এটিকে একটি আন্তর্জাতিক মানের গ্রন্থ বলে মনে করছি। এই বইটি পড়ে আমি এতোটাই অনুপ্রেরণা ও আনন্দ পেয়েছি যে, বলতে দ্বিধা নেই- রচয়িতা ফেরদৌস নাহার-এর অপূর্ব ভাষা ও গাঁথুনির মাধ্যমে আমরা পেলাম একজন শক্তিশালী লেখকের সন্ধান। শিল্পের নানা মাধ্যম নিয়ে লেখা আটটি গদ্য অসম্ভব হৃদয়গ্রহী ও মুগ্ধকর। চিত্রকলা, চলচ্চিত্র ও কবিতা নিয়ে লেখা গদ্যগুলো বারবার পড়ার মতো। এছাড়া বইটির পাতায় পাতায় রঙিন ও প্রাসঙ্গিক ছবিগুলো নিঃসন্দেহে পাঠককে আরো তৃপ্তি দেবে। এমন একটি বই আমাদের উপহার দেবার জন্য ফেরদৌস না...See More
Pathetic translation of a masterpiece
Read this book, but a different translation
গুরুত্বপূর্ণ বই
শিক্ষা-বিষয়ে যারা গবেষণার কাজ করছেন, এই বইটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর শেষ অধ্যায়গুলো ঠিক শিক্ষা-গবেষণার মূল বিষয়গুলোর সাথে যায় কি? বরং শিক্ষা-গবেষণার আরও বেশ কিছু বিষয় ছিল যা এই বইতে সংযোজন করা যেত। আশা করি পরবর্তী সংস্করণে লেখক এদিকে নজর দিবেন।
very nice
The book is so nice to read! Go ahead writer. Tarek
অসাধারণ
হুমায়ুন আহমেদের এক অনবদ্য সৃষ্টি মধ্যাহ্ন। আমি ইতিহাসের সেই সময়টায় চলে গিয়েছিল লেখকের সাথে। পড়া শেষ হওয়ার পর মনে হলো,''ইশ স্যার এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন। আর একটু লিখলে কি হতো"।
অভিযোগ
আরও ভাল হত যদি উপন্যাস সমগ্রটার ভিতরে কয়টা এবং কোন কোন উপন্যাস আছে ,তা যদি বলা থাকত । আশা করি সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্যাপার টা দেখবেন ।
বিতংস (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১৩)
ওয়াহিদা নূর আফজা
অনবদ্য উপন্যাস
বিতংস লেখকঃ ওয়াহিদা নূর আফজা প্রকাশকঃ আগামী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৩ ওয়াহিদা নূর আফজার দ্বিতীয় উপন্যাস 'বিতংস' আবর্তিত হয়েছে মূল চরিত্র 'দেয়ার' জীবনকে ঘিরে। প্রেক্ষাপট মুক্তিযুদ্ধকালীন এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের এক মফস্বল শহর। গল্পের শুরু ফ্ল্যাশব্যাক দিয়ে। পুরনো কাগজপত্র হাতড়াতে গিয়ে মধ্যবয়েসি দেয়া হঠাৎ করেই খুঁজে পায় ফেলে আসা অতীতের এক অমূল্য উপহার; নিমিষে সে ফিরে যায় তার শৈশব, কৈশোর আর যৌবনের ঘটনাবহুল দিনগুলিতে। দেয়ার শৈশব কাটছিল কুমিল্লা শহরের আর আট দশটা মধ্যবিত্ত ...See More
অসির চেয়ে বলপয়েন্ট বড়!!!
আমরা সবসময় সফল মানুষদের শুরুর দিকের গল্প শুনতে চাই। এর কারণ কি? এর কারণ হল প্রায় সব বিখ্যাত সফল মানুষরাই নিজ কর্মক্ষেত্রের শুরুতে দুর্গম পথ পাড়ি দেন। পরবর্তীতে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছান। ফলে ঐ কষ্ট, পরিশ্রমের গল্প শুনলে আমাদের উৎসাহ জাগে। আমরা পাই অনুপ্রেরণা। হুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। লেখালেখির জগতে কিংবদন্তী বলা হয় তাকে। সেই হুমায়ূন আহমেদের লেখালেখির শুরুর দিকের গল্পই ঠাই পেয়েছে ‘বলপয়েন্ট’ বইটিতে। এটি একটি আত্মজৈবনিক মুলক লেখা। তার প্রথম লে...See More