User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Review
আমি এক জন নতু ইউজার, আপনাদের সাইটের কিন্তু, আমি আপনাদের সাইট থেকে এই বই টা পর পর ১০ অর্ডার করেছি এবং ১০ টা ই আমার পড়ার জন্য। ১০ টা কিনে যে আমি একা পড়েছি তা কিন্তু নয়। এ গুলোর কোন টি আমার ভাইকে দিয়েছি আবার কোনটি আমার ফ্রেন্ডকে দিয়েছি। বই টি পড়ে আমার মনে হলো বই টা অসম্বব ভালো।
মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর
হাজার বছর ধরে বাঙালি জাতি লড়াই সংগ্রাম করেছে, তার আত্মপরিচয় প্রতিষ্ঠা ও শোষণ বৈষম্যের জোয়াল ছিন্ন করতে। সেই জন্য চেয়েছে স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধে এসব অর্জিত দর্শনগুলো দৃশ্যমান হয়েছে প্রতিনিয়ত; যার মৃত্যু নেই। সেই একত্রিত স্বপ্নগুলো বাঙালি জাতি রক্ত দিয়ে অর্জন করেছে। মুক্তিযুদ্ধ্বে লক্ষ শহীদের রক্তের মাধ্যমে অর্জিত এই স্বপ্ন-আকাংক্ষাগুলো বাহাত্তর সনে রচিত সংবিধানের প্রতিটি বর্ণে, বাক্যে ও অনুচ্ছেদের শব্দগুচ্ছে রোপিত হয়েছ...See More
excellant
অসাধারন লেখার ও দেখার ক্ষমতা। লেখকের নিজের দুরব্লতা প্রকাশ করার সাহস সবার থাকেনা। অথচ রশীদ করিমের আছে। আবার আছে অহম বোধ। একেবারে অসাধারন।
awsome book
boy ta asholey awsome....but cd thakley valo lagto
আবদুল মান্নান সৈয়দ এর ডায়েরি
‘অনেক হয়েছে কথা। আজ ভালোবাসি নীরবতা/ আজ দেখি নিসর্গসুন্দরী উন্মুখর নয়, একেবারে নিঃশব্দে নীরবতা/ ঘাস, গাছ, নদী ও নীলিমা/ আসলে তো প্রকৃত বাস্তব অন্তর্দেশে থাকে/ মগ্ন কিন্তু প্রবাহিত/ শব্দময় কথা’... লাইনগুলো আবদুল মান্নান সৈয়দের ‘অতলের আহ্বান এসেছে’ কবিতার। শব্দময়তা আর বাঞ্চিত নয়, নীরব-নির্জন থাকার উদগ্র বাসনা প্রত্যেকেরই, এই আকাঙ্খা প্রকাশের জন্য অল্প কথাতে কবিতাই সম্ভবত উৎকৃষ্ট মাধ্যম। উদ্ধৃত অংশের বাইরে কবিতার বাকী অংশটুকুও নির্মেদ, সুন্দর। লিখতে বসেছি আবদুল মান্নান সৈয়দ-এর ডায়েরি নিয়ে। তাঁর...See More
বাস্তব ও জাদুর জগত
বাস্তব ও জাদুর জগত শাহেদুজ্জামান লিংকন বাংলা ছোটগল্পের অগ্রসেনানী আখতারুজ্জামান ইলিয়াস একবার আশংকা প্রকাশ করেছিলেন ছোটগল্পের মৃত্যুর ব্যাপারে। ছোটগল্পের দশাটা যেমনই হোক এর ¯্রষ্টার সংখ্যা বাংলাসাহিত্যে কষ্মিনকালেও কম নয়। তবে সতন্ত্র ধারার গল্প লিখে অনেকের মাঝে অনন্য হয়ে আছেন এমন গল্পকারের সংখ্যা হাতে গোনা। শহীদুল জহির তেমনি এক প্রতিভাধর বিরলপ্রজ গল্পকার। ল্যাটিন আমেরিকান সাহিত্যে বিশেষ করে মার্কেজের লেখায় জাদুবাস্তবতার যে বিস্তার তার সফল প্রয়োগ বাংলাসাহিত্যে প্রথম আনেন শহীদুল জহির। তার তিনটি...See More
৭ দিনে ওয়েব ডিজাইন ড্রিময়েবার এম এক্স (সিডি সহ)
মোজাহেদুল ইসলাম ঢেউ
ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন চলমান সময়ের একটি চলমান বিষয়।ব্লগ তৈরী বা পেশাগতভাবে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য বইটির সার্বিক আলোচনা বেশ প্রয়োজনীয়।স্বাচ্ছন্দে ওয়েব ডিজাইনের জন্য দরকারী বইটির বহুল প্রচার এবং লেখকের সার্বিক সাফল্য কামনা করছি।
ঘরে বসে আয়
ঘরে বসে আয় করার বিষয়টি আসলে আল্লাহ পাকের অশেষ রহমত। মানুষ যেখানে রোজগারের জন্য ছুটছে, সেখানে ঘরে বসে আয় করার সামান্য প্রশিক্ষন বা ধারনামূলক বইটি প্রবীন ও নবীনদের আগ্রহ বৃদ্ধি করেছে। বইটির আলোচনা থেকে বিষয়বস্তুর ধারনা ষ্স্পষ্ট এবং পরবর্তী বিষয়গুলি বুঝতেও সাহায্য করবে।বইটির বহুল প্রচার ও লেখকের সার্বিক সফলতা কামনা করছি।
joboti and jobok sele meyeder jonno
ai boi ta akta binodon molok boi tomader onek kaje aste pare new generation. apnara boita ken pore dekhte paren ai boita apnara online order korte paren. rokomari.com theke. only 30 taka.
beborton
manos dene dene bodlay apne jodi aro sondor vave jebon chalate chan tahole ai book ta pore dekhte paren.